Justice Abhijit Ganguly: ‘অপ্রত্যাশিত পর্বের প্রত্যাশিত পরিণাম’, বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপর ‘আস্থাশীল’ কুণাল
Kunal Ghosh: সুপ্রিম কোর্টের নির্দেশকে কেউ 'স্বাগত' জানাচ্ছেন, আবার কেউ বলছেন 'দুর্ভাগ্যজনক'। তৃণমূল মুখপাত্র তথা শাসক দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) এই নির্দেশকে ব্যাখ্যা করছেন, 'অপ্রত্যাশিত পর্বের প্রত্যাশিত পরিণাম'।
কলকাতা: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Justice Abhijit Ganguly) একক বেঞ্চের নিয়োগ মামলা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের কথা প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। রাজনীতিক থেকে শুরু করে আইনজ্ঞরা, শহরে আজ সকলেরই আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ। কেউ ‘স্বাগত’ জানাচ্ছেন নির্দেশকে। আবার কেউ বলছেন ‘দুর্ভাগ্যজনক’। তৃণমূল মুখপাত্র তথা শাসক দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) এই নির্দেশকে ব্যাখ্যা করছেন, ‘অপ্রত্যাশিত পর্বের প্রত্যাশিত পরিণাম’। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে শীর্ষ আদালতের নির্দেশের বিষয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আজ সুপ্রিম কোর্টের রায় হল একটি অপ্রত্যাশিত পর্বের প্রত্যাশিত পরিণাম।’ তৃণমূল মুখপাত্র কেন এমন মনে করছেন, সেই ব্যাখ্যাও নিজেই দিয়েছেন তিনি।
কুণাল ঘোষের বক্তব্য, ‘অপ্রত্যাশিত পর্ব কারণ, একজন বিচারপতি চেয়ারে বসে, সেই চেয়ারকে অপব্যবহার করে রাজনৈতিক উইশলিস্ট অনুযায়ী একের পর এক মন্তব্য করেছেন। যার সঙ্গে তাঁর মূল মামলার কোনও সম্পর্ক নেই। চেয়ারের বাইরেও কখনও সাক্ষাৎকার, কখনও অন্যান্য সময়ে তাঁর বিভিন্ন মন্তব্যও এসেছে। এই জায়গাটুকুতে আমাদের আপত্তি রয়েছে। বাকিটা উনি কীভাবে এই রায়ের প্রেক্ষিতে রিঅ্যাক্ট করবেন, সেটি সম্পূর্ণ তাঁর ব্যাপার।’
তৃণমূল মুখপাত্র বললেন, ‘আদালতের বিচারকদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপরেও সম্পূর্ণ আস্থা আছে। তাঁকেও আমরা পূর্ণ সম্মান করি। কিন্তু তিনি যেভাবে বিচারপতির আসনের অপব্যবহার করে তাঁর রাজনৈতিক উইশলিস্ট চাপিয়ে দিচ্ছিলেন… নির্দিষ্টভাবে কোনও একটি দল, নেতা-নেত্রীর বিষয়ে নেতিবাচক মন্তব্য, নেতিবাচক ধারণা তৈরির একটি চেষ্টা করছিলেন…. আমরা শুধু সেটির বিরোধিতা করেছি ও প্রতিবাদ করেছি।’
এদিকে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে রাত ১২টা পর্যন্ত আজ আদালতেই থাকবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের ট্রান্সক্রিপশন ও রেজিস্ট্রার জেনারেলের রিপোর্টের কপি চেয়ে পাঠিয়েছেন তিনি। সেই জন্যই অপেক্ষা করবেন বলে খবর।
বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের মধ্যরাত পর্যন্ত আদালতে অপেক্ষা করার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। তিনি অবশ্য বিষয়টিকে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার হিসেবেই দেখছেন। বললেন, ‘এই নিয়ে আমাদের কোনও মন্তব্য নেই এবং থাকতেও পারে না। আমরা শুধু বলছি, আমরা পুরোদস্তুর বিচারব্যবস্থার উপর আস্থা রেখে চলছি।’