AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Batsman Became Bowler: রয়েছে ছয় ছক্কার রেকর্ড, হলেন বোলার!

Five Player: ভারতীয় বোলিংয়ের অন্যতম সেরা জুটি রবীন্দ্র জাডেজা-রবিচন্দ্রন অশ্বিন। তাঁদের ব্য়াটের হাতও ভালো! টেস্ট শতরানও রয়েছে জাডেজা, অশ্বিনের। বিশ্বের অন্য়তম সেরা অলরাউন্ডারও তাঁরা। কিন্তু মজার বিষয় হল, এখন তাঁদের বোলিং অলরাউন্ডার বলা হলেও, আদতে তাঁরা ব্য়াটিংয়ের জন্যই পরিচিত ছিলেন। এমন আরও কয়েকজন রয়েছেন। অনেক বোলার যেমন পরবর্তীতে দক্ষ ব্য়াটার হয়ে উঠেছেন, তেমনই অনেক ব্য়াটার দক্ষ বোলার।

| Edited By: | Updated on: Mar 02, 2023 | 8:30 AM
Share
দেশে হোক বা বিদেশে। ভারতীয় বোলিংয়ের অন্যতম ভরসা রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে তাঁর পারফরম্য়ান্সের উপরও দলের সাফল্য় নির্ভর করে। দেশের মাটিতে হোক বা বিদেশ, যে কোনও পরিস্থিতিতেই ভারতীয় বোলিং আক্রমণের অন্য়তম ভরসা রবিচন্দ্রন অশ্বিন। (ছবি:টুইটার)

দেশে হোক বা বিদেশে। ভারতীয় বোলিংয়ের অন্যতম ভরসা রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে তাঁর পারফরম্য়ান্সের উপরও দলের সাফল্য় নির্ভর করে। দেশের মাটিতে হোক বা বিদেশ, যে কোনও পরিস্থিতিতেই ভারতীয় বোলিং আক্রমণের অন্য়তম ভরসা রবিচন্দ্রন অশ্বিন। (ছবি:টুইটার)

1 / 7
তামিলনাডুর ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন কেরিয়ার শুরু করেছিলেন ব্য়াটসম্য়ান হিসেবেই। বয়সভিত্তিক স্তরে ইনিংস ওপেনও করেছেন। পরবর্তীতে পেসার হওয়ার চেষ্টা করেন। কোমরের চোটের কারণে হন স্পিনার। একটি সাক্ষাৎকারে অশ্বিন নিজেও জানিয়েছিলেন, হরভজন সিংকে দেখেই অফস্পিনার হওয়ার ইচ্ছে জাগে তাঁর। (ছবি:টুইটার)

তামিলনাডুর ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন কেরিয়ার শুরু করেছিলেন ব্য়াটসম্য়ান হিসেবেই। বয়সভিত্তিক স্তরে ইনিংস ওপেনও করেছেন। পরবর্তীতে পেসার হওয়ার চেষ্টা করেন। কোমরের চোটের কারণে হন স্পিনার। একটি সাক্ষাৎকারে অশ্বিন নিজেও জানিয়েছিলেন, হরভজন সিংকে দেখেই অফস্পিনার হওয়ার ইচ্ছে জাগে তাঁর। (ছবি:টুইটার)

2 / 7
রবীন্দ্র জাডেজার বোলিং দক্ষতা নিয়ে কারও সন্দেহ নেই। দলে তিনি থাকা মানেই স্লো-ওভার রেটের পরিস্থিতিতে ত্রাতা হয়ে ওঠেন। লাগাতার একই লাইন লেন্থে বোলিং করে যেতে পারেন। এত দ্রুত ওভার শেষ করেন, প্রতিপক্ষ ব্য়াটাররা ভাবারই সময় পান না। উইকেট নেওয়ার দক্ষতা নিয়েও সন্দেহ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০-র বেশি উইকেট তাঁর নামে। (ছবি:টুইটার)

রবীন্দ্র জাডেজার বোলিং দক্ষতা নিয়ে কারও সন্দেহ নেই। দলে তিনি থাকা মানেই স্লো-ওভার রেটের পরিস্থিতিতে ত্রাতা হয়ে ওঠেন। লাগাতার একই লাইন লেন্থে বোলিং করে যেতে পারেন। এত দ্রুত ওভার শেষ করেন, প্রতিপক্ষ ব্য়াটাররা ভাবারই সময় পান না। উইকেট নেওয়ার দক্ষতা নিয়েও সন্দেহ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০-র বেশি উইকেট তাঁর নামে। (ছবি:টুইটার)

3 / 7
রবীন্দ্র জাডেজার ব্য়াটিং গত কয়েক বছরে ভারতীয় দলের অন্য়তম সম্পদ। তবে তাঁর ক্রিকেট জীবন শুরু হয়েছিল কিন্তু টপ অর্ডার ব্য়াটার হিসেবেই। রঞ্জি ট্রফিতে তিনটি ট্রিপল সেঞ্চুরির নজিরও রয়েছে জাডেজার। (ছবি:টুইটার)

রবীন্দ্র জাডেজার ব্য়াটিং গত কয়েক বছরে ভারতীয় দলের অন্য়তম সম্পদ। তবে তাঁর ক্রিকেট জীবন শুরু হয়েছিল কিন্তু টপ অর্ডার ব্য়াটার হিসেবেই। রঞ্জি ট্রফিতে তিনটি ট্রিপল সেঞ্চুরির নজিরও রয়েছে জাডেজার। (ছবি:টুইটার)

4 / 7
ভারতের প্রাক্তন পেসার অজিত আগরকরও রয়েছেন এই তালিকায়। দেশের হয়ে লর্ডসের অনার বোর্ডে নাম লেখাতে পারেননি খোদ সচিন তেন্ডুলকরও। সেখানে নাম রয়েছে অজিত আগরকরের। ২০০২ সালে লর্ডসে টেস্ট শতরান করেছিলেন। বয়সভিত্তিক ক্রিকেটে বিশেষজ্ঞ ব্য়াটারই ছিলেন অজিত আগরকর। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে পিঞ্চ হিটার হিসেবেও ব্য়বহার করা হয়। যদিও অজিত আগরকরের পরিচিতি প্রাক্তন পেসার হিসেবেই। (ছবি:টুইটার)

ভারতের প্রাক্তন পেসার অজিত আগরকরও রয়েছেন এই তালিকায়। দেশের হয়ে লর্ডসের অনার বোর্ডে নাম লেখাতে পারেননি খোদ সচিন তেন্ডুলকরও। সেখানে নাম রয়েছে অজিত আগরকরের। ২০০২ সালে লর্ডসে টেস্ট শতরান করেছিলেন। বয়সভিত্তিক ক্রিকেটে বিশেষজ্ঞ ব্য়াটারই ছিলেন অজিত আগরকর। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে পিঞ্চ হিটার হিসেবেও ব্য়বহার করা হয়। যদিও অজিত আগরকরের পরিচিতি প্রাক্তন পেসার হিসেবেই। (ছবি:টুইটার)

5 / 7
তালিকায় রয়েছেন লর্ড শার্দূলও। তাঁর ব্য়াটিং দক্ষতা অজানা নয়। শার্দূলের পরিচিতি অবশ্য পেসার হিসেবেই। ব্য়াটার হওয়ার লক্ষ্য নিয়েই ক্রিকেটে আসা। এমনকি স্কুল ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কাও মেরেছেন শার্দূল। পরবর্তীতে বোলিংয়ে মন দেন। তাঁর পরিচিতি অবশ্য় বোলার হিসেবেই। (ছবি:টুইটার)

তালিকায় রয়েছেন লর্ড শার্দূলও। তাঁর ব্য়াটিং দক্ষতা অজানা নয়। শার্দূলের পরিচিতি অবশ্য পেসার হিসেবেই। ব্য়াটার হওয়ার লক্ষ্য নিয়েই ক্রিকেটে আসা। এমনকি স্কুল ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কাও মেরেছেন শার্দূল। পরবর্তীতে বোলিংয়ে মন দেন। তাঁর পরিচিতি অবশ্য় বোলার হিসেবেই। (ছবি:টুইটার)

6 / 7
শুধু ভারতীয়রাই নন, নিউজিল্য়ান্ডের ক্রিকেটার জেমস ফ্র্যাঙ্কলিনও রয়েছেন এই তালিকায়। এক দশকের বেশি সময় নিউজিল্যান্ড ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই বাঁ হাতি পেসার। নিউজিল্য়ান্ডের হয়ে ১৭৯টি ম্যাচ খেলা জেমস কেরিয়ার শুরু করেছিলেন ব্য়াটার হিসেবেই। পরবর্তীতে বোলার হিসেবেই বেশি দাপট দেখা যায়। টেস্টে হ্যাটট্রিকও রয়েছে জেমস ফ্র্য়াঙ্কলিনের। (ছবি:টুইটার)

শুধু ভারতীয়রাই নন, নিউজিল্য়ান্ডের ক্রিকেটার জেমস ফ্র্যাঙ্কলিনও রয়েছেন এই তালিকায়। এক দশকের বেশি সময় নিউজিল্যান্ড ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই বাঁ হাতি পেসার। নিউজিল্য়ান্ডের হয়ে ১৭৯টি ম্যাচ খেলা জেমস কেরিয়ার শুরু করেছিলেন ব্য়াটার হিসেবেই। পরবর্তীতে বোলার হিসেবেই বেশি দাপট দেখা যায়। টেস্টে হ্যাটট্রিকও রয়েছে জেমস ফ্র্য়াঙ্কলিনের। (ছবি:টুইটার)

7 / 7