Kartik Maharaj: ‘আমরা তিনটে জিনিস চেয়েছিলাম…’, ওয়াকফ বিল নিয়ে কী বললেন কার্তিক মহারাজ
Kartik Maharaj: ইতিহাস টানতে টানতে এদিন বর্তমানেও ফেরেন তিনি। ফের একবার সোচ্চার হন নিজেদের দাবি নিয়ে। বলেন, “তিনটি প্রধান মন্দির রয়েছে। একটা অযোধ্যায় হয়েছে। এটা ছাড়া মথুরা, আর কাশির কথা আমরা বলেছি।”

মুর্শিদাবাদ: এদিনই লোকসভায় ওয়াকফ বিল পেশ করেছ ফেলেছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। চলছে জোরদার আলোচনা। আলোচনা শেষে ভোটাভুটির সম্ভাবনা। ওয়াকিবহাল মহলের ধারণা, এদিন লোকসভায় এই বিল পাস হয়ে গেলে বৃহস্পতিবার তা রাজ্যসভায় পেশ হতে পারে। চাপানউতোর চলছে রাজনৈতিক মহলেও। এবার এই বিল নিয়ে নিজের মত ব্যক্ত করলেন কার্তিক মহারাজ। তাঁরা কী চাইছেন, ভবিষ্যতের ভারতকে কীভাবে দেখতে চাইছেন তাও এদিন বললেন অকপটে।
ওয়াকফ নিয়ে কার্তিক মহারাজের স্পষ্ট কথা, “কংগ্রেস জমানায় রাজনৈতিক ফায়দা লোটার জন্য এটা হয়েছিল।” টেনে আনের ইতিহাস। খানিক আক্ষেপের সুরেই বললেন, “বহু মঠ, মন্দির ওয়াকফের মধ্যে পড়ে আছে। এ নিয়ে বিভ্রান্তিও রয়েছে। ইতিহাস দেখলে দেখা যাবে বহু মন্দির ভেঙে মসজিদ হয়েছে।”
ইতিহাস টানতে টানতে বর্তমানেও ফেরেন তিনি। ফের একবার সোচ্চার হন নিজেদের দাবি নিয়ে। বলেন, “তিনটি প্রধান মন্দির রয়েছে। একটা অযোধ্যায় হয়েছে। এটা ছাড়া মথুরা, আর কাশির কথা আমরা বলেছি। বাকি বহু মন্দির রয়েছে ভারতে। এই ত্রিবেণীতেও তো একটা মন্দির মসজিদে পরিণত হয়েছে। এখানে দেব-দেবীদের ভগ্ন মূর্তি রয়েছে। মালদহতেও রয়েছে। এটা থেকেই সত্যিটা প্রমাণিত।” এথানেই না থেমে তিনি আরও বলেন, “ভারতে তো অনেক মসজিদের নিচেই মন্দির আছে। কিন্তু এটা দিয়ে এখন তো সমস্যার সমাধান হবে না। আমরা তিনটে জিনিস চেয়েছিলাম। মুসলিম সম্প্রদায়ের কাছে তিনটি জিনিসের কথা বলেছিলাম। একটা রাম মন্দির, বেনারসের শিব মন্দির আর মথুরাতে কৃষ্ণ মন্দির। এই তিনটি ভারতের প্রাণ।”





