Kolkata Derby, Durand Cup 2022: ডার্বির রং ফের সবুজ-মেরুন

প্রায় তিন বছর পর যুবভারতীতে ফিরল ডার্বি (Kolkata Derby)। ডুরান্ড কাপে রবিরাতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। গত তিন বছর ধরে প্রিয় দলকে জিততে দেখেনি লাল হলুদ সমর্থকরা। ২০২০ জানুয়ারিতে যুবভারতীর ডার্বি জিতেছিল সবুজ-মেরুন। ২০২২ সালের অগস্টের ডার্বিও জিতল মোহনবাগান। শেষ ৬ বারের ডার্বির সাক্ষাতে একবারও শিকে ছেড়েনি লাল-হলুদের।

| Edited By: | Updated on: Aug 29, 2022 | 6:45 AM
প্রায় তিন বছর পর যুবভারতীতে ফিরল ডার্বি (Kolkata Derby)। ডুরান্ড কাপে রবিরাতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। গত তিন বছর ধরে প্রিয় দলকে জিততে দেখেনি লাল হলুদ সমর্থকরা। ২০২০ জানুয়ারিতে যুবভারতীর ডার্বি জিতেছিল সবুজ-মেরুন। ২০২২ সালের অগস্টের ডার্বিও জিতল মোহনবাগান। শেষ ৬ বারের ডার্বির সাক্ষাতে একবারও শিকে ছেড়েনি লাল-হলুদের। (ছবি-ডুরান্ড কাপ)

প্রায় তিন বছর পর যুবভারতীতে ফিরল ডার্বি (Kolkata Derby)। ডুরান্ড কাপে রবিরাতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। গত তিন বছর ধরে প্রিয় দলকে জিততে দেখেনি লাল হলুদ সমর্থকরা। ২০২০ জানুয়ারিতে যুবভারতীর ডার্বি জিতেছিল সবুজ-মেরুন। ২০২২ সালের অগস্টের ডার্বিও জিতল মোহনবাগান। শেষ ৬ বারের ডার্বির সাক্ষাতে একবারও শিকে ছেড়েনি লাল-হলুদের। (ছবি-ডুরান্ড কাপ)

1 / 5
মরসুমের প্রথম ডার্বি ম্যাচের শুরু থেকে কোনও তাড়াহুড়ো করেনি সবুজ-মেরুন। প্রতিপক্ষকে বুঝে নেওয়ার পর গিয়ার ধরে মোহনবাগান। (ছবি-ডুরান্ড কাপ)

মরসুমের প্রথম ডার্বি ম্যাচের শুরু থেকে কোনও তাড়াহুড়ো করেনি সবুজ-মেরুন। প্রতিপক্ষকে বুঝে নেওয়ার পর গিয়ার ধরে মোহনবাগান। (ছবি-ডুরান্ড কাপ)

2 / 5
প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২ মিনিট) সুমিত পাসির আত্মঘাতী গোলে ১-০ এগিয়ে যায় এটিকে মোহনবাগান। (ছবি-ডুরান্ড কাপ)

প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২ মিনিট) সুমিত পাসির আত্মঘাতী গোলে ১-০ এগিয়ে যায় এটিকে মোহনবাগান। (ছবি-ডুরান্ড কাপ)

3 / 5
দ্বিতীয়ার্ধে একঝাঁক পরিবর্তন করেন লাল-হলুদ কোচ স্টিফেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সুমিতের আত্মঘাতী গোলই শেষ হাসি ফোটায় সবুজ-মেরুন শিবিরে। (ছবি-ডুরান্ড কাপ)

দ্বিতীয়ার্ধে একঝাঁক পরিবর্তন করেন লাল-হলুদ কোচ স্টিফেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সুমিতের আত্মঘাতী গোলই শেষ হাসি ফোটায় সবুজ-মেরুন শিবিরে। (ছবি-ডুরান্ড কাপ)

4 / 5
এ বারের ডুরান্ড কাপে ইস্ট-মোহন ডার্বির আগে দুই দলই কোনও ম্যাচে জেতেনি। রবিরাতের মেগা ম্যাচের পর মোহনবাগানের ঝুলিতে গিয়েছে ৪ পয়েন্ট। (ছবি-ডুরান্ড কাপ)

এ বারের ডুরান্ড কাপে ইস্ট-মোহন ডার্বির আগে দুই দলই কোনও ম্যাচে জেতেনি। রবিরাতের মেগা ম্যাচের পর মোহনবাগানের ঝুলিতে গিয়েছে ৪ পয়েন্ট। (ছবি-ডুরান্ড কাপ)

5 / 5
Follow Us: