Trinamool Congress: ভোটের মুখে দলের অধ্যাপক ও শিক্ষক সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস
Trinamool Congress News: শুধু অধ্যাপক সংগঠন নয়, একই ছবি দেখা যেতে চলেছে শিক্ষক সংগঠনের ক্ষেত্রেও। এই সংগঠনেও এক্কেবারে নতুন ধাঁচে সাজানো হবে বলে ঠিক হয়েছে। আনা হবে নতুন নেতাদের। সে কারণেই পুরো সংগঠনকে ঘোষণা করে ভেঙে দেওয়া হল।

কলকাতা: শিক্ষক সংগঠন ও অধ্যাপক সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে সে কথা জানান হয়েছে দলের তরফে। ফের নতুন করে তৈরি হবে দুই সংগঠন। কিন্তু কেন আচমকা এই সিদ্ধান্ত? তা নিয়েই শুরু হয়েছে জোরদার চাপানউতোর। ওয়াকিবহাল মহলের মতে, তৃণমূলের অধ্যাপক সংগঠনের মধ্যে দীর্ঘদিন থেকেই দুই গোষ্ঠীর লড়াই চলছিল। সেই সংঘাতকেই আর বাড়তে দিতে চায় না দল। সে কারণেই নতুন করে সংগঠনকে সাজাতে চাইছে দল। ভোটের ঠিক আগে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের।
শুধু অধ্যাপক সংগঠন নয়, একই ছবি দেখা যেতে চলেছে শিক্ষক সংগঠনের ক্ষেত্রেও। এই সংগঠনেও এক্কেবারে নতুন ধাঁচে সাজানো হবে বলে ঠিক হয়েছে। আনা হবে নতুন নেতাদের। সে কারণেই পুরো সংগঠনকে ঘোষণা করে ভেঙে দেওয়া হল। তবে যতদিন না সেই কাজ হচ্ছে ততদিন আর দলের কোনও অধ্যাপক বা শিক্ষক সংগঠন রইল না। পুজোর পরেই নতুন নেতাদের নাম সামনে আনা হবে।
এদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, ‘সাংগঠনের পুনর্গঠনের প্রেক্ষিতে, WBCUPA, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য ও জেলা কমিটিগুলি ভেঙে দেওয়া হচ্ছে। নবনিযুক্ত রাজ্য ও জেলা কমিটির পদাধিকারীদের নাম উৎসবের পরেই জানান হবে।’
In view of organisational restructuring, the State and District Committees of WBCUPA, WB Primary Teachers’ Association, WB Secondary Teachers’ Association are dissolved with immediate effect. The names of newly appointed State office bearers and District Committees will be…
— All India Trinamool Congress (@AITCofficial) September 25, 2025
