AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Facial hair removal home remedy: লাগবে না রেজার যেতে হবে না পার্লারেও, বাড়িতে এই সহজ উপায়েই তুলুন মুখের অবাঞ্ছিত রোম

Hair removal tips: অনেকের লোম খুব বেশি মোটা। যাঁরা অতিরিক্ত রেজার ব্যবহার করেন তাঁদের লোম বেশি শক্ত হয়। সেক্ষেত্রে এই টোটকা বেশিক্ষণ কাজে লাগাতে হবে। টানা ১৫ দিন লাগালে তবেই লোম নরম হয়ে ঝরবে। এরপর অনেকদিন পর্যন্ত লোম গজাবে না

| Edited By: | Updated on: Jan 11, 2024 | 8:15 AM
Share
মুখে সকলেরই পাতলা লোমের আস্তরণ থাকে। এবার যাঁরা ভীষণ সচেতন তাঁরা নিয়ম করে মুখের যাবতীয় রোম তুলে দেন। কেউ পার্লারে গিয়ে তুলে আসেন আবার কেউ বাড়িতেই রেজার দিয়ে তোলেন

মুখে সকলেরই পাতলা লোমের আস্তরণ থাকে। এবার যাঁরা ভীষণ সচেতন তাঁরা নিয়ম করে মুখের যাবতীয় রোম তুলে দেন। কেউ পার্লারে গিয়ে তুলে আসেন আবার কেউ বাড়িতেই রেজার দিয়ে তোলেন

1 / 8
পার্লারে যে পদ্ধতিতে মুখের লোম তোলা হয় তা বেশ কষ্টকর পদ্ধতি। আবার রেজারে নিয়মিত লোম তোলাও একেবারে ভাল ব্যাপার নয়। এতে ত্বকের অনেক বেশি ক্ষতি হয়। আর মুখ খুবই স্পর্শকাতর। তাই বেশি রেজার ব্যবহার না করাই শ্রেয়

পার্লারে যে পদ্ধতিতে মুখের লোম তোলা হয় তা বেশ কষ্টকর পদ্ধতি। আবার রেজারে নিয়মিত লোম তোলাও একেবারে ভাল ব্যাপার নয়। এতে ত্বকের অনেক বেশি ক্ষতি হয়। আর মুখ খুবই স্পর্শকাতর। তাই বেশি রেজার ব্যবহার না করাই শ্রেয়

2 / 8
এজন্য রইল বিশেষ একটি টিপস। বাড়িতে এই কয়েকটি উপাদান মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিন। আর তা দিয়েই তুলে নিন মুখের যাবতীয় লোম।  মূলত আপার লিপসেই অতিরিক্ত লোম হয়। আর থাকে থুতনিতে

এজন্য রইল বিশেষ একটি টিপস। বাড়িতে এই কয়েকটি উপাদান মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিন। আর তা দিয়েই তুলে নিন মুখের যাবতীয় লোম। মূলত আপার লিপসেই অতিরিক্ত লোম হয়। আর থাকে থুতনিতে

3 / 8
পেঁয়াজের মুখ কেটে নিয়ে গ্রেট করে নিতে হবে। এক চামচ পেঁয়াজের রস লাগবে। পেঁয়াদের রসের মধ্যে পাঁচ ফোঁটা পাতিলেবুর রস, একটু কোলগেট পেস্ট মিশিয়ে নিতে হবে। তিন থেকে চারদিন এই মিশ্রণ লাগাতে হবে

পেঁয়াজের মুখ কেটে নিয়ে গ্রেট করে নিতে হবে। এক চামচ পেঁয়াজের রস লাগবে। পেঁয়াদের রসের মধ্যে পাঁচ ফোঁটা পাতিলেবুর রস, একটু কোলগেট পেস্ট মিশিয়ে নিতে হবে। তিন থেকে চারদিন এই মিশ্রণ লাগাতে হবে

4 / 8
পেঁয়াজ আর কোলগেট একসঙ্গে মিশিয়ে লাগালে লোমকূপের গোড়া নরম হতে থাকে। এই মিশ্রণের মধ্যে এক চামচ চালের গুঁড়ো মেশাতে হবে। মিশ্রণে একটু জল মিশিয়ে নিন। এই পেস্ট বানিয়ে ১৫ মিনিট রেখে তা লোমে লাগিয়ে নিতে হবে

পেঁয়াজ আর কোলগেট একসঙ্গে মিশিয়ে লাগালে লোমকূপের গোড়া নরম হতে থাকে। এই মিশ্রণের মধ্যে এক চামচ চালের গুঁড়ো মেশাতে হবে। মিশ্রণে একটু জল মিশিয়ে নিন। এই পেস্ট বানিয়ে ১৫ মিনিট রেখে তা লোমে লাগিয়ে নিতে হবে

5 / 8
যেখানে অতিরিক্ত লোম আছে সেখানে লাগান। এই মিশ্রণ তিন থেকে চারদিন টানা লাগাতে হবে আর তা ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। যত ভাল হাতে স্ক্রাব করে নিতে পারবেন ততই ভাল। এরপর ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিন

যেখানে অতিরিক্ত লোম আছে সেখানে লাগান। এই মিশ্রণ তিন থেকে চারদিন টানা লাগাতে হবে আর তা ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। যত ভাল হাতে স্ক্রাব করে নিতে পারবেন ততই ভাল। এরপর ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিন

6 / 8
লোমের গোড়া একবার দুর্বল হয়ে পড়ে গেলে সেখানে আর নতুন লোম গজাবে না। রান্নার হলুদের মধ্যে একটু বেকিং সোদা মেশান। হাফ চামচ করে নিন। এর মধ্যে হাফ চামচ চালের গুঁড়ো জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে নিন। এই পেস্টও যেখানে লোম গজায় সেখানে লাগিয়ে নিতে পারেন

লোমের গোড়া একবার দুর্বল হয়ে পড়ে গেলে সেখানে আর নতুন লোম গজাবে না। রান্নার হলুদের মধ্যে একটু বেকিং সোদা মেশান। হাফ চামচ করে নিন। এর মধ্যে হাফ চামচ চালের গুঁড়ো জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে নিন। এই পেস্টও যেখানে লোম গজায় সেখানে লাগিয়ে নিতে পারেন

7 / 8
রোজ একই ভাবে এই টোটকা মানতে হবে। এমন নয় যে একদিন মাখলেই সব লোম পড়ে যাবে। এটি একেবারে প্রাকৃতিক পদ্ধতি। টানা লাগিয়ে নিলে তবেই কাজ হবে। এই পদ্ধতি নির্ভর করে লোমের প্রকৃতির উপর

রোজ একই ভাবে এই টোটকা মানতে হবে। এমন নয় যে একদিন মাখলেই সব লোম পড়ে যাবে। এটি একেবারে প্রাকৃতিক পদ্ধতি। টানা লাগিয়ে নিলে তবেই কাজ হবে। এই পদ্ধতি নির্ভর করে লোমের প্রকৃতির উপর

8 / 8