Weather: আরও বৃষ্টি নাকি এবার ঘুরবে আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টেই দু'টি নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জল জমেছে দুই মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। ভুগেছে দক্ষিণ ২৪ পরগনাও।
কলকাতা: আবহাওয়ার ক্যালেন্ডার মতে বর্ষার মরসুম জুন থেকে সেপ্টেম্বর। কেরলে জুনের ১ তারিখেই বর্ষা ঢুকে পড়ে। বাংলায় তার প্রবেশ ঘটতে ঘটতে ১০ তারিখ হয়ে যায়। কখনও কখনও তার বেশি হয়। বিশেষ করে দক্ষিণবঙ্গে। এবারও দক্ষিণবঙ্গে শুরুর দিকে বর্ষার কোনও দাপটই লক্ষ্য করা যায়নি। যার জেরে কপালে হাত পড়েছে চাষিদের। তবে ভাদ্রের শুরুতে স্বস্তি দিয়েছে বৃষ্টি। হতে পারে তার ‘কৃতিত্ব’ নিম্নচাপের। কিছুটা হলেও স্বস্তিতে কৃষকরা। হাওয়া অফিস অবশ্য বলছে এবার ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে।
শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তবে দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার অর্থাৎ ২৭ অগস্ট ও ২৮ অগস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আরও কমবে বৃষ্টি। ২৯ অগস্ট ও ৩০ অগস্ট সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে।
তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। ২৭ অগস্ট ও ২৮ অগস্ট বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে। এই দু’দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় মূলত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তালিকায় আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং। এই পাঁচ জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ২৯ অগস্ট ও ৩০ অগস্টও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। তবে কলকাতায় কমবে বৃষ্টির পরিমাণ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ২৭ ও ২৮ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অগস্টেই দু’টি নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জল জমেছে দুই মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। ভুগেছে দক্ষিণ ২৪ পরগনাও। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা গিয়েছে। এবার বর্ষার শুরুর দিকে বৃষ্টির পরিমাণ কম থাকলেও ভাদ্রের শুরুতে তা পুষিয়েছে বেশির ভাগটাই। এই বৃষ্টির কারণেই অবশেষে আমন ধানের বীজ রোপণ করতে পেরেছেন চাষিরা।