Monsoon Tips: বর্ষাকালে জামাকাপড়ের দুর্গন্ধে অস্বস্তি হচ্ছে? কীভাবে সমস্যা থেকে মুক্তি মিলবে, রইল ৫ সহজ টিপস
বর্ষাকালে ঠিকমতো রোদ ওঠে না, যে রোদে জামা শুকিয়ে নেবেন। তাই বেশ কিছু ঘরোয়া প্রতিকার কাজে লাগাতে পারেন। তা হলে বর্ষায় আপনার জামাকাপড় থেকে দুর্গন্ধ বেরোবে না।

বর্ষাকাল মানে কখনও ঝিরি ঝিরি আবার কখনও মুসলধারে বৃষ্টি। এই সময় বাড়িতে মাঝে মাঝেই স্যাঁতস্যাঁতে ভাব লাগে। শুধু তাই নয়, এই সময় জামাকাপড় ঠিকমতো শুকোয় না। আবার মাঝে মাঝে বর্ষাকালে শরীরে ঘাম হলে সেটাও তাড়াতাড়ি শুকোয় না। যার ফলে জামাকাপড় অনেকক্ষণ ঘাম অবস্থায় থাকে। তাই সেই জামা থেকে দুর্গন্ধ হওয়া খুবই স্বাভাবিক। আর বর্ষাকালে ঠিকমতো রোদ ওঠে না, যে রোদে জামা শুকিয়ে নেবেন। তাই বেশ কিছু ঘরোয়া প্রতিকার কাজে লাগাতে পারেন। তা হলে বর্ষায় আপনার জামাকাপড় থেকে দুর্গন্ধ বেরোবে না। নিম্নে কিছু ঘরোয়া প্রতিকারের কথা উল্লেখ করা হল —
১. ভিনিগার – কাপড় ধোওয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে এক কাপ ভিনিগার যোগ করুন। এর ফলে জামাকাপড়ের জীবাণু ও দুর্গন্ধ দূর হয়। এবং কাপড়ের নরম ভাব বজায় থাকে।
২. লেবুর রস – এক বালতি জলে ১-২টি লেবুর রস মিশিয়ে কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর ধুয়ে ফেলুন। এর ফলে প্রাকৃতিক ডিওডোরাইজার হিসেবে কাজ করবে ও সাদা কাপড়ের দাগও তুলতে সাহায্য করে।
৩. বেকিং সোডা – কাপড় ধোওয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে ২-৩ চামচ বেকিং সোডা দিন। এটি জামাকাপড়ের দুর্গন্ধ দূর করে, কাপড়ের রঙ এবং গঠন নষ্ট করে না।
৪. টি ট্রি অয়েল বা ল্যাভেন্ডার অয়েল – জলে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল বা ল্যাভেন্ডার অয়েল দিয়ে কাপড় ভিজিয়ে রাখুন। এটি একদিকে জামাকাপড়ে জীবাণুনাশক হিসেবে কাজ করে। পাশাপাশি সুগন্ধির কাজও করে।
৫. রোদ বা বাতাসে শুকোনো – বর্ষাকালে রোদ কমই থাকে। তবে যতটা সম্ভব খোলা বাতাসে, জানলার কাছে বা ফ্যানের নিচে কাপড় শুকোতে হবে।
বর্ষায় ভ্যাপসা জায়গায় কাপড় রাখলে দুর্গন্ধ বাড়ে। তাই জামাকাপড় শুকোনোর পরও খোলা জায়গায় কিছুক্ষণ ঝুলিয়ে রাখতে হবে। ভুল করেও ভেজা কাপড় একসঙ্গে এক জায়গায় গাদা করে রাখবেন না। চেষ্টা করতে হবে একদিনের বেশি জামাকাপড় ভেজা থাকলে, তা ফের ধুয়ে নিতে।
