১০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে শ্রীহরি নটরাজ। হিট-৪ এ ৫৪.৬৮ সেকেন্ড সময় নিয়ে তিন নম্বরে শেষ করে সেমিফাইনালে ওঠেন শ্রীহরি। এরপর ৫৪.৫৫ সেকেন্ডে চতুর্থ স্থানে শেষ করে(সব মিলিয়ে সপ্তম স্থান) ফাইনালে পা রাখেন। রবিবার শুরু হবে পদক জয়ের লড়াই
লন বলে পুরুষদের ট্রিপল ইভেন্টে ২৩-৬ ব্যবধানে হেরে গেল ভারত।
পুল-এ-তে ভারতের মহিলা হকি দল ঘানাকে ৫-০ ব্যবধানে হারাল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে কমনওয়লথে টি-২০ টুর্নামেন্ট শুরু করল ভারত। নির্ধারিত ওভারে ১৫৪ রান তোলে ভারত। জবাবে এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ম্যাচ হেরে হতাশার শুরু ভারতের।
পুরুষদের ৪০০০ মিটার দলগত পারসুইটের যোগ্যতাঅর্জন পর্বে একটা সময় চার নম্বরে ছিল ভারত। যার ফলে মনে করা হচ্ছিল ব্রোঞ্জ পদক ম্যাচে নামতে পারে ভারত। তবে শেষ অবধি ৬ নম্বরে থেকে ৪:১২:৮৬৫ সময়ে শেষ করে ভারত।
পুরুষদের ৪০০ মিটার ফ্রি স্টাইল হিট -৩ তে আট নম্বরে শেষ করলেন ভারতের কুশাগ্র রাওয়াত। হিট-৩ তে কুশাগ্র শেষ করতে সময় নেন ৩:৫৭:৪৫ মিনিট। হিট-৩ থেকে মোট ৬ জন সাঁতারু ফাইনালে ওঠার সুযোগ পেয়েছেন।
ভারতীয় সাঁতারু সজন প্রকাশ পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই হিট-৬ এর ৮ নম্বরে শেষ করলেন। ২৫.০১ সেকেন্ড সময় নিয়ে ফেলায় সেমিফাইনালে উঠতে পারলেন না সজন প্রকাশ।
পুরুষদের বক্সিংয়ে ৬৩.৫ কেজি বিভাগে রাউন্ড অফ ৩২-তে পাকিস্তানি প্রতিযোগী সুলেমান বালোচকে উড়িয়ে দিলেন শিবা থাপা।
দেশের ব্যাডমিন্টন দল ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল পাকিস্তানকে।
স্কোয়াশের দ্বিতীয় রাউন্ডে ১৪ বছরের অনাহত সিং। প্রতিপক্ষ জাডা রোসকে ১১-৫, ১১-২, ১১-০ ব্যবধানে হারিয়ে দেয় অনাহত। প্রথমবার কমনওয়েলথ গেমসে নেমে পদকের আশা জোগাচ্ছে অনাহত।