AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ratan Tata: নিঃসন্তান রতন টাটা, তবে কে হবে তাঁর ৩৮০০ কোটির সাম্রাজ্যের উত্তরসূরী?

Tata Group: চেয়ারম্যান পদ থেকে বহুদিন আগেই সরে এসেছিলেন রতন টাটা। ছিলেন বোর্ড সদস্য। রতন টাটার মৃত্যুর পরই প্রশ্ন ঘুরছে যে ৩৮০০ কোটি টাকার টাটা গোষ্ঠীর এই বিরাট সাম্রাজ্য সামলাবেন কে?

| Updated on: Oct 10, 2024 | 11:05 AM
Share
মুখের কোণে সর্বদা লেগে থাকত একটা অম্লান হাসি। সেই হাসি আর দেখা যাবে না। প্রয়াত টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

মুখের কোণে সর্বদা লেগে থাকত একটা অম্লান হাসি। সেই হাসি আর দেখা যাবে না। প্রয়াত টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

1 / 6
চেয়ারম্যান পদ থেকে বহুদিন আগেই সরে এসেছিলেন রতন টাটা। ছিলেন বোর্ড সদস্য। রতন টাটার মৃত্যুর পরই প্রশ্ন ঘুরছে যে ৩৮০০ কোটি টাকার টাটা গোষ্ঠীর এই বিরাট সাম্রাজ্য সামলাবেন কে? ইতিমধ্যেই বেশ কয়েকটি নামও উঠে আসছে সামনে।

চেয়ারম্যান পদ থেকে বহুদিন আগেই সরে এসেছিলেন রতন টাটা। ছিলেন বোর্ড সদস্য। রতন টাটার মৃত্যুর পরই প্রশ্ন ঘুরছে যে ৩৮০০ কোটি টাকার টাটা গোষ্ঠীর এই বিরাট সাম্রাজ্য সামলাবেন কে? ইতিমধ্যেই বেশ কয়েকটি নামও উঠে আসছে সামনে।

2 / 6
নোয়েল টাটা- রতন টাটার বাবা নাভাল টাটার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান নোয়েল টাটা। বর্তমানে টাটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত তিনি। ট্রেন্ট ও টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্য়ান তিনি। এছাড়া টাটা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর এবং টাইটান ও টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন। রতন টাটার অবর্তমানে তাঁর জায়গা নিতে পারেন নোয়েল।

নোয়েল টাটা- রতন টাটার বাবা নাভাল টাটার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান নোয়েল টাটা। বর্তমানে টাটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত তিনি। ট্রেন্ট ও টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্য়ান তিনি। এছাড়া টাটা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর এবং টাইটান ও টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন। রতন টাটার অবর্তমানে তাঁর জায়গা নিতে পারেন নোয়েল।

3 / 6
নেভিল টাটা

নেভিল টাটা

4 / 6
লিয়া টাটা- নোয়েল টাটার কন্য়া লিয়া (৩৯)। স্পেনের বিখ্যাত বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করে টাটা গ্রুপে যোগ দেন লিয়া। মূলত হোটেল সেক্টরটিই দেখেন তিনি। লিয়ার নেতৃত্বে তাজ হোটেল নয়া উচ্চতায় পৌঁছেছে। হসপিটালিটি পরিষেবা ক্ষেত্রেও টাটা গ্রুপের অস্তিত্ব আরও মজবুত করেছেন লিয়া। রতন টাটার সাম্রাজ্যের অন্যতম উত্তরসূরী তিনি। 

লিয়া টাটা- নোয়েল টাটার কন্য়া লিয়া (৩৯)। স্পেনের বিখ্যাত বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করে টাটা গ্রুপে যোগ দেন লিয়া। মূলত হোটেল সেক্টরটিই দেখেন তিনি। লিয়ার নেতৃত্বে তাজ হোটেল নয়া উচ্চতায় পৌঁছেছে। হসপিটালিটি পরিষেবা ক্ষেত্রেও টাটা গ্রুপের অস্তিত্ব আরও মজবুত করেছেন লিয়া। রতন টাটার সাম্রাজ্যের অন্যতম উত্তরসূরী তিনি। 

5 / 6
মায়া টাটা 

মায়া টাটা 

6 / 6