AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mobile Phone: আপনার মোবাইলের টেম্পারড গ্লাসটি কি আসল না নকল? যাচাই করবেন কী ভাবে?

কিন্তু কোন টেম্পারড গ্লাস কতটা ভাল, সে সম্পর্কে কি সচেতন? গ্লাস শক্ত বা মোটা হলে কী বোঝা যায়? এই সম্পর্কে অনেকের স্পষ্ট ধারণা নেই৷ এই প্রতিবেদনে রইল টিপস।

Mobile Phone: আপনার মোবাইলের টেম্পারড গ্লাসটি কি আসল না নকল? যাচাই করবেন কী ভাবে?
| Updated on: Aug 02, 2024 | 7:14 PM
Share

এখন সবার মোবাইল অন্ত প্রাণ। সেই মোবাইলকে সুস্থ রাখতে আমরা সব সময় তৎপর। মোবাইল ফোনের স্ক্রিনকে সুরক্ষিত রাখতেও আমরা টেম্পারড গ্লাস ব্যবহার করি।

কিন্তু কোন টেম্পারড গ্লাস কতটা ভাল, সে সম্পর্কে কি সচেতন? গ্লাস শক্ত বা মোটা হলে কী বোঝা যায়? এই সম্পর্কে অনেকের স্পষ্ট ধারণা নেই৷ এই প্রতিবেদনে রইল টিপস।

টেম্পারড গ্লাস কেনার আগে সেটি হাত দিয়ে ধরে দেখে নেবেন তা মসৃণ কি না। টেম্পারড গ্লাস যত মসৃণ হবে, তার গুণমান তত ভাল। টেম্পারড গ্লাস আসল না নকল যাচাই করতে ওয়াটার ড্রপ পরীক্ষা করতে পারেন। গ্লাসের উপর এক ফোঁটা জল ফেলে দিন প্রথমে। এবার ধীরে ধীরে টেম্পারড গ্লাস কাত করুন। জলের ফোঁটা ভেঙে ছড়িয়ে গেলে বুঝবেন গ্লাসটি নকল। আর যদি সেই ফোঁটা না ভাঙে তা হলে গ্লাসটি আসল।

টেম্পারড গ্লাস কতটা শক্ত তা বিচার করা হয় ‘পেনসিল স্কেলের’ ভিত্তিতে। পেনসিলের শিস তৈরি হয় গ্রাফাইট দিয়ে। সব পেনসিলের শিস একই রকম কঠিন নয়। শিসের কাঠিন্যের ভিত্তিতে পেনসিলের পরিচয় হয়। যেমন, ৮এইচ, ৭এইচ, ৬এইচ ইত্যাদি। ৯এইচ পেনসিলের শিস সবচেয়ে বেশি কঠিন এবং ৯বি পেনসিলের শিস সবচেয়ে নরম।

এবার ধরে নেওয়া যাক, কোনও বস্তুর কাঠিন্য ৭বি। তার মানে সেই বস্তুটি ৭বি বা তার পরের পেনসিলগুলির শিস এর আঁচড় সহ্য করতে সক্ষম অর্থাৎ সেই পেনসিলগুলি দিয়ে আঁচড় কাটলেও বস্তুর গায়ে দাগ পড়বে না। এই ভাবে কোনও বস্তুর কাঠিন্য মাপা হয়। একই ভাবে যাচাই করা যায় টেম্পারড গ্লাসের কাঠিন্যও।