Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karni Sena-Akshay Kumar: অক্ষয়ের ‘পৃথ্বীরাজ’ ছবি নিয়ে সমস্যা করনি সেনার, এর আগেও এই বাহিনির রোষে মুখে একাধিক বলিউডি ছবি

Karni Sena-Akshay Kumar: করনি সেনার নানা ছবি নিয়ে থাকে বক্তব্য। তাদের কথা না শুনলেই সিনেমা প্রদর্শন নিয়ে চলে অশান্তি। সঞ্জয় লীলা ভনশালি পরিচালিত ‘পদ্মাবত’ ছবির শুটিংয়ের সময় থেকে এই বাহিনি ঝামেলা শুরু করেছিল।

| Edited By: | Updated on: May 22, 2022 | 7:04 PM
করনি সেনার সব সময়ই কিছু না কিছু দাবি থাকে। কিছু না পেয়ে এবার অক্ষয় কুমার অভিনীত ছবি ‘পৃথ্বীরাজ’-র নাম নিয়ে হয়েছে সমস্যা। তাঁদের দাবি ছবির নাম ‘সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ করতে হবে। এই নিয়ে তাঁরা অক্ষয় আর যশরাজ ফিল্মসের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছে বলেও জানিয়েছে।

করনি সেনার সব সময়ই কিছু না কিছু দাবি থাকে। কিছু না পেয়ে এবার অক্ষয় কুমার অভিনীত ছবি ‘পৃথ্বীরাজ’-র নাম নিয়ে হয়েছে সমস্যা। তাঁদের দাবি ছবির নাম ‘সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ করতে হবে। এই নিয়ে তাঁরা অক্ষয় আর যশরাজ ফিল্মসের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছে বলেও জানিয়েছে।

1 / 6
মুক্তির আগেই কঙ্গনা রানাওয়াতের ছবি ‘মণিকর্নিকা’ নিয়ে অশান্তি শুরু করে করনি সেনা। কারণ তাঁদের মনে হয়েছিল ছবিতে রাণি নাচের দৃশ্য রয়েছে। আর লক্ষ্মীবাঈ-এর ব্রিটিশ কোনও অফিসারের সঙ্গে সম্পর্ক রয়েছে দেখানো হয়েছে।

মুক্তির আগেই কঙ্গনা রানাওয়াতের ছবি ‘মণিকর্নিকা’ নিয়ে অশান্তি শুরু করে করনি সেনা। কারণ তাঁদের মনে হয়েছিল ছবিতে রাণি নাচের দৃশ্য রয়েছে। আর লক্ষ্মীবাঈ-এর ব্রিটিশ কোনও অফিসারের সঙ্গে সম্পর্ক রয়েছে দেখানো হয়েছে।

2 / 6
দীপিকা পাডুকোণ, শাহিদ কাপুর, রণবীর সিং অভিনীত ছবি ‘পদ্মাবত’ নিয়েও সমস্যা তৈরি করে করনি সেনা। প্রথমে ছবির নাম ছিল ‘পদ্মাবতী’। কিন্তু তাঁদের অশান্তির জন্য বাধ্য হয়ে নাম বদলাতে হয়। এমনকি দীপিকাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

দীপিকা পাডুকোণ, শাহিদ কাপুর, রণবীর সিং অভিনীত ছবি ‘পদ্মাবত’ নিয়েও সমস্যা তৈরি করে করনি সেনা। প্রথমে ছবির নাম ছিল ‘পদ্মাবতী’। কিন্তু তাঁদের অশান্তির জন্য বাধ্য হয়ে নাম বদলাতে হয়। এমনকি দীপিকাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

3 / 6
অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী অভিনীত ‘লক্ষ্মী’ ছবির নাম প্রথমে রাখা হয় ‘লক্ষ্মী বোম্ব’। করনি সেনা প্রযোজক সংস্থাকে আইনী নোটিশ পাঠায় এই বলে, এই নাম দিয়ে মা লক্ষ্মীকে অবমাননা করা হচ্ছে। এর ফলে দর্শকদের কাছে ভুল বার্তা যাচ্ছে।

অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী অভিনীত ‘লক্ষ্মী’ ছবির নাম প্রথমে রাখা হয় ‘লক্ষ্মী বোম্ব’। করনি সেনা প্রযোজক সংস্থাকে আইনী নোটিশ পাঠায় এই বলে, এই নাম দিয়ে মা লক্ষ্মীকে অবমাননা করা হচ্ছে। এর ফলে দর্শকদের কাছে ভুল বার্তা যাচ্ছে।

4 / 6
আশুতোষ গোয়ারিকর পরিচালিত হৃত্বিক রোশন, ঐশ্বর্য়া রাই বচ্চন অভিনীত ছবি ‘যোধা আকবর’ রাজস্থানে প্রদর্শিত হতে দেয়নি করনি সেনা। তাঁদের দাবি ছিল যোধা আকবরে স্ত্রী ছিল না। আর ছবিতে যে পোশাক ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে ইতিহাসের মিল নেই।

আশুতোষ গোয়ারিকর পরিচালিত হৃত্বিক রোশন, ঐশ্বর্য়া রাই বচ্চন অভিনীত ছবি ‘যোধা আকবর’ রাজস্থানে প্রদর্শিত হতে দেয়নি করনি সেনা। তাঁদের দাবি ছিল যোধা আকবরে স্ত্রী ছিল না। আর ছবিতে যে পোশাক ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে ইতিহাসের মিল নেই।

5 / 6
সলমন খান অভিনীত ছবি ‘ভীর’-ও করনি সেনার রোষের মুখোমুখি হয়েছিল। সংগঠনটি উদয়পুরে ছবির পোস্টার পুড়িয়ে দেয়। কারণ তাঁরা বিশ্বাস করে যে ছবিটি তাঁদের সম্প্রদায়কে অপদস্থ করেছে। জানা যায় কয়েকটি সিনেমা হলও ভাংচুর করা হয়েছিল।

সলমন খান অভিনীত ছবি ‘ভীর’-ও করনি সেনার রোষের মুখোমুখি হয়েছিল। সংগঠনটি উদয়পুরে ছবির পোস্টার পুড়িয়ে দেয়। কারণ তাঁরা বিশ্বাস করে যে ছবিটি তাঁদের সম্প্রদায়কে অপদস্থ করেছে। জানা যায় কয়েকটি সিনেমা হলও ভাংচুর করা হয়েছিল।

6 / 6
Follow Us:
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!
করোনার পর বিনিয়োগ শুরু, বাজার পড়ায় আতঙ্কে দেশের তরুণ প্রজন্ম?
করোনার পর বিনিয়োগ শুরু, বাজার পড়ায় আতঙ্কে দেশের তরুণ প্রজন্ম?
আপনার আছে নাকি এই শেয়ার? দুর্দান্ত ডিভিডেন্ড দিচ্ছে
আপনার আছে নাকি এই শেয়ার? দুর্দান্ত ডিভিডেন্ড দিচ্ছে
ক্রেডিট স্কোর ৭৫০-এর নীচে থাকলে নাকি মেলে না এই লোন? জানুন সত্যিটা
ক্রেডিট স্কোর ৭৫০-এর নীচে থাকলে নাকি মেলে না এই লোন? জানুন সত্যিটা