Gold Price Today : সপ্তাহের শুরুতেই বাড়ল সোনার দাম! আজ হলুদ ধাতু কিনতে খসবে কত জেনে নিন
Gold Price Today : বেশ কিছুদিন ধরেই সোনা-রুপোর দাম ওঠানামা করছে। সোনা ক্রেতাদের হতাশ করে সোমবার ফের দাম বাড়ল সোনার।
কলকাতা : জামাই ষষ্ঠী পেরোতেই সপ্তাহের শুরুতে ফের দাম বাড়ল সোনার। গত বেশ কয়েকদিন ধরেই সোনা-রুপোর দাম ওঠা-নামা করছে। গত দু’দিন সোনা-রুপোর দাম কমার পর ফের দাম বাড়ল দুই ধাতুরই। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১১০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দামও বাড়ল একই হারে। এদিন ১ কেজি রুপোর দাম বাড়ল ৭০০ টাকা।
এমসিএক্স সূচকে এদিন বেলা ১টা অনুযায়ী সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৮৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,২৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৮৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৮,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৭৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,২০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২২,০০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬২,৪০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গতকাল এক লাফে অনেকটা দাম কমেছিল রুপোর। এক কেজি রুপোর দাম কমেছিল ৫,৮০০ টাকা। তবে এদিন বাজার খুলতেই ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। গত বেশ কয়েকদিন ধরেই সোনা-রুপোর দাম বেশ অস্থায়ী।
এদিন বিশ্ববাজারে এক ট্রয় আউন্স সোনার দাম বেড়ে হয়েছে ১,৮৫২.৬২ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার বাজার খুলতেই পড়ল টাইটান শেয়ারের দাম। সোমবার টাইটানের শেয়ারের দাম হয়েছে ২,১৮৫.৩০ টাকা। এদিকে পিসি জুয়েলার ও কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়েছে। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৬০.৬০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম আছে ২৩.৫০ টাকা।