Umesh Yadav: বাবার মৃত্যু শোক চেপে মাঠে নেমেছেন, ব্যাটে-বলে অনবদ্য উমেশ
ইন্দোর টেস্ট শুরুর দিন কয়েক আগেই বাবাকে চিরতরে হারিয়েছেন ভারতীয় দলের পেস তারকা উমেশ যাদব। তিনি ইন্দোর টেস্টে মাঠে নামতে পারবেন তা ভাবেননি কেউ। মহম্মদ সামির পরিবর্তে ইন্দোরে উমেশের অন্তর্ভুক্তি অবাক করেছিল অনেককে।
Most Read Stories