শীতকালে ত্বকের যত্ন নেওয়া অত্যাবশ্যক। কারণ শীতে ত্বকের আর্দ্রতা কমে যায় ফলে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। ত্বকের জেল্লা ফেরাতে তাই বিশেষ ভাবে ত্বকের যত্ন নেওয়া উচিত।
হাত আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তবে সময়ের অভাবে অনেকসময়ই হাতের যত্ন নিতে আমরা ভুলে যাই। কিন্তু অন্যান্য অঙ্গের মতো হাতের যত্ন নেওয়া কিন্তু জরুরি।
শীতকালে শুষ্কতার হাত থেকে বাঁচতে অবশ্যই হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। কেন হ্যান্ড ক্রিম ব্যবহার করবেন ভাবছেন তো? জেনে নিন কেন হ্যান্ড ক্রিম ব্যবহার করা জরুরি....
হ্যান্ড ক্রিম আপনাক ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করে। সেই সঙ্গেই ত্বকের উপর হ্যান্ড ক্রিমের স্তর পরিবেশের যে কোনও কেমিক্যালসের হাত থেকে ত্বককে রক্ষা করে।
শীতকালে বেশিরভাগ সময়ই হাত রুক্ষ হয়ে যায়। ত্বকে সাদা ভাব আসে। রুক্ষতার হাত থেকে আপনাকে একমাত্র রক্ষা করতে পারে হ্যান্ড ক্রিম। পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড ক্রিম লাগান। ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাত, গলা এবং চোখের চারিদিক কুঁচকে যাওয়ার প্রবণতা দেখা দেয়। হাতের কুঁচকে যাওয়াকে আটকাতে হ্যান্ড ক্রিম ব্যবহার করা ভীষণ ভাবে জরুরি।