Winter Skin Care: শীত পড়ছে, সামান্য উপকরণে বানিয়ে ফেলুন তেল কাম ক্রিম

Skin care Tips: শীতের দিনে ময়েশ্চারাইজার, তেল, ক্রিম এসব তো লাগাতেই হবে। আবার শীত বলে যে সাবান ব্যবহার করবেন না এমনটা একেবারেই নয়। সাবান দিয়ে মুখ না ধুলে মুখ পরিষ্কার থাকে না আর তাই সেদিকেও খেয়াল রাখতে হবে

| Edited By: | Updated on: Nov 04, 2023 | 8:30 AM
শীত পড়লেই আমাদের ত্বক রুক্ষ্ম শুষ্ক হয়ে যায়। ত্বকে টান ধরে, ত্বক অনেক বেশি নিষ্প্রাণ লাগে। আর তাই শীত পড়ার আগে থেকেই ত্বকের যত্ন নিতে হবে, নইলে মুখ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে

শীত পড়লেই আমাদের ত্বক রুক্ষ্ম শুষ্ক হয়ে যায়। ত্বকে টান ধরে, ত্বক অনেক বেশি নিষ্প্রাণ লাগে। আর তাই শীত পড়ার আগে থেকেই ত্বকের যত্ন নিতে হবে, নইলে মুখ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে

1 / 8
শীতের দিনে ত্বকে টান পড়ে। আর তাই নিয়ম করে ত্বকে তেল, ক্রিম, ময়েশ্চারাইজার এসব লাগাতেই হবে। শীতে দূষণ আরও বেশি বাড়ে। আর তাই শীতের দিনে ত্বকের আরও বেশি করে যত্ন নিতে হয়

শীতের দিনে ত্বকে টান পড়ে। আর তাই নিয়ম করে ত্বকে তেল, ক্রিম, ময়েশ্চারাইজার এসব লাগাতেই হবে। শীতে দূষণ আরও বেশি বাড়ে। আর তাই শীতের দিনে ত্বকের আরও বেশি করে যত্ন নিতে হয়

2 / 8
শীতের দিনে ময়েশ্চারাইজার, তেল, ক্রিম এসব তো লাগাতেই হবে। আবার শীত বলে যে সাবান ব্যবহার করবেন না এমনটা একেবারেই নয়। সাবান দিয়ে মুখ না ধুলে মুখ পরিষ্কার থাকে না আর তাই সেদিকেও খেয়াল রাখতে হবে

শীতের দিনে ময়েশ্চারাইজার, তেল, ক্রিম এসব তো লাগাতেই হবে। আবার শীত বলে যে সাবান ব্যবহার করবেন না এমনটা একেবারেই নয়। সাবান দিয়ে মুখ না ধুলে মুখ পরিষ্কার থাকে না আর তাই সেদিকেও খেয়াল রাখতে হবে

3 / 8
রোজ রাতে বাড়ি ফিরে মুখ ভাল করে ধুয়ে নিতে হবে। মুখ পরিষ্কার না রাখলে ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায়, চামড়া শুকনো হয়ে যায়। ত্বক অনেক বেশি নিষ্প্রাণ হয়ে পড়ে। মুখের যত্ন নিতে আর গ্লোয়িং ভাব বজায় রাখতে এই তেল বানিয়ে নিন বাড়িতেই

রোজ রাতে বাড়ি ফিরে মুখ ভাল করে ধুয়ে নিতে হবে। মুখ পরিষ্কার না রাখলে ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায়, চামড়া শুকনো হয়ে যায়। ত্বক অনেক বেশি নিষ্প্রাণ হয়ে পড়ে। মুখের যত্ন নিতে আর গ্লোয়িং ভাব বজায় রাখতে এই তেল বানিয়ে নিন বাড়িতেই

4 / 8
গাজর, কমলালেবুর খোসা এগুলোর মধ্যে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এসব অনেক বেশি থাকে। গাজরের মধ্যে থাকে বিটা ক্যারোটিন যা যে কোনও রকম দাগ ছোপ দূর করে দিতে সাহায্য করে

গাজর, কমলালেবুর খোসা এগুলোর মধ্যে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এসব অনেক বেশি থাকে। গাজরের মধ্যে থাকে বিটা ক্যারোটিন যা যে কোনও রকম দাগ ছোপ দূর করে দিতে সাহায্য করে

5 / 8
দেখে নিন কী ভাবে বানাবেন এই স্পেশ্যাল তেল। হাফ গাজর নিয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে। এবার এই গ্রেট করে নেওয়া খোসার মধ্যে তিন চামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। একটা বড় বাটিতে জল গরম করতে বসান

দেখে নিন কী ভাবে বানাবেন এই স্পেশ্যাল তেল। হাফ গাজর নিয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে। এবার এই গ্রেট করে নেওয়া খোসার মধ্যে তিন চামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। একটা বড় বাটিতে জল গরম করতে বসান

6 / 8
এবার একটা বাটি বসিয়ে তার উপর এই মিশ্রণের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন। এবার ৫ মিনিট পর তা নামিয়ে নিন, এই সময়ের মধ্যে গাজর-কমলালেবুর খোসা থেকে তেল বেরিয়ে আসবে। এবার তা ছেঁকে নিতে হবে, তৈরি শীতের প্রয়োজনীয় তেল

এবার একটা বাটি বসিয়ে তার উপর এই মিশ্রণের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন। এবার ৫ মিনিট পর তা নামিয়ে নিন, এই সময়ের মধ্যে গাজর-কমলালেবুর খোসা থেকে তেল বেরিয়ে আসবে। এবার তা ছেঁকে নিতে হবে, তৈরি শীতের প্রয়োজনীয় তেল

7 / 8
এবার এই তেল একটা শুকনো কন্টেনারে রেখে দিন। এবার এই তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল ৪ চামচ নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। কয়েক ফোঁটা গ্লিসারিনও দেবেন। স্নানের আগে এই ক্রিম খুব ভাল করে লাগিয়ে নিন। এরপর তা সাবান দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এতে ত্বক অনেক বেশি নরম থাকবে। পুরো শীত ব্যবহার করুন, ত্বক খুব ভাল থাকবে

এবার এই তেল একটা শুকনো কন্টেনারে রেখে দিন। এবার এই তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল ৪ চামচ নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। কয়েক ফোঁটা গ্লিসারিনও দেবেন। স্নানের আগে এই ক্রিম খুব ভাল করে লাগিয়ে নিন। এরপর তা সাবান দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এতে ত্বক অনেক বেশি নরম থাকবে। পুরো শীত ব্যবহার করুন, ত্বক খুব ভাল থাকবে

8 / 8
Follow Us: