AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: বুধে উত্তরবঙ্গে অমিত শাহ? বাড়ছে জল্পনা

Amit Shah may come to Bengal: বিজেপির দুই জনপ্রতিনিধির উপর হামলার নিন্দা করে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন। তবে তৃণমূল ও বিজেপিকে এই সময় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। বিজেপির দুই জনপ্রতিনিধির উপর হামলার ঘটনার নিন্দা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

Amit Shah: বুধে উত্তরবঙ্গে অমিত শাহ? বাড়ছে জল্পনা
অমিত শাহImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 06, 2025 | 11:27 PM
Share

কলকাতা: ভারী বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। আজ (সোমবার) আবার জলপাইগুড়ির নাগরাকাটা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই বাড়ছে। এই আবহে উত্তরবঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, ৮ অক্টোবর উত্তরবঙ্গে আসতে পারেন তিনি। তবে বঙ্গ বিজেপির নেতারা এই নিয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না।

উত্তরবঙ্গে বৃষ্টি ও ভূমিধসে বহু মানুষ আশ্রয়হীন। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। এদিন উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও এদিন উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে যান।

গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের মানুষের সাহায্য করার জন্য বার্তা দেন। তেমনই শমীকও বিজেপি কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন। দুই দলের নেতা-কর্মীরাই যখন দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন এদিন নাগরাকাটায় আক্রান্ত হন খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ। তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত হন বিজেপি সাংসদ। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আইসিইউ-তে রয়েছেন। তাঁকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হতে পারে।

বিজেপির দুই জনপ্রতিনিধির উপর হামলার নিন্দা করে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন। তবে তৃণমূল ও বিজেপিকে এই সময় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। বিজেপির দুই জনপ্রতিনিধির উপর হামলার ঘটনার নিন্দা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

এই আবহে বুধবার (৮ অক্টোবর) উত্তরবঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ। তবে সবটাই জল্পনার স্তরে। আনুষ্ঠানিকভাবে এ নিয়ে বঙ্গ বিজেপির কেউ কিছু বলতে নারাজ।