Abhishek Banerjee: কোন্দল মেটাতে নেতাদের কড়া বার্তা, বনগাঁ পুনরুদ্ধারের ডাক অভিষেকের
Abhishek Banerjee on Bangaon: বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসনের মধ্যে ৫টি রয়েছে উত্তর ২৪ পরগনায়। আর ২টি বিধানসভা আসন নদিয়া জেলার অন্তর্গত। উত্তর ২৪ পরগনার এই ৫টি বিধানসভা আসনের মধ্যে ৩টি বিজেপির দখলে। আর ২টি আসন তৃণমূলের দখলে।

কলকাতা: বনগাঁ লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেশিরভাগ বিধানসভায়ও বিজেপির দাপট। এই পরিস্থিতিতে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠকে গোষ্ঠীকোন্দল নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বন্দ্ব এড়িয়ে কাজ করার কথা বললেন। একইসঙ্গে দলের নেতাদের স্পষ্ট বার্তা দিলেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে বনগাঁর বিধানসভা আসনগুলি পুনরুদ্ধার করতে হবে। তবে সোমবারের এই বৈঠকে ঠাকুরবাড়ির দ্বন্দ্ব নিয়ে কোনও কথা হয়নি।
আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার দলের জেলা সংগঠনগুলির সঙ্গে বৈঠক করছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। এদিন ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। জানা গিয়েছে, সেখানে দলের কোন্দল নিয়ে উষ্মা প্রকাশ করেন অভিষেক। দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে দলের কাজ করার জন্য নেতা-নেত্রীদের বার্তা দেন।
২০১৯ সাল থেকে বনগাঁ লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে। এখানকার সাংসদ ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসনের মধ্যে ৫টি রয়েছে উত্তর ২৪ পরগনায়। আর ২টি বিধানসভা আসন নদিয়া জেলার অন্তর্গত। উত্তর ২৪ পরগনার এই ৫টি বিধানসভা আসনের মধ্যে ৩টি বিজেপির দখলে। আর ২টি আসন তৃণমূলের দখলে। এর মধ্যে বাগদা আসনটি ২০২১ সালে বিজেপিই জিতেছিল। পরে উপনির্বাচনে তৃণমূলের মধুপর্ণা ঠাকুর জেতেন। আবার নদিয়ায় যে দুটি আসন রয়েছে, সেখানে জিতেছে বিজেপি। ফলে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলিতে বিজেপির দাপট রয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনায় অবস্থিত ওই পাঁচটি আসনে ভাল ফলের জন্য দলের নেতাদের ঝাঁপিয়ে পড়ার বার্তা দেন অভিষেক।
বনগাঁয় মতুয়া ভোটের একটা বড় প্রভাব রয়েছে। সেক্ষেত্রে ঠাকুরবাড়িরও প্রভাব রয়েছে। ঠাকুরবাড়ির দুই সদস্য শান্তনু ঠাকুর ও তাঁর দাদা সুব্রত ঠাকুর বিজেপির জনপ্রতিনিধি। আবার মমতাবালা ঠাকুর ও তাঁর মেয়ে মধুপর্ণা ঠাকুর তৃণমূলের জনপ্রতিনিধি। ঠাকুরবাড়ি দ্বন্দ্ব বিভিন্ন সময় সামনে এসেছে। এই দ্বন্দ্ব নিয়ে অবশ্য এদিন বৈঠকে কোনও আলোচনা হয়নি। বনগাঁ পুনরুদ্ধারে জোর দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
