Abhishek Banerjee: ‘সরকারের ৮ হাজার কোটি টাকা ব্যবহার করুন’, অঙ্ক কষে দিলেন অভিষেক
Abhishek Banerjee: গোটা সভাতে বারবার তুলোধনা করেন কেন্দ্র সরকারের। বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে বলেন, “কেন্দ্রের দিল্লির সরকার মানুষকে ভাতে মারতে চায়, গায়ের জোরে টাকা আটকে রেখেছে। রাজ্য সরকার সেসব তোয়াক্কা না করে মানুষের জন্য খরচ করছে।”

কলকাতা: রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি! এবার এই কর্মসূচির আওতায় চলা ক্যাম্পগুলিতে পরিদর্শনের নির্দেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যেতে বললেন বিধায়কদেরও। কোন দিন কোথায় ক্যাম্প হবে তার তালিকা প্রকাশ করা হবে। সাংসদ-বিধায়করা কোথায় কবে যাবেন তার তালিকাও দেওয়া হবে। এদিন সাংসদ বিধায়ক তো বটেই, পুরসভার চেয়ারম্যান থেকে কাউন্সিলর, জেলা পরিষদের সভাধিপতি থেকে পঞ্চায়েত প্রধান, সব স্তরের নেতা-কর্মীদের নিয়ে চলল ভার্চুয়াল বৈঠক। নেতা-কর্মী মিলিয়ে প্রায় ১০ হাজারের কাছাকাছি লোক উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।
এখানেই ভার্চুয়াল সভা থেকেই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি নিয়ে একাধিক পর্যবেক্ষণ রাখেন অভিষেক। তাঁর সাফ কথা, “এই প্রকল্পে সরকার যা করছে করবে, পাশাপাশি তৃণমূল কর্মীরাও বাড়ি বাড়ি যাবে। প্রচার করবে। মানুষের মতামত নিয়েই কাজ হবে। প্রতি বুথে ১০ লক্ষ টাকা। কেন্দ্রের কোনও টাকা নেই। ৮ হাজার কোটি টাকা রাজ্য সরকার খরচ করবে।”
গোটা সভাতে বারবার তুলোধনা করেন কেন্দ্র সরকারের। বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে বলেন, “কেন্দ্রের দিল্লির সরকার মানুষকে ভাতে মারতে চায়, গায়ের জোরে টাকা আটকে রেখেছে। রাজ্য সরকার সেসব তোয়াক্কা না করে মানুষের জন্য খরচ করছে।” এরপরই নেতা-কর্মীদের উদ্দেশ্যে অভিষেকের স্পষ্ট নির্দেশ, “মানুষের বুথে কী কাজ হবে, তা মানুষই ঠিক করবে। এটা প্রচার করুন। মাইক দিয়ে প্রচার করুন। নির্বাচনের আগে এই সুযোগ হাতছাড়া করবেন না। মানুষের কথা শুনুন। সব সমাধান করতে পারবেন না। লিখে রাখুন। শুনুন মানুষ কী বলছে! সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করে এই প্রকল্পকে সার্থক করতে হবে। সবাইকে কোমর বেঁধে নামতে হবে। মানুষকে জানাতে হবে। বাড়িতে বাড়িতে গিয়ে বলুন। আগামী ৬০ দিন এই ক্যাম্প চলবে।”
