Railway Tunnel: বিশ্বের ১০টি দীর্ঘ রেলওয়ে টানেল, জানেন কোথায় কোথায় রয়েছে?
Longest Railway Tunnel: ভারতের বহু ট্রেন যাত্রাতেই পড়ে টানেল। কোনওটা ছোট্ট। আবার কোনও কয়েক কিলোমিটার। যেন অন্ধকার গুহার মধ্য দিয়ে এগিয়ে চলেছে একটা সাপ। টানেল পেরোনোর সময় অন্ধকারে অনেকে আতঙ্কেও থাকেন। বেশির ভাগ ক্ষেত্রেই বিষয়টা উপভোগ করার মতো। সুইৎজারল্যান্ডে গথার্ড বেস টানেল থেকে স্পেনের গুয়াদ্রামা টানেল, দৈর্ঘের দিক থেকে বিশ্বের সেরা ১০টি রেলওয়ে টানেল সম্পর্কে জেনে নেওয়া যাক।
Most Read Stories