Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রসনা তৃপ্তির নতুন সন্ধান দেবে ‘স্পাইস মার্কেট’

শীত পড়েছে কলকাতায়। এ সময় মেনুতে কিছুটা স্পাইস যোগ করে নিলে মন্দ হয় না।

রসনা তৃপ্তির নতুন সন্ধান দেবে ‘স্পাইস মার্কেট’
চিলি গার্লিক পিপার চিকেন ড্রাই।
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 9:41 PM

‘স্পাইস মার্কেট’। নামটা শুনলেই অন্য রকমের অনুভূতি হচ্ছে তো? অন্তত খাদ্যরসিকদের কাছে এ তো এক নতুন হাতছানির নাম। আপনি যদি খেতে ভালবাসেন, তাহলে ‘স্পাইস মার্কেট’ হতেই পারে আপনার নতুন ঠিকানা।

ক্যালেন্ডার বলছে শেষ ডিসেম্বর। শীত পড়েছে কলকাতায়। এ সময় মেনুতে কিছুটা স্পাইস যোগ করে নিলে মন্দ হয় না। একবার ঘুরে আসতে পারেন দক্ষিণ কলকাতার শরৎ বসু রোডের লেক টেরাসের ঠিকানায়। সেখানেই রসনা তৃপ্তির নতুন সন্ধান দেবে ‘স্পাইস মার্কেট’।

মোগলাই, ইন্ডিয়ান, চাইনিজ- সব রকম পাবেন মেনুকার্ডে। এক ছাদের তলায় হরেক খাবারের স্বাদ। কিছু চেনা খাবরও রয়েছে বৈকি! কিন্তু তা অন্য মাত্রা পাবে রান্নার গুণে। অন্তত তেমনটাই দাবি করলেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন, করোনার পর স্ট্রিট ফুড নাকি বাড়ির টিফিন, এগিয়ে কোন মেনু?

চিকেন এগ হাক্কা নুডলস, চিকেন মালাই কাবাব, চিলি গার্লিক পিপার চিকেন ড্রাই, মটন বিরিয়ানি এই রেস্তোরাঁর স্পেশ্যাল ডিশ। ফলে এই সব ডিশ মিস করবেন না। দুপুর ১২টা থেকে রাত ১১টার মধ্যে যে কোনও সময় আপনাকে স্বাগত জানাতে তৈরি স্পাইস মার্কেট। খরচও পকেট ফ্রেন্ডলি বলেই দাবি করলেন তাঁরা। তাহলে আর দেরি কীসের? শীতের আমেজ গায়ে মেখেই স্পাইস ট্রাই করুন।