'শিকায়াত' গানে হুমা সকলের নজর কেড়েছিলেন। গানটি ছিল 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতে। গান গেয়ে নজর কেড়েছিলেন হুমা।
জানেন কি, কীভাবে এই কাজের অফারটি আসে হুমা কুরেশির কাছে?
নেপথ্যে আছে 'মহারানি'। যে 'মহারানি' ওয়েব সিরিজ়ে রানি হুমাই। সম্প্রতি চর্চায় এর দ্বিতীয় সিজ়ন। হুমাও ইতিউতি সাক্ষাৎকার দিচ্ছেন। প্রচার করছেন দ্বিতীয় সিজ়নের।
সে রকমই একটি প্রচারে এসে হুমা জানিয়েছেন, যে সময় 'মহারানি'র শুটিং করছিলেন, সিরিজ়ে তাঁর লুক দেখে কাস্ট করেন সঞ্জয় লীলা ভনসালী।
'মহারানি'রূপী হুমার লুক ও চেহারা 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র 'শিকায়াত' গানের জন্য ছিল আদর্শ। হুমার কাছে ফোন যায় ভনসালীর দফতর থেকে। তিনি দেখা করেন পরিচালকের সঙ্গে।
সঞ্জয় লীলা ভনসালী হুমা কুরেশির ড্রিম পরিচালক। সুযোগ পেয়ে লুফে নিয়েছিলেন ওই টুকু রোলও।