Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh on Suvendu: চাকরি দেওয়ায় শুভেন্দুর ‘প্রশংসা’, এই শিক্ষা কার থেকে পেয়েছেন জানালেন কুণাল

Assembly: বিধানসভায় বিরোধী দলনেতার অ্যাটেনডেন্ট হিসাবে আগামী এক বছর কাজ করবেন নিহত মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রী গৌরী বর্মন এবং নিহত বিজয়কৃষ্ণ ভুঁইয়ার ছেলে প্রসেনজিৎ ভুঁইয়া।

Kunal Ghosh on Suvendu: চাকরি দেওয়ায় শুভেন্দুর ‘প্রশংসা’, এই শিক্ষা কার থেকে পেয়েছেন জানালেন কুণাল
শুভেন্দু অধিকারী বিধানসভায়। কুণাল ঘোষ তৃণমূল ভবনে।
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 6:01 PM

কলকাতা: কালিয়াগঞ্জ ও ময়নায় নিহত দুই বিজেপি কর্মীর পরিবারের দুই সদস্যকে চাকরি দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী এক বছর বিরোধী দলনেতার অফিসে চাকরি করবেন তাঁরা। শুভেন্দুর এমন সিদ্ধান্ত তাঁর পুরনো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই শেখা বলে মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার তৃণমূল ভবনে দাঁড়িয়ে কুণাল বলেন, “শুভেন্দু চাকরি দেওয়ার শিক্ষাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই শিখেছেন।” কুণাল ঘোষের কথায়, “ক্ষতিগ্রস্তদের পরিবারকে যে চাকরি দেওয়া উচিত বা পাশে দাঁড়ানো উচিৎ এটা উনি ছোটবেলা থেকে শিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে ঘরানা, মানুষের পাশে থাকা, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা, পরিবারের পাশে থেকে সাধ্যমতো যতটা সম্ভব সাহায্য করা। ওনার ট্রেনিংটা যেহেতু তৃণমূলে হয়েছে, তাই এই মানসিকতা দেখাতে পেরেছেন।”

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপির গ্রামপঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনের খুড়তুতো ভাই মৃত্যুঞ্জয় বর্মন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলে পরিবার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের অভিযোগ ওঠে। সোমবার এই দুই পরিবারের দুই সদস্যকে চাকরি দেন শুভেন্দু অধিকারী।

বিধানসভায় বিরোধী দলনেতার অ্যাটেনডেন্ট হিসাবে আগামী এক বছর কাজ করবেন নিহত মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রী গৌরী বর্মন এবং নিহত বিজয়কৃষ্ণ ভুঁইয়ার ছেলে প্রসেনজিৎ ভুঁইয়া। মন্ত্রী বা মন্ত্রীর সম পদমর্যাদার অধিকারী এই চাকরি দিতে পারেন। যেহেতু বিরোধী দলনেতার পদটি মন্ত্রীর সমতুল, তাই শুভেন্দু নিজের অধিকার বলেই এই চাকরি দিয়েছেন।

সোমবার বিধানসভায় আসেন গৌরী ও প্রসেনজিৎ। গৌরীর সঙ্গে তাঁর শিশুসন্তানও ছিল। তাকে কোলে তুলে নিয়ে স্নেহচুম্বন দেন বিরোধী দলনেতা। বলেন, এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিৎ ছিল রাজ্য সরকারের। কিন্তু তারা মুখ ফিরিয়ে রেখেছে। তাই সেই কাজটাই তিনি করলেন।