Swasthya Sathi: ৫ হাজার থেকে ২৫ হাজার! ৫ গুণ বাড়ল স্বাস্থ্যসাথীর বরাদ্দ, জেলায় অর্থোপেডিক অস্ত্রোপচারে বিশেষ নজর

Swasthya Sathi Allocation: রাজ্য সরকারের তরফে মুর্শিদাবাদ ও মালদায় কেবলমাত্র জরুরি কোনও পরিস্থিতিতেই স্বাস্থ্যসাথীর অধীনে অর্থোপেডিক অস্ত্রোপচার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Swasthya Sathi: ৫ হাজার থেকে ২৫ হাজার! ৫ গুণ বাড়ল স্বাস্থ্যসাথীর বরাদ্দ, জেলায় অর্থোপেডিক অস্ত্রোপচারে বিশেষ নজর
বরাদ্দ বাড়ল স্বাস্থ্যসাথীতে।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 9:52 AM

কলকাতা: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে মজবুত করতে আরও জোর। স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে তিনটি নির্দেশিকা জারি করা হল রাজ্য সরকারের তরফে। এরমধ্যে অন্যতম হল এনএবিএইচ অনুমোদিত বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে দামি ওষুধ, পরীক্ষা-নিরীক্ষার খরচের জন্য বরাদ্দ ৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা করা হল। অন্যদিকে, সরকারি হাসপাতালে এবার থেকে কার্ডিওলজি, অর্থোপেডিক ইমপ্ল্যান্টের জন্য যে অর্থ খরচ হয়, তাও এবার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনেই পাওয়া যাবে। বিশেষ জোর দেওয়া হয়েছে জেলার চিকিৎসা ব্যবস্থাতেও। মুর্শিদাবাদ, মালদহে বেসরকারি হাসপাতালে অর্থোপেডিকের অস্ত্রোপচারে নিষেধাজ্ঞা জারি করা হল।

রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে থাকা বিভিন্ন ওষুধ ও অত্য়াধুনিক ডায়গনস্টিক টেস্টের জন্য ৫ হাজার টাকা বরাদ্দ ছিল, তার ঊর্ধ্বসীমা প্রত্য়াহার করা হচ্ছে এবং এই খাতে বরাদ্দ বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হচ্ছে।  ইতিমধ্যেই এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যসাথীর নির্দিষ্ট প্য়াকেজের বাইরে থাকা একাধিক ওষুধ ও পরীক্ষার জন্য আগে বরাদ্দ ছিল ৫ হাজার টাকা। কিন্তু এই রেট অত্যন্ত কম ও অবৈজ্ঞানিক বলেই অভিযোগ করা হয়েছিল। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় বেসরকারি হাসপাতাল তো দূর, ছোট ছোট নার্সিংহোমগুলিও পুরনো এই রেটে চিকিৎসা পরিষেবা দিতে অরাজি ছিল। এই দাবিগুলিকে মাথায় রেখেই এবার স্বাস্থ্যসাথীতে প্যাকেজের বাইরে থাকা ওষুধ ও ডায়গনস্টিক পরীক্ষার জন্য বরাদ্দ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হল। তবে এই পরিষেবা সমস্ত হাসপাতালে পাওয়া যাবে না। রাজ্যের ৩০টি ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেল্‌থ কেয়ার প্রোভাইডার বা এনএবিএইচ স্বীকৃতিপ্রাপ্ত হাসপাতালেই এই সুবিধা পাওয়া যাবে। এই ৩০টি হাসপাতালের তালিকায় কলকাতার বিভিন্ন বড় হাসপাতালের পাশাপাশি শহরতলির একাধিক হাসপাতাল ও নার্সিংহোমও রয়েছে।

অন্যদিকে, রাজ্য সরকারের তরফে মুর্শিদাবাদ ও মালদায় কেবলমাত্র জরুরি কোনও পরিস্থিতিতেই স্বাস্থ্যসাথীর অধীনে অর্থোপেডিক অস্ত্রোপচার করার নির্দেশ দেওয়া হয়েছে। দুই জেলাতেই বেসপকারি হাসপাতালগুলিতে যেন স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে সাধারণ অর্থোপেডিকের অস্ত্রোপচার না করা হয়, তার দিকে নজর দিতে বলা হয়েছে। দুই জেলারই মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এই সংক্রান্ত রিপোর্ট রাজ্য় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত,  মুর্শিদাবাদ ও  মালদহে এতদিন পুর এলাকায় অবস্থিত বেসরকারি হাসপাতালগুলিতে এমার্জেন্সি ছাড়া অর্থোপেডিকের অস্ত্রোপচারে নিষেধাজ্ঞা জারি করা ছিল। এবার সেই নিষেধাজ্ঞার পরিধি পুর এলাকা থেকে বাড়িয়ে গোটা জেলায় করা হল। এর কারণ হিসাবে জানানো হয়েছে, স্বাস্থ্য ভবনের পর্যবেক্ষণে দেখা গিয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা হাসপাতালে অস্ত্রোপচার না করে বাইরে, বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করছেন। এই কারণেই প্রথমে পুর এলাকায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এরপর দেখা যায়, পুর এলাকার হাসপাতালগুলির পরিবর্তে পঞ্চায়েত এলাকার বেসরকারি হাসপাতালে রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে। তাই এবার গোটা জেলাতেই নতুন অ্যাডভাইজরি জারি করা হল।

দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?