Arjun Singh Exclusive: চটেই চটলেন অর্জুন সিং, ‘সাংসদ আমি থাকবই, তবে…’, শাহি সফরের মধ্যেই বোমা ফাটালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ
প্রসঙ্গত, দু'দিনের বঙ্গ সফরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ কোথাও নেই বঙ্গ বিজেপির এই 'হেভিওয়েট' নেতা অর্জুন সিং।
প্রসঙ্গত, দু’দিনের বঙ্গ সফরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ কোথাও নেই বঙ্গ বিজেপির এই ‘হেভিওয়েট’ নেতা অর্জুন সিং। যা ঘিরে রাজনৈতিক মহল দু’য়ে দু’য়ে চার করা শুরু করে দিয়েছে। তবে কি এবার অর্জুনের ‘ঘর ওয়াপসি’র পালা? তৃণমূল ছেড়ে বিজেপিতে বহু নেতা ইতিমধ্যেই যোগ দিয়েছেন এবং একটা বড় অংশ ফিরেও গিয়েছে পুরনো ঘরে। এর কারণ কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের প্রতি বিশ্বাসের জায়গাটা কোথাও টলমল?, প্রশ্ন করা হয়েছিল অর্জুন সিংকে।
অর্জুন সিংয়ের জবাব, “হতে পারে। আবার এমনও হতে পারে আমাদের (এক সময় যারা তৃণমূল করতেন) সিস্টেমটা ওদের (বিজেপি) মানিয়ে নিতে পারছে না। আমরা কিন্তু ভোট রাজনীতি, বাংলার রাজনীতি ছোটবেলা থেকে দেখেছি। বাংলার রাজনীতি কখনও ওই শুধু একটা নির্দিষ্ট আদর্শ নির্ভর নয়। একেবারে নিচের স্তরে গিয়ে রাজনীতি করতে হয়।”
চটকলের সমস্যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সম্প্রতি তোপ দেগেছেন অর্জুন সিং। প্রাথমিকভাবে মনে হয়েছিল চট নিয়েই চটে রয়েছেন ব্যারাকপুরের এই দাপুটে সাংসদ। তবে সময় যত এগোচ্ছে, অর্জুনের বক্তব্যে বাড়ছে জল্পনা। রাজনৈতিক মহলের মতে, বিজেপিতে সাংগঠনিক স্তরে কোথাও একটা ক্ষোভ বা জটিলতা তৈরি হয়েছে অর্জুনের, যার সঙ্গে তিনি আর মানিয়ে নিতে পারছেন না। সে কারণেই কি টিভি নাইন বাংলার সাক্ষাৎকারে ‘আমাদের’-‘ওদের’ প্রসঙ্গ তুলে ধরলেন অর্জুন। জবাব সময়ই দেবে।