David Beckham: বেকহ্যামের জীবন নিয়ে তথ্যচিত্র, তুলে ধরা হবে অজানা দিক

শেষ কবে ফুটবলে পা ঠেকিয়েছেন বলা মুশকিল। তবে শিরোনামে থাকতে কষ্ট করতে হয় না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামকে। মার্কিন ক্লাব ইন্টার মিয়ামির মালিক তিনি। কখনও ছেলে, কখনও বিখ্যাত বউ বা নিজের চোখ ধাঁধানো ফ্যাশনের দৌলতে বেকহ্যাম সবসময় প্রাসঙ্গিক।

| Edited By: | Updated on: Jul 15, 2022 | 11:36 AM
শেষ কবে ফুটবলে পা ঠেকিয়েছেন বলা মুশকিল। তবে শিরোনামে থাকতে কষ্ট করতে হয় না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামকে। মার্কিন ক্লাব ইন্টার মিয়ামির মালিক তিনি। কখনও ছেলে, কখনও বিখ্যাত বউ বা নিজের চোখ ধাঁধানো ফ্যাশনের দৌলতে বেকহ্যাম সবসময় প্রাসঙ্গিক। (ছবি:ইনস্টাগ্রাম)

শেষ কবে ফুটবলে পা ঠেকিয়েছেন বলা মুশকিল। তবে শিরোনামে থাকতে কষ্ট করতে হয় না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামকে। মার্কিন ক্লাব ইন্টার মিয়ামির মালিক তিনি। কখনও ছেলে, কখনও বিখ্যাত বউ বা নিজের চোখ ধাঁধানো ফ্যাশনের দৌলতে বেকহ্যাম সবসময় প্রাসঙ্গিক। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 6
বেকহ্যাম ফের শিরোনামে তাঁর ডকুমেন্টারির দৌলতে। অনুরাগীদের সেই সুখবর নিজেই দিলেন। ইনস্টাগ্রামে লিখলেন, "ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি, নেটফ্লিক্সের সঙ্গে জুটি বেঁধে আমার জীবনী নিয়ে একটি সিরিজ আসছে।"(ছবি:ইনস্টাগ্রাম)

বেকহ্যাম ফের শিরোনামে তাঁর ডকুমেন্টারির দৌলতে। অনুরাগীদের সেই সুখবর নিজেই দিলেন। ইনস্টাগ্রামে লিখলেন, "ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি, নেটফ্লিক্সের সঙ্গে জুটি বেঁধে আমার জীবনী নিয়ে একটি সিরিজ আসছে।"(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
কী কী থাকছে এই সিরিজে? বেকহ্যাম জানিয়েছেন, পুরো জীবনীটাই তুলে ধরা হবে। তাঁর নিজস্ব আর্কাইভ থেকে অদেখা কিছু ভিডিও, অজানা গল্প এবং বেকহ্যামের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু মানুষের সাক্ষাৎকার।(ছবি:ইনস্টাগ্রাম)

কী কী থাকছে এই সিরিজে? বেকহ্যাম জানিয়েছেন, পুরো জীবনীটাই তুলে ধরা হবে। তাঁর নিজস্ব আর্কাইভ থেকে অদেখা কিছু ভিডিও, অজানা গল্প এবং বেকহ্যামের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু মানুষের সাক্ষাৎকার।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
জানা গিয়েছে, অস্কার জয়ী পরিচালক ফিশার স্টিভেন্স এবং এমি পুরস্কার জয়ী প্রযোজক জন বাটসেক এই ডকুমেন্টারির দায়িত্বে রয়েছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

জানা গিয়েছে, অস্কার জয়ী পরিচালক ফিশার স্টিভেন্স এবং এমি পুরস্কার জয়ী প্রযোজক জন বাটসেক এই ডকুমেন্টারির দায়িত্বে রয়েছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 6
পূর্ব লন্ডনে তাঁর প্রাথমিক জীবন থেকে সফল ফুটবল কেরিয়ার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, পিএসজি, রিয়েল মাদ্রিদে কেরিয়ারের দিনগুলি। ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত তুলে ধরা হবে ডকুমেন্টারিতে। (ছবি:ইনস্টাগ্রাম)

পূর্ব লন্ডনে তাঁর প্রাথমিক জীবন থেকে সফল ফুটবল কেরিয়ার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, পিএসজি, রিয়েল মাদ্রিদে কেরিয়ারের দিনগুলি। ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত তুলে ধরা হবে ডকুমেন্টারিতে। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 6
মাইকেল জর্ডনের ডকুমেন্টারি 'দ্য লাস্ট ডান্স' থেকে অনুপ্রাণিত হন বেকহ্যাম। ২০২০ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সিরিজটি। বেকহ্যামের ডকুমেন্টারির নাম বা মুক্তির তারিখের বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই ঘোষণা বেকহ্যাম অনুরাগীদের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য।(ছবি:ইনস্টাগ্রাম)

মাইকেল জর্ডনের ডকুমেন্টারি 'দ্য লাস্ট ডান্স' থেকে অনুপ্রাণিত হন বেকহ্যাম। ২০২০ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সিরিজটি। বেকহ্যামের ডকুমেন্টারির নাম বা মুক্তির তারিখের বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই ঘোষণা বেকহ্যাম অনুরাগীদের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 6
Follow Us: