Sports Bra: সুস্থ থাকতে সেরা স্পোর্টস ব্রা, জানুন কেন পরবেন
Sports Bra uses: স্পোর্টস ব্রা ঘাম শুষে নেয়, অনেকক্ষণ পরে থাকলেও অসুবিধে হয় না। সেই সঙ্গে শেপও ঠিক থাকে
মেয়েদের উপর এখন অনেক দায়িত্ব থাকে আর তাই কাজের প্রয়োজনে তাঁদের সব সময় এদিক-ওদিক ঘুরে বেড়াতে হয়। এই রান্না, এই বাজার আবার এই অফিস। সব সময় মেয়েরা ছুটেই বেড়াচ্ছেন। দিন যত উন্নত হয়েছে ততই বেড়েছে পারিপার্শ্বিক চাপ। আর তাই সুস্থ থাকতে মেয়েদের পোশাক নির্বাচনও জরুরি। সেই সঙ্গে দেখতে হবে তা যেন আরামদায়ক হয়। অধিকাংশ মেয়েই এখন আর শাড়ি পরেন না। ভরসা বলতে সালোয়ার, জিনস, টপ। ব্যস্ততার মধ্যে স্বস্তি পেতে অর্ন্তবাসও আরামদায়ক হওয়া প্রয়োজন। এক্ষেত্রে খুব ভাল অপশন হল স্পোর্টস ব্রা। বাজারে এখন অনেক রকম ব্রা পাওয়া যায়। তবে তার মধ্যে সবচেয়ে আরামদায়ক এই রকম ব্রা। অনেকক্ষণ পরে থাকলেও কোনও অসুবিধে হয় না।
মেয়েদের চাহিদা অনুযায়ী ব্রা-এর রকমফের আছে। হরেক রকম ব্রা-এর সম্ভার মেলে আজকাল দোকানে গেলে। প্যাডেড হোক কিংবা স্পোর্টস, মেয়েদের দৈনন্দিন যাপনের সঙ্গে মানানসই ব্রা বেছে নেওয়া খুবই জরুরি।
স্পোর্টস ব্রা-এর একাধিক উপকারিতাও রয়েছে। যাঁরা দিনভর দৌড়ঝাঁপ করেন তাঁদের জন্য সবচাইতে ভাল হল এই ব্রা। ঘনঘন স্তনের ওঠানামা, ঝাঁকুনি এসব এড়ানো যায় সহজেই। স্তনের আকৃতিও ঠিক থাকে এই স্পোর্টস ব্রা ব্যবহার করলে। এই সব ব্রা খুব সহজেই শরীরের ঘাম শোষণ করে নিতে পারে। সেই সঙ্গে শরীরে ব্লাড সার্কুলেশনও ঠিক থাকে। প্রচলিত ব্রা এর তুলনায় স্পোর্টস ব্রা অনেক বেশি মডেস্ট। এমনকী প্যাডেড ব্রাও শরীরের জন্য অতখানি ভাল নয় যতটা ভাল স্পোর্টস ব্রা। ফিটনেস অ্যাক্টিভিটিতে জুড়ি মেলা ভার এই ব্রায়ের। তবে কেনার আগে বেশ কিছু বিষয় দেখে নেওয়া প্রয়োজন। এই ধরনের ব্রা স্তনকে বাড়তি সাপোর্ট দেয়। আর তাই দৌড়নোর সময় এই ব্রা অবশ্যই পরবেন। স্পোর্টস ব্রা প্রিন্টেড বা এক কালারের পরতে পারেন। স্পোর্টস ব্রা এর মধ্যে রয়েছে এরোরেডি টেকনোলজি যা ব্রা-কে সব সময় শুকনো রাখে। স্পোর্টস ব্রা পরলে কাঁধেও চাপ বিশেষ পড়ে না। যে কারণে ব্যাথাও হয় কম। স্তনের অবস্থানও ঠিক থাকে। যাঁদের স্তন একটু ভারীর দিকে তাঁদের অবশ্যই এই স্পোর্টস ব্রা পরা উচিত। এতে ভবিষ্যতের অনেক রকম সমস্যাও এড়ানো যায়।
যে সব কারণে স্পোর্টস ব্রা পরবেন
অনেক বেশি আরামদায়ক। সারাদিন পরে থাকলেও কোনও রকম সমস্যা হয় না
যে কোনও রকম ব্রেস্টের ব্যথা কমায় এই ব্রা
স্তনের গঠন ঠিক রাখে
রক্ত সঞ্চালন ঠিকমতো হয়