Deepika-Ranveer: দীপিকা-রণবীরে সম্পর্কে ভাঙন, এই গুঞ্জনের মাঝে দুই জনের বিমানবন্দর লুক অবাক করেছে

Deepika-Ranveer: রণবীর সিংকে সম্প্রতি বিমানবন্দরে দেখা গিয়েছে আপাদমস্তক একটি গোলাপী পোশাকে। অন্যদিকে দীপিকা পাডুকোনকে বিমানবন্দরে পাওয়া গিয়েছে কালো-সাদা টপ আর ডেনিস জিনসে।

| Edited By: | Updated on: Oct 01, 2022 | 8:20 AM
আপাদমস্তক গোলাপিতে মোড়া রণবীর সিং। পোশাক থেকে জুতো, সানগ্লাস সবই গোলাপি রঙের পড়ে তিনি হাজির মুম্বই বিমানবন্দরে। যদিও তিনি কোথায় যাচ্ছেন তা এখনও জানা যায়নি, তবে মনে করা হচ্ছে অভিনেতা তাঁর স্ত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে সময় কাটাতে উড়ে যাচ্ছেন।

আপাদমস্তক গোলাপিতে মোড়া রণবীর সিং। পোশাক থেকে জুতো, সানগ্লাস সবই গোলাপি রঙের পড়ে তিনি হাজির মুম্বই বিমানবন্দরে। যদিও তিনি কোথায় যাচ্ছেন তা এখনও জানা যায়নি, তবে মনে করা হচ্ছে অভিনেতা তাঁর স্ত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে সময় কাটাতে উড়ে যাচ্ছেন।

1 / 6
একই দিনে স্বামী-স্ত্রী দুইজনকেই পাওয়া গিয়েছে মুম্বই বিমানবন্দরে। দীপিকাকে সাদা-কালো টপ আর ডেনিম জিন্স সঙ্গে কালো মাস্ক পরে গাড়ি থেকে নামতেই তিনি ধরা পড়েন পাপারাৎজ্জিদের ক্যামেরায়। হাই-হিল কালো জুতো ছিল তাঁর পরনে। তাঁকে তাঁর এই বিমানবন্দর সাজে ভীষণ স্মার্ট দেখাচ্ছিল।

একই দিনে স্বামী-স্ত্রী দুইজনকেই পাওয়া গিয়েছে মুম্বই বিমানবন্দরে। দীপিকাকে সাদা-কালো টপ আর ডেনিম জিন্স সঙ্গে কালো মাস্ক পরে গাড়ি থেকে নামতেই তিনি ধরা পড়েন পাপারাৎজ্জিদের ক্যামেরায়। হাই-হিল কালো জুতো ছিল তাঁর পরনে। তাঁকে তাঁর এই বিমানবন্দর সাজে ভীষণ স্মার্ট দেখাচ্ছিল।

2 / 6
রণবীরের ভক্তরা তাঁর বিমানবন্দরের এই লুক বেশ পছন্দ করেছেন। কারণ অন্য কেউ এই ধরনের অদ্ভুত পোশাক পরা তো দূরের কথা ভাবতেও পারেন না। তিনিই পারেন এমন গোলাপী পোশাক পরে লিঙ্গ স্টিরিওটাইপগুলো ভাঙতে। গোলাপি মানেই শুধু মেয়েদের রং, পুরুষরা পরতে পারবেন না, এই ধারণা পাল্টাতে পারেন শুধু রণবীরই, মনে করেন তাঁর ভক্তরা।

রণবীরের ভক্তরা তাঁর বিমানবন্দরের এই লুক বেশ পছন্দ করেছেন। কারণ অন্য কেউ এই ধরনের অদ্ভুত পোশাক পরা তো দূরের কথা ভাবতেও পারেন না। তিনিই পারেন এমন গোলাপী পোশাক পরে লিঙ্গ স্টিরিওটাইপগুলো ভাঙতে। গোলাপি মানেই শুধু মেয়েদের রং, পুরুষরা পরতে পারবেন না, এই ধারণা পাল্টাতে পারেন শুধু রণবীরই, মনে করেন তাঁর ভক্তরা।

3 / 6
কয়েকদিন আগে খবর ছিল যে দীপিকা অস্বস্তি বোধ করার পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অভিনেত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পরে রণবীর-দীপিকার সম্পর্কে ভাঙনের গুঞ্জন শুরু হয়। তবে এই প্রথম নয়, জুন মাসেও দীপিকা প্রজেক্ট কে ছবির শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু এবার হঠাৎ অসুস্থতার পর কেন এমন গুজব রটল বুঝতে পারছেন তাঁর ভক্তরা।

কয়েকদিন আগে খবর ছিল যে দীপিকা অস্বস্তি বোধ করার পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অভিনেত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পরে রণবীর-দীপিকার সম্পর্কে ভাঙনের গুঞ্জন শুরু হয়। তবে এই প্রথম নয়, জুন মাসেও দীপিকা প্রজেক্ট কে ছবির শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু এবার হঠাৎ অসুস্থতার পর কেন এমন গুজব রটল বুঝতে পারছেন তাঁর ভক্তরা।

4 / 6
তবে রণবীরের সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তাঁদের সম্পর্ক নিয়ে অভিনেতা জানান, ২০১২ সাল থেকে তাঁরা একসঙ্গে। এই বছর তাঁদের ১০ বছর পূর্তি। তিনি এও ইঙ্গিত করেছিলেন তাঁদের একসঙ্গে আবার পর্দায় দেখা যাবে। তারপর হঠাৎ কেন এমন বিচ্ছেদের গুঞ্জন!

তবে রণবীরের সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তাঁদের সম্পর্ক নিয়ে অভিনেতা জানান, ২০১২ সাল থেকে তাঁরা একসঙ্গে। এই বছর তাঁদের ১০ বছর পূর্তি। তিনি এও ইঙ্গিত করেছিলেন তাঁদের একসঙ্গে আবার পর্দায় দেখা যাবে। তারপর হঠাৎ কেন এমন বিচ্ছেদের গুঞ্জন!

5 / 6
দীপিকা তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে বেঙ্গালুরু যাচ্ছেন বলেই খবর। এর জন্য যখন বিমানবন্দরে দীপিকাকে দেখা গিয়েছিল তখন তাঁর আঙুলে বিয়ের আংটি ছিল না। সাধারণত তাঁকে কখনও বিয়ের আংটি খুলতে দেখা যায় না। এই দেখে তাই গুজব নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনুরাগীরা।

দীপিকা তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে বেঙ্গালুরু যাচ্ছেন বলেই খবর। এর জন্য যখন বিমানবন্দরে দীপিকাকে দেখা গিয়েছিল তখন তাঁর আঙুলে বিয়ের আংটি ছিল না। সাধারণত তাঁকে কখনও বিয়ের আংটি খুলতে দেখা যায় না। এই দেখে তাই গুজব নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনুরাগীরা।

6 / 6
Follow Us: