Umesh Yadav: বাবার মৃত্যু শোক চেপে মাঠে নেমেছেন, ব্যাটে-বলে অনবদ্য উমেশ

ইন্দোর টেস্ট শুরুর দিন কয়েক আগেই বাবাকে চিরতরে হারিয়েছেন ভারতীয় দলের পেস তারকা উমেশ যাদব। তিনি ইন্দোর টেস্টে মাঠে নামতে পারবেন তা ভাবেননি কেউ। মহম্মদ সামির পরিবর্তে ইন্দোরে উমেশের অন্তর্ভুক্তি অবাক করেছিল অনেককে।

| Edited By: | Updated on: Mar 02, 2023 | 6:04 PM
দিন সাতেক আগে প্রয়াত হন উমেশ যাদবের বাবা তিলক যাদব। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাত্র ৭৫ বছর বয়সে মারা যান তিলক যাদব। টেস্ট সিরিজের মাঝখানে এমন খবরে বাজ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল উমেশের।(ছবি:টুইটার)

দিন সাতেক আগে প্রয়াত হন উমেশ যাদবের বাবা তিলক যাদব। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাত্র ৭৫ বছর বয়সে মারা যান তিলক যাদব। টেস্ট সিরিজের মাঝখানে এমন খবরে বাজ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল উমেশের।(ছবি:টুইটার)

1 / 8
বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি। তার আগেই ন্যাশনাল ডিউটিতে নেমে পড়েছেন। নিজের কর্তব্যে অবিচল থেকে ইন্দোর টেস্টে খেলছেন উমেশ। (ছবি:টুইটার)

বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি। তার আগেই ন্যাশনাল ডিউটিতে নেমে পড়েছেন। নিজের কর্তব্যে অবিচল থেকে ইন্দোর টেস্টে খেলছেন উমেশ। (ছবি:টুইটার)

2 / 8
শোক সামলে উঠে মাঠে নেমে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন উমেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তাঁর ম্যাজিকাল স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। (ছবি:টুইটার)

শোক সামলে উঠে মাঠে নেমে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন উমেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তাঁর ম্যাজিকাল স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। (ছবি:টুইটার)

3 / 8
মাত্র ১২ রান খরচ করে ৩ উইকেট নেন উমেশ। হোলকার স্টেডিয়ামের যে পিচে নাথান লিয়ঁ, কুহনেম্যানরা তাণ্ডব চালালেন, দ্বিতীয় দিনে সেখানেই উমেশ নিলেন তিনটি উইকেট। (ছবি:টুইটার)

মাত্র ১২ রান খরচ করে ৩ উইকেট নেন উমেশ। হোলকার স্টেডিয়ামের যে পিচে নাথান লিয়ঁ, কুহনেম্যানরা তাণ্ডব চালালেন, দ্বিতীয় দিনে সেখানেই উমেশ নিলেন তিনটি উইকেট। (ছবি:টুইটার)

4 / 8
উমেশের শিকারের তালিকায় ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক এবং টড মার্ফি। তিন অজি ব্যাটারকে দ্রুত প্যাভিলিয়নে পাঠিয়ে অস্ট্রেলিয়াকে ১৯৭ রানে আটকে দিতে সক্ষম হন।(ছবি:টুইটার)

উমেশের শিকারের তালিকায় ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক এবং টড মার্ফি। তিন অজি ব্যাটারকে দ্রুত প্যাভিলিয়নে পাঠিয়ে অস্ট্রেলিয়াকে ১৯৭ রানে আটকে দিতে সক্ষম হন।(ছবি:টুইটার)

5 / 8
 এর আগে ব্যাট হাতে বিরাট কোহলিকে টপকে যান উমেশ। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। টেস্টে মোট ছক্কা হাঁকানোর নিরিখে কোহলিকে ছাপিয়ে গিয়েছেন উমেশ।(ছবি:টুইটার)

এর আগে ব্যাট হাতে বিরাট কোহলিকে টপকে যান উমেশ। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। টেস্টে মোট ছক্কা হাঁকানোর নিরিখে কোহলিকে ছাপিয়ে গিয়েছেন উমেশ।(ছবি:টুইটার)

6 / 8
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩ বলে ১৭ রান করেন এবং ২টি ছক্কা ও একটি চার হাঁকান। তাঁর ঝোড়ো ব্যাটে একশোর গণ্ডি পার করতে সক্ষম হয় ভারত।(ছবি:টুইটার)

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩ বলে ১৭ রান করেন এবং ২টি ছক্কা ও একটি চার হাঁকান। তাঁর ঝোড়ো ব্যাটে একশোর গণ্ডি পার করতে সক্ষম হয় ভারত।(ছবি:টুইটার)

7 / 8
ছেলেকে সবসময় সফল দেখতে চাইতেন উমেশের বাবা। ইন্দোরে ব্যাটে-বলে পারফরম্যান্সে নিজস্ব কায়দায় প্রয়াত বাবাকে সম্মান জানালেন উমেশ। (ছবি:টুইটার)

ছেলেকে সবসময় সফল দেখতে চাইতেন উমেশের বাবা। ইন্দোরে ব্যাটে-বলে পারফরম্যান্সে নিজস্ব কায়দায় প্রয়াত বাবাকে সম্মান জানালেন উমেশ। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: