TET Exam 2023: ‘বুড়ো’ বয়সেও কেন TET-এ বসেছেন ওঁরা? পাশ করলে কী সুবিধা মিলবে
রবিবার কলকাতার টাকি বয়েজ স্কুলে পরীক্ষা দিতে এসেছিলেন ৫৮ বছর বয়সি এক ব্যক্তি। তাঁকে প্রথমে দেখে সকলে অভিভাভক ভাবলেও পরে সেই ভুল ভাঙে। ওমপ্রকাশ মিশ্র নামের ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি আগেও টেট পরীক্ষায় বসেছিলেন। কিন্তু পাশ করতে পারেননি। আবার মুর্শিদাবাদের বাবা-ছেলে এক সঙ্গে পরীক্ষা দিয়েছেন। সেখানেও বাবার বয়স ৫০ বছরের আশপাশে। তিনিও পরীক্ষায় বসেছেন।
কলকাতা: শিক্ষকতার চাকরি পাওয়ার আশায় তিন পরীক্ষার্থী রবিবার বসেছিলেন টেট পরীক্ষায়। এই ধরনের পরীক্ষায় কমবয়সি বেকার যুবক-যুবতীদর ভিড়ই দেখা গিয়েছে সর্বত্র। কিন্তু রাজ্যের বেশ কয়েকটি প্রান্তে এমন কিছু পরীক্ষার্থীর দেখা মিলেছে, যাঁদের কারও বয়স ৫০ তো কারও ৫২। কেউ আবার ৫৮ বছর বয়সেও বসেছেন টেট পরীক্ষায়। কিন্তু টেট পরীক্ষায় পাশ করে শিক্ষকতার চাকরি পেতে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে কিছুটা ছাড় আছে। কিন্তু ৫০-৫৮ বছর বয়সীরা কেন বসেছেন পরীক্ষায়? চাকরি না পেলে টেট পরীক্ষা পাশ করে কী সুবিধা হবে তাঁদের?
রবিবার কলকাতার টাকি বয়েজ স্কুলে পরীক্ষা দিতে এসেছিলেন ৫৮ বছর বয়সি এক ব্যক্তি। তাঁকে প্রথমে দেখে সকলে অভিভাভক ভাবলেও পরে সেই ভুল ভাঙে। ওমপ্রকাশ মিশ্র নামের ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি আগেও টেট পরীক্ষায় বসেছিলেন। কিন্তু পাশ করতে পারেননি। আবার মুর্শিদাবাদের বাবা-ছেলে এক সঙ্গে পরীক্ষা দিয়েছেন। সেখানেও বাবার বয়স ৫০ বছরের আশপাশে। তিনিও পরীক্ষায় বসেছেন।
টেট পাশ করেও এরা কেউই শিক্ষকতাার চাকরিতে নিয়োগ পাবেন না। কিন্তু তবুও তাঁরা টেট পাশ করতে চাইছেন। এ ব্যাপারে পর্ষদের এক কর্তা জানিয়েছেন, প্যারা টিচার হিসাবে কাজ করেন এ রকম অনেকেই বসেছেন টেট পরীক্ষায়। তাঁদের অনেকেরই বয়স ৪০ বছরের বেশি। এদের নিয়োগ করা হবে না। কিন্তু টেট পাশ করলে বর্তমান চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে তাঁদের। সেই লক্ষ্যেই তাঁরা টেট পরীক্ষায় বসেছেন বলে জানিয়েছেন পর্ষদের ওই কর্তা।