Winter lip care: পারদ নামতেই কোপ পড়েছে ওষ্ঠে! ঘরোয়া উপায়ে যেভাবে সারিয়ে তুলবেন ঠোঁটের ক্ষত

শীতে ফাটা ঠোঁটের সমস্যায় ভুগতে হয় প্রায় সবাইকেই। এই সময় ঠিকমতো ঠোঁটের যত্ন না নিলে সেখান থেকে সংক্রমণের সম্ভাবনা থেকে যায়

| Edited By: | Updated on: Feb 01, 2022 | 3:41 AM
ঠোঁটের চামড়া ভীষণ সংবেদনশীল। আর তাই ঠান্ডা পড়তেই কিন্তু প্রথম কোপ পড়ে ঠোঁটে। শীত যত বাড়ে, যত বেশি বাড়ে উত্তুরে হাওয়ার প্রকোপ ততই কিন্তু ঠোঁট শুকনো হতে শুরু করে। অনেকের ক্ষেত্রেই ঠোঁট ফেটে রক্তও পড়ে

ঠোঁটের চামড়া ভীষণ সংবেদনশীল। আর তাই ঠান্ডা পড়তেই কিন্তু প্রথম কোপ পড়ে ঠোঁটে। শীত যত বাড়ে, যত বেশি বাড়ে উত্তুরে হাওয়ার প্রকোপ ততই কিন্তু ঠোঁট শুকনো হতে শুরু করে। অনেকের ক্ষেত্রেই ঠোঁট ফেটে রক্তও পড়ে

1 / 5
এছাড়াও শীতে ঠোঁটেও নানা সংক্রমণ হয়। আর তাই প্রতিদিন ওয়াইপস দিয়ে ঠোঁটও কিন্তু ভাল কপে মুছে নেবেন। এরপর লাগিয়ে দিন লিপ বাম বা পছন্দের কোনও ক্রিম

এছাড়াও শীতে ঠোঁটেও নানা সংক্রমণ হয়। আর তাই প্রতিদিন ওয়াইপস দিয়ে ঠোঁটও কিন্তু ভাল কপে মুছে নেবেন। এরপর লাগিয়ে দিন লিপ বাম বা পছন্দের কোনও ক্রিম

2 / 5
সপ্তাহে অন্তত একদিন বিটের রস আর চিনি একসঙ্গে মিশিয়ে ঠোঁটের স্ত্রাবিং করুন। এতে মরা কোশ উঠে যায় এবং ঠোঁট থাকে নরম।

সপ্তাহে অন্তত একদিন বিটের রস আর চিনি একসঙ্গে মিশিয়ে ঠোঁটের স্ত্রাবিং করুন। এতে মরা কোশ উঠে যায় এবং ঠোঁট থাকে নরম।

3 / 5
নারকেল তেলও কিন্তু ঠোঁটের জন্য খুবই ভাল। বিশেষত ফাটা ঠোঁটে। হাতের সামনে যদি কিছুই না পান তাহলে ঠোঁটে ভাল করে নারকেল তেল লাগিয়ে নিন রাতে শুতে যাওয়ার আগে। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে।

নারকেল তেলও কিন্তু ঠোঁটের জন্য খুবই ভাল। বিশেষত ফাটা ঠোঁটে। হাতের সামনে যদি কিছুই না পান তাহলে ঠোঁটে ভাল করে নারকেল তেল লাগিয়ে নিন রাতে শুতে যাওয়ার আগে। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে।

4 / 5
মধু আর ঘি খুব ভাল ময়েশ্চারাইজারের কাজ করে। এই দুটো উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা সারারাত রেখে দিন। পরদিন সকালে উঠে একটাও ফাটা চামড়া দেখবেন না ঠোঁটে। সেই সঙ্গে ঠোঁট থাকবে নরম।

মধু আর ঘি খুব ভাল ময়েশ্চারাইজারের কাজ করে। এই দুটো উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা সারারাত রেখে দিন। পরদিন সকালে উঠে একটাও ফাটা চামড়া দেখবেন না ঠোঁটে। সেই সঙ্গে ঠোঁট থাকবে নরম।

5 / 5
Follow Us: