নতুন জুতো পরে পায়ে ফোসকা? ঘরোয়া টোটকাতেই সমস্যার সমাধান, রইল টিপস
সামনেই সরস্বতী পুজো। ইতিমধ্যেই প্ল্যান করে ফেলেছেন প্রিয় মানুষের সঙ্গে বের হওয়ার সময় কীভাবে সাজবেন, কোথায় যাবেন। হয়তো অনেকেরই প্ল্যান, এদিন বইমেলা ঘুরে বেড়ানো। অনেকেই সেদিনের সাজে নতুন জুতো পরার প্ল্যান করে ফেলেছেন।
![নতুন জুতো পরে পায়ে ফোসকা? ঘরোয়া টোটকাতেই সমস্যার সমাধান, রইল টিপস নতুন জুতো পরে পায়ে ফোসকা? ঘরোয়া টোটকাতেই সমস্যার সমাধান, রইল টিপস](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Shoe.jpg?w=1280)
সামনেই সরস্বতী পুজো। ইতিমধ্যেই প্ল্যান করে ফেলেছেন প্রিয় মানুষের সঙ্গে বের হওয়ার সময় কীভাবে সাজবেন, কোথায় যাবেন। হয়তো অনেকেরই প্ল্যান, এদিন বইমেলা ঘুরে বেড়ানো। অনেকেই সেদিনের সাজে নতুন জুতো পরার প্ল্যান করে ফেলেছেন। তবে একটাই চিন্তা যদি নতুন জুতো পরে ফোসকা পরে! তাহলে? চিন্তা নেই। ঘরোয়া টোটকাতেই রয়েছে সমাধান।
১) জুতো পরার আগের দিন রাতে ময়শ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ভাল করে মাখিয়ে রাখুন জুতোয়। গোটা রাত এভাবেই রাখুন। সকালে কোনও কাপড় দিয়ে ময়েশ্চারাইজার মুছে নিয়ে পরে ফেলুন জুতো। বাইরে থেকে বাড়ি ফিরে অবশ্যই পা পরিষ্কার করে নিন। দেখবেন ফোসকা পরবে না।
২) জুতোর কোনও অংশের চামড়া মোটা থাকলে ত্বকের সঙ্গে ঘষা লেগে ফোস্কা পড়ার আশঙ্কা বাড়ে। সে কারণেই ওই অংশগুলোতে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে জুতো নরম থাকবে, ফলে ফোসকা পরার সম্ভাবনাও কমবে।
এই খবরটিও পড়ুন
![অমিতাভকে খোলা চিঠি? ‘আমি দ্বগ্ধে-দ্বগ্ধে বাঁচছি’, যন্ত্রণায় জর্জরিত রেখা অমিতাভকে খোলা চিঠি? ‘আমি দ্বগ্ধে-দ্বগ্ধে বাঁচছি’, যন্ত্রণায় জর্জরিত রেখা](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-20-at-13.48.12.jpeg?w=300)
![Rukmini Maitra: পারিশ্রমিক খরচ করে ‘বিনোদিনী’র প্রচার, এভাবে রুক্মিণীর পাশে দাঁড়ালেন কে? Rukmini Maitra: পারিশ্রমিক খরচ করে ‘বিনোদিনী’র প্রচার, এভাবে রুক্মিণীর পাশে দাঁড়ালেন কে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Rukmini-.jpg?w=300)
![Saif Ali Khan: শুধু সইফ নয়, সোহার বাড়িতেও এসেছিল ডাকাত! কীভাবে রক্ষা পেয়েছিলেন শর্মিলাকন্যা? Saif Ali Khan: শুধু সইফ নয়, সোহার বাড়িতেও এসেছিল ডাকাত! কীভাবে রক্ষা পেয়েছিলেন শর্মিলাকন্যা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Soha-Ali-Kha.jpg?w=300)
![রাত পোশাকে বিবাহিত নায়কের ঘরে রানি! খবর ছড়িয়ে পড়তেই… রাত পোশাকে বিবাহিত নায়কের ঘরে রানি! খবর ছড়িয়ে পড়তেই…](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-20-at-12.12.50.jpeg?w=300)
৩) ফোসকার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ড এড লাগান। সুযোগ পেলেই চেষ্টা করুন জুতো খুলে রেখে পায়ে একটু হাওয়া লাগাতে। এর ফলে ক্ষত জায়গা দ্রুত ঠিক হবে।
৪) ফোসকা থেকে তৈরি হওয়া ক্ষতর মধ্যে দিনে অন্তত ৩ বার মধু ও অ্যালোভেরা লাগান। ফোসকা শুকোতে এটা খুব ভাল কাজ করে।
৫) জুতো কেনার আগে অবশ্যই মাথায় রাখুন কমফোর্টের বিষয়। স্টাইলের কথা শুধু চিন্তা করলে কিন্তু মুশকিল। তাই জুতোর গুণগতমান বুঝে নিন। দেখে নিন জুতোর চামড়া সঠিক কিনা।