Yogurt In Skin Care: ত্বকের হাফ ডজন মুশকিল আসান করবে টক দই, জানুন ব্যবহার

Yogurt Face Pack: টক দইয়ের সঙ্গে ওটমিল মিশিয়ে নিন স্ক্রাব তৈরি করে নিন। স্নানের আগে এটিকে বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। এই বিশেষ স্ক্রাব ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। ফলে ত্বক আরও নরম ও মসৃণ হয়।

| Edited By: | Updated on: Jun 11, 2023 | 5:45 PM
 তীব্র গরমে শুধু স্বাস্থ্যই নয় ত্বকেরও খারাপ অবস্থা। অফিস-বাড়ি সব সামলে আলাদা করে ত্বকের যত্ন নেওয়ার ফুরসত কই।

তীব্র গরমে শুধু স্বাস্থ্যই নয় ত্বকেরও খারাপ অবস্থা। অফিস-বাড়ি সব সামলে আলাদা করে ত্বকের যত্ন নেওয়ার ফুরসত কই।

1 / 8
তবে উপায় আছে। কাজের ফাঁকে সহজেই যা মেনে চললে ফেটে পড়বে ত্বকের জেল্লা। রূপচর্চায় টকদইয়ের ব্যবহার বেশ পরিচিত।

তবে উপায় আছে। কাজের ফাঁকে সহজেই যা মেনে চললে ফেটে পড়বে ত্বকের জেল্লা। রূপচর্চায় টকদইয়ের ব্যবহার বেশ পরিচিত।

2 / 8
 কিন্তু কীভাবে দইকে রূপচর্চায় কাজে লাগাবেন সেটাই আসল বিষয়। জেনে নিন কীভাবে দইকে কাজে লাগিয়ে তৈরি করবেন ফেস প্য়াক...

কিন্তু কীভাবে দইকে রূপচর্চায় কাজে লাগাবেন সেটাই আসল বিষয়। জেনে নিন কীভাবে দইকে কাজে লাগিয়ে তৈরি করবেন ফেস প্য়াক...

3 / 8
ক চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ মধু মেশান। মিশ্রণটি ভাল করে গুলে নিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।

ক চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ মধু মেশান। মিশ্রণটি ভাল করে গুলে নিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।

4 / 8
আরও একটা উপকারি ফেস প্যাক হল দই শসা আইস মাস্ক। শশা গ্রেট করে দইয়ের সঙ্গে মিশিয়ে চোখের নীচের অংশে লাগিয়ে নিন।

আরও একটা উপকারি ফেস প্যাক হল দই শসা আইস মাস্ক। শশা গ্রেট করে দইয়ের সঙ্গে মিশিয়ে চোখের নীচের অংশে লাগিয়ে নিন।

5 / 8
দই কে টোনিং-এর কাজেও ব্যবহার করা যায় তা জানতেন? বেশি কিছু না এক চামচ টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে লাগান। এটা টোনার হিসেবে ব্যবহার করলে ত্বকের পিএইচ লেভেল বজায় থাকে।

দই কে টোনিং-এর কাজেও ব্যবহার করা যায় তা জানতেন? বেশি কিছু না এক চামচ টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে লাগান। এটা টোনার হিসেবে ব্যবহার করলে ত্বকের পিএইচ লেভেল বজায় থাকে।

6 / 8
রোদে পুড়ে ত্বকের বেহাল দশা? ট্যান তুলতে টকদইয়ের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে মাখুন। ফল পাবেন।

রোদে পুড়ে ত্বকের বেহাল দশা? ট্যান তুলতে টকদইয়ের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে মাখুন। ফল পাবেন।

7 / 8
টক দইয়ের সঙ্গে ওটমিল মিশিয়ে নিন স্ক্রাব তৈরি করে নিন। স্নানের আগে এটিকে বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। এই বিশেষ স্ক্রাব ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। ফলে ত্বক আরও নরম ও মসৃণ হয়।

টক দইয়ের সঙ্গে ওটমিল মিশিয়ে নিন স্ক্রাব তৈরি করে নিন। স্নানের আগে এটিকে বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। এই বিশেষ স্ক্রাব ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। ফলে ত্বক আরও নরম ও মসৃণ হয়।

8 / 8
Follow Us: