AC Discount: অফ-সিজ়নের অবিশ্বাস্য অফার! Flipkart-এ 1.5 টনের Daikin AC-তে 20,000 টাকা ছাড়

AC Offer Price: এই চরম শীতে যেখানে আমরা হিটার বা গিজ়ার ব্যবহার করে থাকি, ঠিক সেখানেই বিভিন্ন ব্র্যান্ডের এয়ার কন্ডিশনারে আকর্ষণীয় অফার মিলতে থাকে। এখন, Daikin-এর একটি 1.5 টন AC-তে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় অফার।

| Edited By: | Updated on: Jan 10, 2023 | 6:19 PM
জাঁকিয়ে ঠান্ডা পড়েছে দেশের প্রতিটা প্রান্তে। উত্তর থেকে দক্ষিণ, ঠান্ডায় টেকা দায়! এই পরিস্থিতিতে একবার ভাবুন তো, গোটা গরমকালটায় অনর্গল চলতে থাকা সিলিং ফ্যানের অবস্থাটা। বড় সাধ করে কেনা এয়ার কন্ডিশনারটার কথা তো না হয় বাদই দিলাম। কিন্তু বাদ দিলে যে চলবে না! কারণ, এই চরম শীতেই যেখানে আমরা হিটার বা গিজ়ার ব্যবহার করে থাকি, ঠিক সেখানেই বিভিন্ন ব্র্যান্ডের এয়ার কন্ডিশনারে আকর্ষণীয় অফার মিলতে থাকে। এখন, Daikin-এর একটি 1.5 টন AC-তে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় অফার।

জাঁকিয়ে ঠান্ডা পড়েছে দেশের প্রতিটা প্রান্তে। উত্তর থেকে দক্ষিণ, ঠান্ডায় টেকা দায়! এই পরিস্থিতিতে একবার ভাবুন তো, গোটা গরমকালটায় অনর্গল চলতে থাকা সিলিং ফ্যানের অবস্থাটা। বড় সাধ করে কেনা এয়ার কন্ডিশনারটার কথা তো না হয় বাদই দিলাম। কিন্তু বাদ দিলে যে চলবে না! কারণ, এই চরম শীতেই যেখানে আমরা হিটার বা গিজ়ার ব্যবহার করে থাকি, ঠিক সেখানেই বিভিন্ন ব্র্যান্ডের এয়ার কন্ডিশনারে আকর্ষণীয় অফার মিলতে থাকে। এখন, Daikin-এর একটি 1.5 টন AC-তে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় অফার।

1 / 7
Daikin-এর কাছে রয়েছে একটি 1.5 টনের AC। সেই 3 স্টার স্প্লিট ইনভার্টার এসির দাম এমনিতে 58,400 টাকা। Flipkart থেকে সেই এয়ার কন্ডিশনারে মিলছে বিরাট ছাড়। ফ্ল্যাট ডিসকাউন্টে সেই এসি আপনি পেয়ে যাবেন মাত্র 38,999 টাকায়। অর্থাৎ আপনাকে 19,401 টাকার ছাড় দেওয়া হচ্ছে।

Daikin-এর কাছে রয়েছে একটি 1.5 টনের AC। সেই 3 স্টার স্প্লিট ইনভার্টার এসির দাম এমনিতে 58,400 টাকা। Flipkart থেকে সেই এয়ার কন্ডিশনারে মিলছে বিরাট ছাড়। ফ্ল্যাট ডিসকাউন্টে সেই এসি আপনি পেয়ে যাবেন মাত্র 38,999 টাকায়। অর্থাৎ আপনাকে 19,401 টাকার ছাড় দেওয়া হচ্ছে।

2 / 7
অফারের এখানেই শেষ নয়। একসঙ্গে এত পরিমাণ টাকা দেওয়ার যদি সামর্থ্য না থাকে, তাহলে EMI অফারেও এই AC আপনি ক্রয় করতে পারেন। তার জন্য আপনার দরকার ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড। আর এই ক্রেডিট কার্ড ব্যবহার করে যদি আপনি Daikin ACটি ক্রয় করেন, তাহলে 3,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

অফারের এখানেই শেষ নয়। একসঙ্গে এত পরিমাণ টাকা দেওয়ার যদি সামর্থ্য না থাকে, তাহলে EMI অফারেও এই AC আপনি ক্রয় করতে পারেন। তার জন্য আপনার দরকার ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড। আর এই ক্রেডিট কার্ড ব্যবহার করে যদি আপনি Daikin ACটি ক্রয় করেন, তাহলে 3,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

3 / 7
এছাড়াও রয়েছে আর একটি আকর্ষণীয় অফার। Flipkart Axis Bank কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে 5 শতাংশ ক্যাশব্যাক অফার। তার পরেও আবার রয়েছে নো-কস্ট ইএমআই অপশনও। এই 1.5 টনের AC আসলে 2022 সালের। খুব সম্ভবত নতুন বছরে পুরনো স্টক ক্লিয়ারের জন্যই এই অফারটি পাওয়া যাচ্ছে।

এছাড়াও রয়েছে আর একটি আকর্ষণীয় অফার। Flipkart Axis Bank কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে 5 শতাংশ ক্যাশব্যাক অফার। তার পরেও আবার রয়েছে নো-কস্ট ইএমআই অপশনও। এই 1.5 টনের AC আসলে 2022 সালের। খুব সম্ভবত নতুন বছরে পুরনো স্টক ক্লিয়ারের জন্যই এই অফারটি পাওয়া যাচ্ছে।

4 / 7
এই Daikin 1.5 টন এসিতে 3 স্টার রেটিং দেওয়া হয়েছে। এটি নন-ইনভার্টার 1 স্টার এসির তুলনায় 15 শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। অটো-স্টার্টের মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে এতে। এই স্প্লিট এয়ার কন্ডিশনারে PM 2.5 ফিল্টার রয়েছে, যা আপনাকে বারংবার এসি ফিল্টার পরিষ্কার করার থেকে সামান্য হলেও রেহাই দেবে।

এই Daikin 1.5 টন এসিতে 3 স্টার রেটিং দেওয়া হয়েছে। এটি নন-ইনভার্টার 1 স্টার এসির তুলনায় 15 শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। অটো-স্টার্টের মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে এতে। এই স্প্লিট এয়ার কন্ডিশনারে PM 2.5 ফিল্টার রয়েছে, যা আপনাকে বারংবার এসি ফিল্টার পরিষ্কার করার থেকে সামান্য হলেও রেহাই দেবে।

5 / 7
এই অফ-সিজনে কাস্টমাররা Daikin 1.5 টন 5 স্টার স্প্লিট ইনভার্টার AC-তেও পেয়ে যাবেন ব্যাপক ছাড়। 31 শতাংশ ছাড়ের পরে Flipkart থেকে এই এয়ার কন্ডিশনারটি আপনি 67,200 টাকার পরিবর্তে 45,999 টাকায় পেয়ে যাবেন।

এই অফ-সিজনে কাস্টমাররা Daikin 1.5 টন 5 স্টার স্প্লিট ইনভার্টার AC-তেও পেয়ে যাবেন ব্যাপক ছাড়। 31 শতাংশ ছাড়ের পরে Flipkart থেকে এই এয়ার কন্ডিশনারটি আপনি 67,200 টাকার পরিবর্তে 45,999 টাকায় পেয়ে যাবেন।

6 / 7
Daikin-এর এই 5 স্টার রেটিং প্রাপ্ত AC-তেও ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেন করতে পারে। তাতে ছাড় পেয়ে যাবেন। আবার IDFC ফার্স্ট ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনে 3,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই মডেলটিও 2022 সালের।

Daikin-এর এই 5 স্টার রেটিং প্রাপ্ত AC-তেও ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেন করতে পারে। তাতে ছাড় পেয়ে যাবেন। আবার IDFC ফার্স্ট ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনে 3,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই মডেলটিও 2022 সালের।

7 / 7
Follow Us: