Roosha Chatterjee: বেনারসি নয়, সাবেকি লাল কাঞ্জিভরমে সেজেই সাতপাকে ঘুরলেন রুশা, রইল উষসীর বিয়ের সাজ
Wedding Look: একেবারে সাবেকি লাল রঙের কাঞ্জিভরম পরেছিলেন রুশা। সোনালি জরির পাড়ের সঙ্গে দারুণ মানানসই শাড়ির কাজ
বিয়ে সারলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। ১৯ জানুয়ারি ইকোপার্কের এক ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। ১৩ বছরের অভিনয় জীবনে আপাতত ইতি টেনে পরের মাসে বরের সঙ্গে উড়ে যাবেন সিয়াটেলে। সেখানেই পাতবেন নিজের ছোট্ট সংসার। এর আগে একাধিকবার তাঁকে দেখা গিয়েছে বিয়ের সাজে। শ্রীময়ী সিরিয়ালে অর্না আর ডিঙ্কার বিয়ের সাজ বেশ জনপ্রিয় হয়েছিল। রুশার সেই ছবি আজও গাঁথা দর্শকমনে। তবে নিজের বিয়েতে বেনারসি নয়, অভিনেত্রী বেছে নিলেন লাল রঙের সাবেকি কাঞ্জিভরম শাড়ি। সাধারণ গ্লাস হাতা ব্লাউজ, লাল ওড়না, সোনার গয়না, বড় নথ আর টায়রা-টিকলিতে সেজেছিলেন রুশা। তাঁর পুরো বিয়ের সাজ ছিল ভীষণ রকম মাপা এবং ক্লাসি। কোথাও অতিরিক্ত কিছু নেই। সাধারণ সাবেকি সাজ আর হালকা মেকআপেই তিনি হয়ে উঠেছিলেন অপরূপা।
রুশার বিয়ের সাজ
একেবারে সাবেকি লাল রঙের কাঞ্জিভরম পরেছিলেন রুশা। সোনালি জরির পাড়ের সঙ্গে দারুণ মানানসই শাড়ির কাজ। রুশা লম্বা, আর তাই চওড়া পাড়ে তাঁকে দারুণ মানিয়েছে। শাড়ির সঙ্গে ম্যাচিং করে সোনার গয়নাও কিনেছেন। সেই গয়নাতেও আছে দক্ষিণের ছোঁয়া। তাঁর কানপাশাও বেশ নজর কাড়ে। ভারী, সাবেকী সাজে এমন কানের দুল খুবই স্মার্ট লাগে দেখতে। অন্য কনেদের মত হাত ভরে মেহেন্দি পরেননি তিনি, লাল আলতায় হাত রাঙিয়েছেন। হাতের গয়নাও খুব সুন্দর তবে ছিমছাম। চুলে খোঁপা করে সাদা গোলাপ লাগিয়েছেন । সব মিলিয়ে খুব সুন্দর দেখতে লাগছে তাঁকে।
আজকাল সব মেয়েরাই চান ট্র্যাডিশন্যাল, সাবেকী লুক। অতিরিক্ত মেকআপ, একগাদা গয়না পরলে যে দেখতে মোটেই ভাল লাগে না তা সকলেই বুঝে গিয়েছেন। তাই বিয়ের দিন লাল-সাদা, ঘিয়ে, গোলাপি, কমলা, হলুদ, পিংক এমন নানা রঙের বেনারসিও বেছে নেন মেয়েরা। আবার কেউ বালুচরি, স্বর্ণচুরি এসব শাড়িও বেছে নেন। এমন সুন্দর সাবেকী লুকে রুশাকে সাজিয়েছেন মেকআপ আর্টিস্ট বনি চক্রবর্তী। সামনেই বিয়ে? রুশার মতো এমন সাবেকি সাজে সাজতে পারেন আপনিও। ভাল লাগবেই।