Incredible India: ভারত ভ্রমণের জন্য বিদেশি পর্যটকদের মানতে হবে নয়া নির্দেশিকা!

স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) আগামী ২৫ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।

Incredible India: ভারত ভ্রমণের জন্য বিদেশি পর্যটকদের মানতে হবে নয়া নির্দেশিকা!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2021 | 4:23 PM

আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল ভারত সরকার। ভারত ভ্রমণের জন্য দেশে আগত সকল বিদেশি যাত্রীদের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। শুধু তাই নয়, সকল এয়ারলাইন্সকে ইউকে থেকে যাত্রীদের যাত্রা করার অনুমতি দেওয়ার আগে নেতিবাচক COVID-19 পরীক্ষার রিপোর্ট চেক করতে বলা হয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) আগামী ২৫ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “বিশ্বজুড়ে টিকাকরণ প্রক্রিয়া বৃদ্ধি এবং মহামারীর পরিবর্তিত প্রকৃতির পরিপ্রেক্ষিতে, ভারতে আন্তর্জাতিক আগমনের জন্য বিদ্যমান নির্দেশিকা পর্যালোচনা করা হয়েছে”। ইউকে, ফ্রান্স, জার্মানি, নেপাল, বেলারুশ, লেবানন, আর্মেনিয়া, ইউক্রেন, বেলজিয়াম, হাঙ্গেরি এবং সার্বিয়া থেকে ভারতে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা অনুসরণ করতে হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও, ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে ভারতে আগত যাত্রীদের জন্য অতিরিক্ত ব্যবস্থা অনুসরণ করতে হবে বলে জানানো হয়েছে। সেইসব দেশগুলি হল, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বতসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড এবং জিম্বাবয়ে।

ভারত ভ্রমণের পরিকল্পনা করার আগে ভ্রমণকারীদের কী করা উচিত তার একটি তালিকা এখানে দেওয়া হল:

১. একটি স্ব-ঘোষণাপত্র জমা দিন এবং নির্ধারিত ভ্রমণের আগে অনলাইন এয়ার সুবিধা পোর্টালে (www.newdelhiairport.in) আপলোড করতে হবে।

২. এছাড়াও যাত্রার আগে ৭২ ঘন্টার মধ্যে পরিচালিত একটি COVID-19 RT-PCR নেগেটিভ টেস্ট রিপোর্ট আপলোড করুন।

৩. যাত্রী রিপোর্টের সত্যতার ব্যাপারে একটি ঘোষণাও জমা দেবে এবং অন্যথায় পাওয়া গেলে ফৌজদারি বিচারের জন্য দায়ী থাকবে।

৪. মোবাইল ডিভাইসে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করুন।

৫.এয়ার সুবিধা পোর্টালে সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করলে তবেই এয়ারলাইন্স সেইসব ভ্রমণকারী বোর্ডকে অনুমতি দেওয়া হবে।

৬. কেবলমাত্র উপসর্গহীন ভ্রমণকারীদেরই থার্মাল স্ক্রিনিংয়ের পর বিমানে উঠতে দেওয়া হবে।

৭. সমুদ্র/স্থলবন্দর দিয়ে আগত যাত্রীদেরও একই প্রোটোকল অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: Goa: ধনী পর্যটক ছাড়া গোয়ায় প্রবেশ নিষিদ্ধ! জানালেন পর্যটন মন্ত্রী