AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pet Care Tips: বাড়িতে পোষ্য আনার প্ল্যান করছেন? কোন প্রজাতি বাছবেন, কী মাথায় রাখবেন, রইল টিপস

Pet Selection: প্রথম বার বাড়িতে যদি পোষ্য হিসেবে কুকুরছানা আনার কথা ভাবেন, তা হলে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। শুরুতেই যে বিষয়টি ভাবার তা হল, কোন প্রজাতির কুকুর আনবেন। সারা বিশ্বে বিভিন্ন প্রজাতির কুকুর রয়েছে।

Pet Care Tips: বাড়িতে পোষ্য আনার প্ল্যান করছেন? কোন প্রজাতি বাছবেন, কী মাথায় রাখবেন, রইল টিপস
Pet Care Tips: বাড়িতে পোষ্য আনার প্ল্যান করছেন? কোন প্রজাতি বাছবেন, কী মাথায় রাখবেন, রইল টিপসImage Credit: Canva
| Updated on: Aug 28, 2025 | 5:13 PM
Share

বাড়ির খুদের বিরাট আবদার। চাই একখানা কুকুরছানা। এই পরিস্থিতিতে পোষ্য আনার পরিকল্পনা করতে শুরু করলেন। মনে মনে হয়তো আপনিও চাইছেন বাড়িতে আসুক নতুন সদস্য। প্রাথমিক পরিকল্পনা তো হল, এ বার তা কী করে বাস্তবায়িত করবেন? হঠাৎ করে কোনও পোষ্য বাড়িতে আনা সহজ নয়। যেই ভাবা সেই কাজ, এক্ষেত্রে খাটে না। প্রথম বার বাড়িতে যদি পোষ্য হিসেবে কুকুরছানা আনার কথা ভাবেন, তা হলে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। শুরুতেই যে বিষয়টি ভাবার তা হল, কোন প্রজাতির কুকুর আনবেন। সারা বিশ্বে বিভিন্ন প্রজাতির কুকুর রয়েছে। প্রথম বার নিজের বাড়িতে পোষ্য হিসেবে কুকুর আনলে বেশ কয়েকটি জনপ্রিয় প্রজাতির কথা ভাবতে পারেন। নিম্নে ৫টি প্রজাতির কুকুর নিয়ে আলোচনা করা হল।

১. গোল্ডেন রিট্রিভার – এই প্রজাতির কুকুর দেখতে সুন্দর। বেশ আদুরে। অবশ্য এই প্রজাতির কুকুর দৌড়নোর চেয়ে পায়ের কাছে, কোলের কাছে বসে থাকা, ঘুমোনো ও আদর খাওয়া পছন্দ করে। এরা খুব বন্ধুত্বপূর্ণ হয়। শিশুদের সঙ্গে ভালো মিশতে পারে এই কুকুররা।

২. জার্মান শেফার্ড – এরা খুব সাহসী। বাধ্য ও বিশ্বাসী। এদের শেখার ইচ্ছে থাকে। খুবই বুদ্ধিমান হয় এই প্রজাতির কুকুর। যেহেতু এরা খুব ভালো কোনও কিছু রপ্ত করতে পারে, তাই এদের ভরসা করেন অনেকেই। এই প্রজাতির কুকুর পরিবারের কোনও সদস্য বিপদে পড়লে নিজের প্রাণের কথা না ভেবে তাঁকে বাঁচায়।

৩. ল্যাব্রাডর রিট্রিভার – বিশ্বের অন্যতম প্রিয় কুকুর ল্যাব্রাডর। এরা বেশ বাধ্য, বিশ্বাসী। পোষ্য হিসেবে এই প্রজাতির কুকুর দেশ-বিদেশের নানা বাড়িতে দেখা যায়। এই প্রজাতির কুকুররা বাড়ির বাচ্চার খুব সহজে বন্ধু হয়ে ওঠে।

৪. বিগল – বাড়ির বাচ্চার সঙ্গে খেলতে ভালোবাসে এই প্রজাতির কুকুর। মাঝারি মাপের হয় এই কুকুর। মানুষের সঙ্গে সহজে মিশতে পারে বিগল।

৫. পাগ – ছোট আকারের এই প্রজাতির কুকুর অনেকেই পছন্দ করেন। এরা খুব বেশি ছোটাছুটি করা পছন্দ করে না। মালিকের কাছাকাছি ঘুমোতে ভালোবাসে এরা। শিশুরাও পাগ পছন্দ করে।