Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arpita Mukherjee: ইনস্টাগ্রামে একের পর এক রিলস মডেল-অভিনেত্রী তথা পুজোর ‘মুখ’ অর্পিতার, কেমন তাঁর ‘ফ্যাশন-মন্ত্রা’

Arpita Mukherjee ED Custody: দক্ষিণ কলকাতার আবাসন থেকে কোটি কোটি টাকা, সোনা এবং লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধারের পর বুধবার ফের তাঁর বেলঘড়িয়ার বাড়ি থেকে টাকা উদ্ধার করে ইডি

| Edited By: | Updated on: Jul 27, 2022 | 7:25 PM
একসময় মডেলিং ছিল তাঁর পেশা, কেরিয়ার- এখন আর করেন না। তিনি অর্পিতা চট্টোপাধ্যায়। এসএসসি-নিয়োগ কেলেঙ্কারিতে ইতিমধ্যেই ইডি হেফাজতে দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। অন্যদিকে দক্ষিণ কলকাতায় মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের একটি অভিজাত আবাসন থেকে প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সূত্রের খবর, তদন্তে নেমে বারাসত এবং দক্ষিণ কলকাতার ২টি বস্ত্র বিপণির হদিস পেয়েছে ইডি, যেখানে পার্থর বিনিয়োগ রয়েছে। বারাসতের এই বিপণির মাধ্যমে বাংলাদেশে টাকা পাচার হত বলেও তদন্তে জানা গিয়েছে বলে সূত্রের খবর। এর মধ্যে একটি বিপণি সংস্থায় মডেল হিসেবে কাজ করতেন অর্পিতা, শোনা গিয়েছে এমনটাই

একসময় মডেলিং ছিল তাঁর পেশা, কেরিয়ার- এখন আর করেন না। তিনি অর্পিতা চট্টোপাধ্যায়। এসএসসি-নিয়োগ কেলেঙ্কারিতে ইতিমধ্যেই ইডি হেফাজতে দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। অন্যদিকে দক্ষিণ কলকাতায় মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের একটি অভিজাত আবাসন থেকে প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সূত্রের খবর, তদন্তে নেমে বারাসত এবং দক্ষিণ কলকাতার ২টি বস্ত্র বিপণির হদিস পেয়েছে ইডি, যেখানে পার্থর বিনিয়োগ রয়েছে। বারাসতের এই বিপণির মাধ্যমে বাংলাদেশে টাকা পাচার হত বলেও তদন্তে জানা গিয়েছে বলে সূত্রের খবর। এর মধ্যে একটি বিপণি সংস্থায় মডেল হিসেবে কাজ করতেন অর্পিতা, শোনা গিয়েছে এমনটাই

1 / 7
বেলঘরিয়ার দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা অর্পিতা। আর পাঁচ সাধারণ মেয়ের মতোই স্বপ্ন নিয়ে তিনি আসেন কলকাতায়। বেশ কিছু বাংলা ছবিতে কাজ করলেও কোনওটিই সাফল্যের মুখ দেখেনি। এরপর তিনি বেশ কিছু ওড়িয়া আর তেলুগু ছবিতেও কাজ করেন। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও সেভাবে নাম করতে পারেননি। একসময় পরিচিত ছিলেন মডেল হিসেবে। পরবর্তীকালে ঘনিষ্ঠতা বাড়ে রাজনীতির সঙ্গে। গত বৃহস্পতিবার সন্ধে থেকে সংবাদ শিরোনামে পার্থ-‘ঘনিষ্ঠ’ অর্পিতা

বেলঘরিয়ার দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা অর্পিতা। আর পাঁচ সাধারণ মেয়ের মতোই স্বপ্ন নিয়ে তিনি আসেন কলকাতায়। বেশ কিছু বাংলা ছবিতে কাজ করলেও কোনওটিই সাফল্যের মুখ দেখেনি। এরপর তিনি বেশ কিছু ওড়িয়া আর তেলুগু ছবিতেও কাজ করেন। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও সেভাবে নাম করতে পারেননি। একসময় পরিচিত ছিলেন মডেল হিসেবে। পরবর্তীকালে ঘনিষ্ঠতা বাড়ে রাজনীতির সঙ্গে। গত বৃহস্পতিবার সন্ধে থেকে সংবাদ শিরোনামে পার্থ-‘ঘনিষ্ঠ’ অর্পিতা

2 / 7
অনুপ সেনগুপ্ত অভিনীত মামা-ভাগ্নে ছবিতে অভিনয় করেছিলেন অর্পিতা। দেখা গিয়েছিল জিৎ-স্বস্তিকা অভিনীত ‘পার্টনার’ ছবির পার্শ্ব-চরিত্রেও। একসময় নাকতলার বিখ্যাত পুজোর হোর্ডিংয়েরো মুখ ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন অর্পিতা: ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ২৯ হাজার। প্রায়শই আপডেট দিতেন নিজের। নতুন পোশাক, ফ্যাশানে নিজেকে আপডেটেড রাখতেও ভুলতেন না

অনুপ সেনগুপ্ত অভিনীত মামা-ভাগ্নে ছবিতে অভিনয় করেছিলেন অর্পিতা। দেখা গিয়েছিল জিৎ-স্বস্তিকা অভিনীত ‘পার্টনার’ ছবির পার্শ্ব-চরিত্রেও। একসময় নাকতলার বিখ্যাত পুজোর হোর্ডিংয়েরো মুখ ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন অর্পিতা: ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ২৯ হাজার। প্রায়শই আপডেট দিতেন নিজের। নতুন পোশাক, ফ্যাশানে নিজেকে আপডেটেড রাখতেও ভুলতেন না

3 / 7
অর্পিতার ইন্সটাগ্রামে শরীরচর্চার বেশ কিছু ছবি রয়েছে। জিম-পোশাকে তাঁর ওয়ার্কআউটের ছবি ইতিমধ্যেই ভাইরাল। যাঁরা এতদিন শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্য়োপাধ্যায়ের ফ্যাশন নিয়ে আলোচনা করতেন, তাঁরা এবার নড়েচড়ে বসেছেন অর্পিতার হাল ফ্যাশানের ছবি দেখে। শাড়ি যে তাঁর বেশ পছন্দের, তা একাধিক পোস্টের স্টেটাসে লিখেছেন অর্পিতা। শাড়ির সঙ্গে হাল ফ্যাশনের ব্লাউজ় আর গয়নাই তাঁর বিশেষ পছন্দের

অর্পিতার ইন্সটাগ্রামে শরীরচর্চার বেশ কিছু ছবি রয়েছে। জিম-পোশাকে তাঁর ওয়ার্কআউটের ছবি ইতিমধ্যেই ভাইরাল। যাঁরা এতদিন শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্য়োপাধ্যায়ের ফ্যাশন নিয়ে আলোচনা করতেন, তাঁরা এবার নড়েচড়ে বসেছেন অর্পিতার হাল ফ্যাশানের ছবি দেখে। শাড়ি যে তাঁর বেশ পছন্দের, তা একাধিক পোস্টের স্টেটাসে লিখেছেন অর্পিতা। শাড়ির সঙ্গে হাল ফ্যাশনের ব্লাউজ় আর গয়নাই তাঁর বিশেষ পছন্দের

4 / 7
বেশ কিছু ছবিতে বিভাজিকা ‘ফ্লন্ট’ করেছেন অর্পিতা। তবে তাঁর ইনস্টাগ্রামের অধিকাংশ ছবিই সেলফি মোডে তোলা। শাড়ির পাশাপাশি একাধিক পশ্চিমি পোশাকেও দেখা গিয়েছে তাঁকে

বেশ কিছু ছবিতে বিভাজিকা ‘ফ্লন্ট’ করেছেন অর্পিতা। তবে তাঁর ইনস্টাগ্রামের অধিকাংশ ছবিই সেলফি মোডে তোলা। শাড়ির পাশাপাশি একাধিক পশ্চিমি পোশাকেও দেখা গিয়েছে তাঁকে

5 / 7
ফ্যাশানের দিক দেখে দেখতে গেলে অধিকাংশ সময়ই অর্পিতা নজর দিয়েছেন আই-মেকআপে। লিপস্টিকের ক্ষেত্রে গাঢ় রঙই তাঁর পছন্দের। বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হলেও বেশিরভাগ ছবিতে তাঁকে দেখা গিয়েথে কস্টিউম জুয়েলারিতেই। যে কোনও শাড়ির সঙ্গেই কপালে টিপ তাঁর সিগনেচার স্টাইল

ফ্যাশানের দিক দেখে দেখতে গেলে অধিকাংশ সময়ই অর্পিতা নজর দিয়েছেন আই-মেকআপে। লিপস্টিকের ক্ষেত্রে গাঢ় রঙই তাঁর পছন্দের। বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হলেও বেশিরভাগ ছবিতে তাঁকে দেখা গিয়েথে কস্টিউম জুয়েলারিতেই। যে কোনও শাড়ির সঙ্গেই কপালে টিপ তাঁর সিগনেচার স্টাইল

6 / 7
একটি পরিচিত শাড়ির ব্র্যান্ডের মডেল হিসেবেও শহরের বিভিন্ন প্রান্তে একদা অর্পিতার হোর্ডিং পড়তে দেখা গিয়েছিল। শহরের কয়েকটি জায়গায় তা এখনও আছে। একসময় ওই ব্র্যান্ডের 'মুখ' ছিলেন মৃত মডেল সোনিকা চৌহান

একটি পরিচিত শাড়ির ব্র্যান্ডের মডেল হিসেবেও শহরের বিভিন্ন প্রান্তে একদা অর্পিতার হোর্ডিং পড়তে দেখা গিয়েছিল। শহরের কয়েকটি জায়গায় তা এখনও আছে। একসময় ওই ব্র্যান্ডের 'মুখ' ছিলেন মৃত মডেল সোনিকা চৌহান

7 / 7
Follow Us: