Anahat Singh: স্কোয়াশে বিশ্ব খেতাবের আশা দেখাচ্ছে চতুর্দশী কিশোরী

কমনওয়েলথ শেষে নতুন পরীক্ষায় নেমে পড়েছে ১৪ বছরের অনাহত সিং (Anahat Singh,)। ফ্রান্সের ন্যান্সি শহরে চলছে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। নিজের থেকে বয়সে বড় ইংল্যান্ডের তোরি মালিককে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চতুর্দশী।

| Edited By: | Updated on: Aug 15, 2022 | 9:30 AM
সকালটা জানান দেয়, কেমন কাটবে দিন? ভারতের স্কোয়াশ জগতের সেই 'সকাল' ১৪ বছরের অনাহত সিং। কাঁচা বয়সেই বিশ্ব মঞ্চে চতুর্দশীর দাপট বলে দিচ্ছে, এ মেয়ে লম্বা রেসের ঘোড়া। (ছবি:টুইটার)

সকালটা জানান দেয়, কেমন কাটবে দিন? ভারতের স্কোয়াশ জগতের সেই 'সকাল' ১৪ বছরের অনাহত সিং। কাঁচা বয়সেই বিশ্ব মঞ্চে চতুর্দশীর দাপট বলে দিচ্ছে, এ মেয়ে লম্বা রেসের ঘোড়া। (ছবি:টুইটার)

1 / 6
সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসে দেশকে প্রতিনিধিত্ব করেছে অনাহত। কিশোরী স্কোয়াশ খেলোয়াড় পদক জয়ের কাছাকাছি না পৌঁছালেও বার্মিংহ্যামে ছাপ ফেলে এসেছে।(ছবি:টুইটার)

সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসে দেশকে প্রতিনিধিত্ব করেছে অনাহত। কিশোরী স্কোয়াশ খেলোয়াড় পদক জয়ের কাছাকাছি না পৌঁছালেও বার্মিংহ্যামে ছাপ ফেলে এসেছে।(ছবি:টুইটার)

2 / 6
কমনওয়েলথ শেষে নতুন পরীক্ষায় নেমে পড়েছে অনাহত। ফ্রান্সের ন্যান্সি শহরে চলছে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। নিজের থেকে বয়সে বড় ইংল্যান্ডের তোরি মালিককে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চতুর্দশী।(ছবি:টুইটার)

কমনওয়েলথ শেষে নতুন পরীক্ষায় নেমে পড়েছে অনাহত। ফ্রান্সের ন্যান্সি শহরে চলছে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। নিজের থেকে বয়সে বড় ইংল্যান্ডের তোরি মালিককে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চতুর্দশী।(ছবি:টুইটার)

3 / 6
ব্রিটিশ জুনিয়র ওপেন জয়ী মালিককে হারিয়ে উচ্ছ্বসিত অনাহত। ম্যাচ শেষে হাসি মুখে বলে দিল, "ওকে হারাব এটা ভাবতে পারিনি। কমনওয়েলথে সিনিয়রদের বিরুদ্ধে খেলেছি। এখানেও তেমনই মনে হচ্ছে।"(ছবি:টুইটার)

ব্রিটিশ জুনিয়র ওপেন জয়ী মালিককে হারিয়ে উচ্ছ্বসিত অনাহত। ম্যাচ শেষে হাসি মুখে বলে দিল, "ওকে হারাব এটা ভাবতে পারিনি। কমনওয়েলথে সিনিয়রদের বিরুদ্ধে খেলেছি। এখানেও তেমনই মনে হচ্ছে।"(ছবি:টুইটার)

4 / 6
বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পা রাখতে হলে অনাহতকে মিশরের ফাইরৌজ আবুলখাইরের চ্যালেঞ্জ উতরোতে হবে। (ছবি:টুইটার)

বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পা রাখতে হলে অনাহতকে মিশরের ফাইরৌজ আবুলখাইরের চ্যালেঞ্জ উতরোতে হবে। (ছবি:টুইটার)

5 / 6
দিল্লির বাসিন্দা অনাহত সিং ক্লাস ৯ এর ছাত্রী। তার উত্থানের পিছনে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির অবদান রয়েছে। দিল্লি বয়ের ফাউন্ডেশন অনাহতের খেলাধুলো সংক্রান্ত সবরকম খরচ বহন করে।(ছবি:টুইটার)

দিল্লির বাসিন্দা অনাহত সিং ক্লাস ৯ এর ছাত্রী। তার উত্থানের পিছনে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির অবদান রয়েছে। দিল্লি বয়ের ফাউন্ডেশন অনাহতের খেলাধুলো সংক্রান্ত সবরকম খরচ বহন করে।(ছবি:টুইটার)

6 / 6
Follow Us: