AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: মধ্যরাতে কলকাতায় ফিরলেন অভিষেক, বুধে বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে না থাকার কারণ জানালেন

Abhishek Banerjee: গত ২১ মে প্রতিনিধি দলের সঙ্গে প্রথমে জাপান রওনা দিয়েছিলেন অভিষেক। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে ওই প্রতিনিধি দল এরপর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যায়। সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানের ভূমিকা বিশ্বের দরবারে তুলে ধরেন অভিষেকরা।

Abhishek Banerjee: মধ্যরাতে কলকাতায় ফিরলেন অভিষেক, বুধে বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে না থাকার কারণ জানালেন
কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2025 | 9:19 AM

কলকাতা: বিশ্বের দরবারে অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের ভূমিকার কথা তুলে ধরে দেশে ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। প্রতিনিধি দলের সদস্য হিসেবে ২ সপ্তাহে এশিয়ার পাঁচটি দেশে ভারতের বার্তা পৌঁছে দিয়েছেন। এই সফর নিয়েই বুধবার প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে সেই বৈঠকে তিনি থাকতে পারবেন না বলে জানালেন অভিষেক। বৈঠকে না থাকার পারার কারণও তিনি বিদেশমন্ত্রককে জানিয়ে দিয়েছেন।

গত ২১ মে প্রতিনিধি দলের সঙ্গে প্রথমে জাপান রওনা দিয়েছিলেন অভিষেক। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে ওই প্রতিনিধি দল এরপর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যায়। সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানের ভূমিকা বিশ্বের দরবারে তুলে ধরেন অভিষেকরা। ২ সপ্তাহের সেই সফর সেরে মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি।

বিমানবন্দরের বাইরে বেরিয়ে পাঁচ দেশে সফর নিয়ে অভিষেক বলেন, “প্রায় ১৫ দিন পাঁচটা দেশে আমরা গিয়েছি। নানা বৈঠক হয়েছে। বুধবার বিদেশমন্ত্রী একটি বৈঠক ডেকেছেন। যে প্রতিনিধি দলগুলি গিয়েছিল, তাদের সঙ্গে উনি আলাদা করে বসতে চান। আমি বুধবারের বৈঠকে উপস্থিত থাকতে পারব না। আমার পূর্ব নির্ধারিত কিছু বৈঠক ও কর্মসূচি রয়েছে। যেহেতু আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম। এর মধ্যে কালীগঞ্জে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আমার এলাকার নিজস্ব কিছু কাজকর্ম রয়েছে। আমি সেগুলো নিয়ে আগামী ২-৪ দিন ব্যস্ত থাকব। আমি বিদেশমন্ত্রককে জানিয়েছি, আমার যা মতামত লিখিতভাবে জানাব। সরকারকে জানানোর পর আমার মতামত আমি আপনাদের কাছে তুলে ধরব।”

ভারতের বার্তা বিশ্বের দরবারে তুলে ধরতে সাতটি প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। প্রতিনিধি দলের সদস্য হিসেবে কেন্দ্রের তরফে প্রথমে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম জানানো হয়। তা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কোন দলের কে প্রতিনিধি হিসেবে যাবেন, তা কেন্দ্র ঠিক করতে পারে না। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু মমতাকে ফোন করেন। প্রতিনিধি হিসেবে নাম প্রস্তাবের অনুরোধ করেন। তারপরই অভিষেকের নাম চূড়ান্ত করে তৃণমূল। মঙ্গলবার সেই প্রসঙ্গ উল্লেখ না করেই অভিষেক বলেন, প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান রওনা দেওয়ার একদিন আগে তিনি জানতে পেরেছিলেন।