Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Primary TET: TET-এর ফি ২০০ থেকে বেড়ে ৫০০ হল কেন? যুক্তি দিল পর্ষদ

Primary TET: পাঁচ বছর পর যখন টেট নেওয়া হয়েছিল, তখন আবেদনমূল্য বেড়েছিল ৫০ টাকার মতো। আর এবার এক বছরে আবেদনমূল্য বেড়েছে এক লাফে ৩০০ টাকা। ২০২২-এ সাধারণ ক্যাটাগরির পরীক্ষার্থীদের ২০০ টাকা দিতে হয়েছিল, আর এবার দিতে হয়েছে ৫০০ টাকা।

Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 4:18 PM

কলকাতা: মাঝে ৫ বছর হয়নি প্রাথমিক টেট। ২০১৭ সালের পর টেট পরীক্ষা হয় ২০২২ সালে। তবে এবার আর টেট বাদ পড়বে না বলে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগ হোক বা না হোক, প্রতি বছর টেট হবে বলে জানানো হয়েছে। সেই মতো এবছরের টেট পরীক্ষা হয়ে গেল গত রবিবার। এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে টেট পরীক্ষার আবেদন মূল্য। পাঁচ বছর পর যখন টেট নেওয়া হয়েছিল, তখন আবেদনমূল্য বেড়েছিল ৫০ টাকার মতো। আর এবার এক বছরে আবেদনমূল্য বেড়েছে এক লাফে ৩০০ টাকা। ২০২২-এ সাধারণ ক্যাটাগরির পরীক্ষার্থীদের ২০০ টাকা দিতে হয়েছিল, আর এবার দিতে হয়েছে ৫০০ টাকা।

পর্ষদ সূত্রে খবর, একধাক্কায় অনেকটাই বেড়েছে পরীক্ষার খরচ। সেই কারণেই ফি বাড়ানো হয়েছে বলে দাবি পর্ষদের। কীভাবে বাড়ল খরচ? মূলত পরীক্ষার ওপর যেভাবে নজরদারি বাড়ানো হয়েছে, সেটাই খরচ বাড়ার আসল কারণ বলে দাবি করা হচ্ছে। পর্ষদের নিয়োগ নিয়ে যে বিপুল অভিযোগ উঠেছে, তাতে নজরদারিতে আর কোনও খামতি রাখতে চাইছে না বোর্ড। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে পর্ষদের কাছে। সেই কারণেই নতুন সব ব্যবস্থা রাখা হয়েছে।

একদিকে পরীক্ষার হলগুলিতে রাখা হচ্ছে সিসিটিভি, থাকছে কন্ট্রোল রুমও। সেই পুরো নিরাপত্তায় দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি এজেন্সিকে। তার জন্য আগের পরীক্ষার থেকে অনেক বেশি টাকা খরচ হচ্ছে। সেই কারণেই ফি বাড়ানো হচ্ছে বলে দাবি পর্ষদের। ২০২৩-এ সাধারণ বিভাগের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ৫০০ টাকা করে ফি দিতে হয়েছে। এসসি, এসটি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ২৫০ টাকা, ওবিসি প্রার্থীদের ৪০০ টাকা ধার্য করা হয়েছিল।