রেমডেসিভির দেওয়ার পর কমে এল সাইকোটান ঝড়ের ইঙ্গিত, দু-একটা কথা বলছেন বুদ্ধবাবু
এর আগে ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। এ দিন সেই বোর্ডে আরও একজন সদস্য বৃদ্ধি করা হয়েছে। এসেছেন অ্যানেসথেসিস্ট ডা. আশীষ পাত্র।
কলকাতা: কিছুটা হলেও আগের তুলনায় স্থিতিশীল রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার তাঁর রিপোর্ট আসার পর সাইটোকাইন ঝড়ের ইঙ্গিত মেলার পর কিছুটা উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকেরা। তবে আজকে তিনি আগের তুলনায় কিছুটা ভাল রয়েছেন। এমনটাই খবর উডল্যান্ডস হাসপাতাল সূত্রে।
বুদ্ধবাবুর সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, বর্তমানে বাইপ্যাপে রয়েছেন তিনি। অক্সিজেনের মাত্রাও কার্যত স্বাভাবিক বলা চলে। ৯৩ রয়েছে স্যাচুরেশনের মাত্রা। রক্তচাপও তাঁর স্বাভাবিক। তবে আচ্ছন্নভাব এখনও বজায় রয়েছে তাঁর। বুদ্ধবাবুর চিকিৎসার জন্য এর আগে ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। এ দিন সেই বোর্ডে আরও একজন সদস্য বৃদ্ধি করা হয়েছে। এসেছেন অ্যানেসথেসিস্ট ডা. আশীষ পাত্র।
আরও পড়ুন: বুদ্ধবাবুর শারীরিক অবস্থা উদ্বেগজনক, রিপোর্টে সাইটোকাইন ঝড়ের ইঙ্গিত
হাসপাতাল সূত্রে আরও খবর, গতকাল রাতেই রেমডেসিভির দেওয়া হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। তারপরই সাইটোকাইন ঝড়ের মাপকাঠি আইএল-৬ বা ‘ইন্টারলিউকোটিন ৬’ কিছুটা কমে এসেছে বলে জানা গিয়েছে। তাঁর আচ্ছন্নভাব বজায় থাকলেও চিকিৎসকদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন এবং কথা বলছেন বলে খবর। এমনকি, নিজের মুখে খাবারও খেতে পারছেন বুদ্ধবাবু।
আরও পড়ুন: আচ্ছন্নভাব রয়েছে, তবে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন বুদ্ধবাবু!