Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Medinipur: ‘নেতাজি যেমন, মুখ্যমন্ত্রীও তেমন’- কুণালের পর তুলনা বিধায়কের

Purba Medinipur: জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে এদিন পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে জেলাশাসকের দফতররে অনুষ্ঠিত হয় সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। জেলাশাসক পূর্ণেন্দু মাজি ও অতিরিক্ত জেলা শাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র।

Purba Medinipur: 'নেতাজি যেমন, মুখ্যমন্ত্রীও তেমন'- কুণালের পর তুলনা বিধায়কের
সৌমেন মহাপাত্রImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2025 | 7:04 PM

তমলুক: কুণাল ঘোষ তুলনা করেছিলেন আগেই। এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিনে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজির তুলনা করলেন শাসক দলের আরও এক নেতা। বৃহস্পতিবার তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র জেলা শাসকের দফতরে এক অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন।

জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে এদিন পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে জেলাশাসকের দফতররে অনুষ্ঠিত হয় সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। জেলাশাসক পূর্ণেন্দু মাজি ও অতিরিক্ত জেলা শাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। বক্তব্য রাখার সময় বিধায়ক সৌমেন মহাপাত্র বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন দেশের জন্য কাজ করতেন, তেমনই মুখ্যমন্ত্রী মমতাও একই রকম কাজ করছেন। নেতাজির কাজের সঙ্গে মুখ্যমন্ত্রীর কাজের মিল দেখতে পাই। নেতাজি সুভাষচন্দ্র বসু সকলকে নিয়ে কাজ করতেন। আর আমাদের মুখ্যমন্ত্রীও সকলের জন্য কাজ করছেন।”

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে তিনি আরও বলেন, “আমরা কাউকে অনুকরণ করি না। নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন সমস্ত কিছু ত্যাগ করেছিলেন, তার কাছে সমস্ত কিছু সুযোগ সুবিধা ছিল, কিন্তু তিনি তা বহন করেননি। সেটা যেমন আমাদের কাছে দৃষ্টান্ত, তেমনই আমাদের মুখ্যমন্ত্রীরও বৃত্তশালিনী হওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি তাঁর জীবনের সমস্ত কিছু ত্যাগ করে জনগণের জন্য কাজ করছেন। মহাপুরুষদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডের মিল দেখতে পাই।”

তমলুক বিজেপির সাংগঠনিক সভাপতি আশিস মণ্ডল বলেন, “একজন অধ্যাপক মানুষ, তৈলমর্দন করতে গিয়ে ভুলে গিয়েছেন, কার সঙ্গে কার তুলনা করতে হয়।” বিজেপি নেতা আরও বলেন, টাকা দিয়ে ভোট বৈতরণী পার করছেন মমতা। শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না, সরকার শুধু ভাতার টাকা দিচ্ছে।