Premier League: রোনাল্ডোর হ্যাটট্রিক, বিশ্বরেকর্ডে জমজমাট জয় ম্যান ইউয়ের

ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ৩-২ গোলে হ্যারি কেনদের হারালেন রেড ডেভিলসরা। ম্যাঞ্চেস্টার ডার্বিতে মাঠে নামেননি রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেই ম্যাচে হারতে হয়েছিল ম্যান ইউকে। তবে টটেনহ্যামের বিরুদ্ধে ফিরলেন রোনাল্ডো। শুধু ফিরলেনই না, হ্যাটট্রিক করার পাশাপাশি বিশ্বরেকর্ড গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন।

| Edited By: | Updated on: Mar 13, 2022 | 9:53 AM
ম্যাচ শুরু হওয়ার ১২ মিনিটের মাথায় ফ্রেডের পাস থেকে বল জালে জড়িয়ে ম্যান ইউকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

ম্যাচ শুরু হওয়ার ১২ মিনিটের মাথায় ফ্রেডের পাস থেকে বল জালে জড়িয়ে ম্যান ইউকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

1 / 6
৩৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে টটেনহ্যামকে সমতায় ফেরান হ্যারি কেন।

৩৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে টটেনহ্যামকে সমতায় ফেরান হ্যারি কেন।

2 / 6
ঠিক ৩ মিনিটের ব্যবধানে স্যাঞ্চোর পাস থেকে রেড ডেভিলসদের এগিয়ে দেন সিআর সেভেন।

ঠিক ৩ মিনিটের ব্যবধানে স্যাঞ্চোর পাস থেকে রেড ডেভিলসদের এগিয়ে দেন সিআর সেভেন।

3 / 6
৭২ মিনিটের মাথায় হ্যারি ম্যাগুয়েরের আত্মঘাতী গোলে সমতায় ফেরে টটেনহ্যাম।

৭২ মিনিটের মাথায় হ্যারি ম্যাগুয়েরের আত্মঘাতী গোলে সমতায় ফেরে টটেনহ্যাম।

4 / 6
৮১ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন রোনাল্ডো।

৮১ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন রোনাল্ডো।

5 / 6
টটেনহ্যামের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পাশাপাশি রোনাল্ডো গড়েছেন বিশ্বরেকর্ডও। ফিফার রেকর্ড অনুযায়ী, ক্লাব ও দেশের জার্সিতে পেশাদার কেরিয়ারে সব থেকে বেশি গোল করার বিশ্বরেকর্ড এখন রোনাল্ডোর নামের পাশে। টটেনহ্যাম ম্যাচের পর রোনাল্ডোর ঝুলিতে রয়েছে ৮০৭টি গোল।

টটেনহ্যামের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পাশাপাশি রোনাল্ডো গড়েছেন বিশ্বরেকর্ডও। ফিফার রেকর্ড অনুযায়ী, ক্লাব ও দেশের জার্সিতে পেশাদার কেরিয়ারে সব থেকে বেশি গোল করার বিশ্বরেকর্ড এখন রোনাল্ডোর নামের পাশে। টটেনহ্যাম ম্যাচের পর রোনাল্ডোর ঝুলিতে রয়েছে ৮০৭টি গোল।

6 / 6
Follow Us: