Crackers: বাজি ফাটানোর আগে অবশ্যই মাথার রাখুন এই বিষয়গুলি না হলে বড় বিপদ!

Crackers: তবে সাবধান, বাজি ফাটানো যতটা আনন্দের, ততটাই বিপদের কারণহতে পারে কিন্তু। তাই নিজেকে সুস্থ রাখতে হলে, বেশ কিছু সতর্কতা কিন্তু মানতেই হবে। কী কী মাথায় রাখবেন? রইল টিপস।

| Updated on: Nov 01, 2024 | 9:57 PM
দীপাবলি, কালীপুজো মানেই হল আলোর উৎসব। নানা ধরনের আলো লাগানোর পাশাপাশি বাজি ফাটানো তো রয়েছেই। আতশবাজি থেকে শব্দবাজি, সরকারের বারবার নিষেধাজ্ঞা সত্বেও চারিপাশে ফাটানো হচ্ছে সবই। আবার রয়েছে ফানুস ওড়ানোই। তবে সাবধান, বাজি ফাটানো যতটা আনন্দের, ততটাই বিপদের কারণহতে পারে কিন্তু। তাই নিজেকে সুস্থ রাখতে হলে, বেশ কিছু সতর্কতা কিন্তু মানতেই হবে। কী কী মাথায় রাখবেন? রইল টিপস।

দীপাবলি, কালীপুজো মানেই হল আলোর উৎসব। নানা ধরনের আলো লাগানোর পাশাপাশি বাজি ফাটানো তো রয়েছেই। আতশবাজি থেকে শব্দবাজি, সরকারের বারবার নিষেধাজ্ঞা সত্বেও চারিপাশে ফাটানো হচ্ছে সবই। আবার রয়েছে ফানুস ওড়ানোই। তবে সাবধান, বাজি ফাটানো যতটা আনন্দের, ততটাই বিপদের কারণহতে পারে কিন্তু। তাই নিজেকে সুস্থ রাখতে হলে, বেশ কিছু সতর্কতা কিন্তু মানতেই হবে। কী কী মাথায় রাখবেন? রইল টিপস।

1 / 8
বাজি পোড়ানোর সময়, অবশ্যই গা ঢাকা পোশাক পরতে হবে কিন্তু। তবে মনে রাখবেন সেই পোশাক সুতির হওয়াই ভাল। সিল্ক, সিন্থেটিক, রেয়নজাতীয় কাপড় না পরাই ভাল। এতে তাড়াতাড়ি আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে।

বাজি পোড়ানোর সময়, অবশ্যই গা ঢাকা পোশাক পরতে হবে কিন্তু। তবে মনে রাখবেন সেই পোশাক সুতির হওয়াই ভাল। সিল্ক, সিন্থেটিক, রেয়নজাতীয় কাপড় না পরাই ভাল। এতে তাড়াতাড়ি আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে।

2 / 8
বাজির মধ্যে যে সমস্ত রাসায়নিক থাকে, তা ফুসফুসের জন্যে ক্ষতিকর। বাজির গন্ধ নাকে গেলে শ্বাসকষ্ট হতেই পারে। তাই বাজি ফাটানোর আগে মুখে মাস্ক পরে নিন। যাঁদের মারাত্মক শ্বাসকষ্টের সমস্যা হয়, তাঁরা হাতের প্রয়োজনীয় ওষুধ বা ইনহেলার রাখবেন।

বাজির মধ্যে যে সমস্ত রাসায়নিক থাকে, তা ফুসফুসের জন্যে ক্ষতিকর। বাজির গন্ধ নাকে গেলে শ্বাসকষ্ট হতেই পারে। তাই বাজি ফাটানোর আগে মুখে মাস্ক পরে নিন। যাঁদের মারাত্মক শ্বাসকষ্টের সমস্যা হয়, তাঁরা হাতের প্রয়োজনীয় ওষুধ বা ইনহেলার রাখবেন।

3 / 8
সন্ধে হওয়ার আগে ছাদে শুকোতে দেওয়া জামাকাপড় সরিয়ে ফেলতে হবে। আশপাশ থেকে উড়ে আসা জলন্ত ফানুস, উড়ন্ত তুবড়ি, রকেট বা প্যারাস্যুট থেকে ঝরে পড়া ফুলকি জামাকাপড়ের উপর পড়লে বিপদ ঘটতেই পারে। এই সময়ে ঘরের জানলা বন্ধ করে রাখতে হবে।

সন্ধে হওয়ার আগে ছাদে শুকোতে দেওয়া জামাকাপড় সরিয়ে ফেলতে হবে। আশপাশ থেকে উড়ে আসা জলন্ত ফানুস, উড়ন্ত তুবড়ি, রকেট বা প্যারাস্যুট থেকে ঝরে পড়া ফুলকি জামাকাপড়ের উপর পড়লে বিপদ ঘটতেই পারে। এই সময়ে ঘরের জানলা বন্ধ করে রাখতে হবে।

4 / 8
যেখানে বাজি ফাটাবেন, তার আশপাশে যেন কোনও ভাবে বৈদ্যুতিক কিছু না থাকে। আগুনের ফুলকি টুনি দেওয়া তারের উপর গিয়ে পড়লে তা থেকেও বিপদ ঘটতে পারে।

যেখানে বাজি ফাটাবেন, তার আশপাশে যেন কোনও ভাবে বৈদ্যুতিক কিছু না থাকে। আগুনের ফুলকি টুনি দেওয়া তারের উপর গিয়ে পড়লে তা থেকেও বিপদ ঘটতে পারে।

5 / 8
বাজি পোড়ানোর আগে পায়ে জুতো পরে নিতে ভুললে চলবে না। পারলে শিশুদের বুটজাতীয় জুতো পরান। রবার বা চামড়ার জুতো পরলেও প্লাস্টিক কিংবা কাপড়ের জুতো পরবেন না কিন্তু।

বাজি পোড়ানোর আগে পায়ে জুতো পরে নিতে ভুললে চলবে না। পারলে শিশুদের বুটজাতীয় জুতো পরান। রবার বা চামড়ার জুতো পরলেও প্লাস্টিক কিংবা কাপড়ের জুতো পরবেন না কিন্তু।

6 / 8
শিশুদের কখনওই চোখের আড়াল করবেন না। এমন কোনও বাজি তাদের হাতে দেওয়া যাবে না, যা আগুনে ধরানো মাত্রই শেষ হয়ে যায়। তুবড়ি, রকেট, রংমশাল জাতীয় বাজি থেকে বিপদের সম্ভাবনা বেশি। তাই এগুলি বাচ্চাদের হাতে না দেওয়াই ভাল। ফুলঝুরিও পাটকাঠির মধ্যে গুঁজে খুদের হাতে দিন।

শিশুদের কখনওই চোখের আড়াল করবেন না। এমন কোনও বাজি তাদের হাতে দেওয়া যাবে না, যা আগুনে ধরানো মাত্রই শেষ হয়ে যায়। তুবড়ি, রকেট, রংমশাল জাতীয় বাজি থেকে বিপদের সম্ভাবনা বেশি। তাই এগুলি বাচ্চাদের হাতে না দেওয়াই ভাল। ফুলঝুরিও পাটকাঠির মধ্যে গুঁজে খুদের হাতে দিন।

7 / 8
অনেকেই বাড়ির ছাদের পাঁচিলে উপর রকেট বা তুবড়ি বসিয়ে ফাটান। লোকালয়ের মধ্যে এমন কাজ না করাই ভাল। উপর থেকে আগুনের ফুলকি নীচে কোনও ব্যক্তি বা পশুর গায়ে এসে পড়তেই পারে।

অনেকেই বাড়ির ছাদের পাঁচিলে উপর রকেট বা তুবড়ি বসিয়ে ফাটান। লোকালয়ের মধ্যে এমন কাজ না করাই ভাল। উপর থেকে আগুনের ফুলকি নীচে কোনও ব্যক্তি বা পশুর গায়ে এসে পড়তেই পারে।

8 / 8
Follow Us: