AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Papaya: যৌবন ধরে রাখতে চান? এভাবে পাকা পেঁপে মুখে লাগালেই মিলবে সমাধান

Papaya Face Pack: বাজারের দামি কেমিক্যাল ক্রিম যেখানে অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে, সেখানে পাকা পেঁপে সম্পূর্ণ নিরাপদ। তাই বলা হয়, যৌবনের গোপন রহস্য লুকিয়ে আছে এক টুকরো পাকা পেঁপেতে। ত্বকের যত্নে পাকা পেঁপের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

Papaya: যৌবন ধরে রাখতে চান? এভাবে পাকা পেঁপে মুখে লাগালেই মিলবে সমাধান
যৌবন ধরে রাখতে চান? এভাবে পাকা পেঁপে মুখে লাগালেই মিলবে সমাধানImage Credit: Canva
| Updated on: Sep 08, 2025 | 3:59 PM
Share

কমবেশি সকলের বাড়িতে যে সকল ফল আনা হয়, তার মধ্যে পাকা পেঁপে অন্যতম। দেখতে যতটা সহজ-সরল, ত্বকের যত্নে এই ফল ঠিক ততটাই কার্যকর। নিয়মিত পাকা পেঁপে খাওয়ার পাশাপাশি সরাসরি ত্বকে ব্যবহার করলে এটি হতে পারে প্রাকৃতিক বিউটি ট্রিটমেন্ট। পেঁপেতে থাকা ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিডেন্ট আর বিশেষ এনজাইম পাপেইন ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে, ত্বকের দাগ-ছোপ হালকা করে, এমনকি বয়সের ছাপও কমিয়ে আনে। বাজারের দামি কেমিক্যাল ক্রিম যেখানে অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে, সেখানে পাকা পেঁপে সম্পূর্ণ নিরাপদ। তাই বলা হয়, যৌবনের গোপন রহস্য লুকিয়ে আছে এক টুকরো পাকা পেঁপেতে।

কেন পাকা পেঁপে ত্বকের জন্য উপকারী?

  • পাপেইন এনজাইম: যা মৃত কোষ পরিষ্কার করে ত্বককে করে মসৃণ।
  • ভিটামিন সি: কোলাজেন তৈরি বাড়ায়, ফলে ত্বক থাকে টানটান ও ঝলমলে।
  • অ্যান্টিঅক্সিডেন্ট: ফ্রি র‍্যাডিক্যাল দূর করে বয়সের ছাপ কমায়।
  • ভিটামিন এ: ব্রণ শুকাতে ও দাগ হালকা করতে সাহায্য করে।

পাকা পেঁপে দিয়ে ঘরোয়া ফেসপ্যাক

  • উজ্জ্বল ত্বকের জন্য পাকা পেঁপের ফেসপ্যাক – পাকা পেঁপে চটকে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক হবে সতেজ ও উজ্জ্বল।
  • ব্রণ দাগ হালকা করতে – পাকা পেঁপে ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান। নিয়মিত ব্যবহার করলে দাগ হালকা হবে।
  • শুষ্ক ত্বকের জন্য – পাকা পেঁপে, দই ও মধু মিশিয়ে মুখে লাগালে শুষ্ক ত্বক হয় নরম ও আর্দ্রতা বজায় থাকে।

যাদের ত্বক অতিসংবেদনশীল, তারা আগে হাতের উপর অল্প লাগিয়ে প্যাচ পরীক্ষা করে নিন। মাথায় রাখবেন লেবুর রস মিশিয়ে পাকা পেঁপে ব্যবহার করলে রোদে বেরনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।