কেউ কোনও কাজ ঠিক মতো গুছিয়ে না করতে পারলেই, শুনতে হয় 'তুমি একটা ঢ্যাঁড়স'। খাবার পাতেও ঢ্যাঁড়স পড়লে নাক সিঁটকে দেন অনেকে। দু' একটি পদ ছাড়া ঢ্যাঁড়স কিংবা ভেন্ডি যাই বলুন, মুখে রোচে না একেবারে। কিন্তু সেই ঢ্যাঁড়স বিক্রি করেই মাস গেলে মোটা অঙ্কের টাকা পকেটে ভরছেন ভোপালের এক কৃষক। এক কেজি ঢ্যাঁড়সের দাম ৮০০ টাকা! ভাবতে না পারলেও এটাই সত্যি। তবে আমাদের চেনা পরিচিত ঢ্যাঁড়সের মতো তার রং নয়, সবুজের বদলে সে ভেন্ডি লাল।