Akshaya Tritiya 2024: সোনা-রূপো কেনার সামর্থ্য নেই! অক্ষয় তৃতীয়া এই ৬ জিনিস কিনলেই হবে লক্ষ্মীলাভ

Goddess Lakshmi: নিয়ম মেনে বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী-নারায়ণের পুজো করা হয়। এছাড়া এদিন পালিত হয় পরশুরাম জয়ন্তীও। অক্ষয় তৃতীয়া বাঙালির নিজস্ব ধনতেরাস। তাই এদিন সোনা-রূপোর গয়না বা জিনিসপত্র কেনার চল রয়েছে। এই প্রথা বেশ পুরনো।

| Edited By: | Updated on: May 10, 2024 | 2:45 PM
বসন্ত পঞ্চমী, বুদ্ধ পূর্ণিমার মতো আর একটি দিন অত্যন্ত শুভ ও পবিত্র। আজ অক্ষয় তৃতীয়া। এদিন নিয়ম মেনে বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী-নারায়ণের পুজো করা হয়। এছাড়া এদিন পালিত হয় পরশুরাম জয়ন্তীও। অক্ষয় তৃতীয়া বাঙালির নিজস্ব ধনতেরাস। তাই এদিন সোনা-রূপোর গয়না বা জিনিসপত্র কেনার চল রয়েছে। এই প্রথা বেশ পুরনো।

বসন্ত পঞ্চমী, বুদ্ধ পূর্ণিমার মতো আর একটি দিন অত্যন্ত শুভ ও পবিত্র। আজ অক্ষয় তৃতীয়া। এদিন নিয়ম মেনে বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী-নারায়ণের পুজো করা হয়। এছাড়া এদিন পালিত হয় পরশুরাম জয়ন্তীও। অক্ষয় তৃতীয়া বাঙালির নিজস্ব ধনতেরাস। তাই এদিন সোনা-রূপোর গয়না বা জিনিসপত্র কেনার চল রয়েছে। এই প্রথা বেশ পুরনো।

1 / 9
কিন্তু মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে আকাশছোঁয়া দাম সোনার গয়না ও জিনিসপত্রে। দাম কম নয় রূপোর গয়নারও। তাই বিশেষ দিনে, শুভ মুহূর্তে সোনা-রূপোর গয়না কেনা মধ্যবিত্ত বাঙালির পক্ষে সম্ভব হয় না। এমনকি সামর্থ্যের মধ্যেও কুলিয়ে ওঠেন না।

কিন্তু মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে আকাশছোঁয়া দাম সোনার গয়না ও জিনিসপত্রে। দাম কম নয় রূপোর গয়নারও। তাই বিশেষ দিনে, শুভ মুহূর্তে সোনা-রূপোর গয়না কেনা মধ্যবিত্ত বাঙালির পক্ষে সম্ভব হয় না। এমনকি সামর্থ্যের মধ্যেও কুলিয়ে ওঠেন না।

2 / 9
অক্ষয় তৃতীয়ায় সোনা-রূপা কেনার হিড়িক পড়ে সর্বত্র। কিন্তু বিশিষ্টদের মতে, সোনা ও রৌপ্য কেনার বিষয়ে শাস্ত্রে কোনও প্রমাণ নেই। তাদের মতে, এই দিনটি দরিদ্রদের মধ্যে দান করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন। মনে করা হয় যে এই শুভ দিনে করা দান কখনও বিনষ্ট হয় না, সুফল পায় হাতেনাতে।

অক্ষয় তৃতীয়ায় সোনা-রূপা কেনার হিড়িক পড়ে সর্বত্র। কিন্তু বিশিষ্টদের মতে, সোনা ও রৌপ্য কেনার বিষয়ে শাস্ত্রে কোনও প্রমাণ নেই। তাদের মতে, এই দিনটি দরিদ্রদের মধ্যে দান করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন। মনে করা হয় যে এই শুভ দিনে করা দান কখনও বিনষ্ট হয় না, সুফল পায় হাতেনাতে।

3 / 9
অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সোনার পরিবর্তে পারলে তুলা কিনে বাড়িতে আনতে পারেন। এই উৎসবের আসল উদ্দেশ্যই হল, দরিদ্রদের সেবা করা। দান করা। এটাই শাস্ত্রে বর্ণিত হয়েছে। তুলা কিনলে কিছু টাকা গরিবদেরও আয় বাড়ে। পরবর্তীকালে আপনিও সমৃদ্ধি লাভ করতে পারেন।

অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সোনার পরিবর্তে পারলে তুলা কিনে বাড়িতে আনতে পারেন। এই উৎসবের আসল উদ্দেশ্যই হল, দরিদ্রদের সেবা করা। দান করা। এটাই শাস্ত্রে বর্ণিত হয়েছে। তুলা কিনলে কিছু টাকা গরিবদেরও আয় বাড়ে। পরবর্তীকালে আপনিও সমৃদ্ধি লাভ করতে পারেন।

4 / 9
অক্ষয় তৃতীয়ার দিনে বাসনপত্র কিনলে তাও শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। অনেকে আবার এ দিনে গরিবদের অন্ন ও সুস্বাদু খাবারদাবারও খাওয়াতে পারেন। এই দিনে বিভিন্ন ধর্মীয় পুণ্যকর্ম করলে, তা কখনওই বিফলে যেতে পারেন না।

অক্ষয় তৃতীয়ার দিনে বাসনপত্র কিনলে তাও শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। অনেকে আবার এ দিনে গরিবদের অন্ন ও সুস্বাদু খাবারদাবারও খাওয়াতে পারেন। এই দিনে বিভিন্ন ধর্মীয় পুণ্যকর্ম করলে, তা কখনওই বিফলে যেতে পারেন না।

5 / 9
এই শুভ ও পবিত্র দিনে কালো সরষেও কিনতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনে সরষে কেনাও খুব শুভ বলে মনে করা হয়। তাই এদিন সরষের কিনলে বিষ্ণু ও শনিদেবকেও তুষ্ট করা যায়।

এই শুভ ও পবিত্র দিনে কালো সরষেও কিনতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনে সরষে কেনাও খুব শুভ বলে মনে করা হয়। তাই এদিন সরষের কিনলে বিষ্ণু ও শনিদেবকেও তুষ্ট করা যায়।

6 / 9
তুলা ও বাসনপত্র কেনা ছাড়াও মৃৎপাত্রের দোকানদারের থেকে একটি মাটির পাত্র কিনে বাড়িতে আনতে পারেন। তাতেও পুণ্য পেতে পারেন। এদিনে মাটির পাত্রে করে জলচ্ছত্রের ব্যবস্থা করতে পারেন। তৃষ্ণার্তদেরকে জল বা শরবত প্রদান করতে পারেন।

তুলা ও বাসনপত্র কেনা ছাড়াও মৃৎপাত্রের দোকানদারের থেকে একটি মাটির পাত্র কিনে বাড়িতে আনতে পারেন। তাতেও পুণ্য পেতে পারেন। এদিনে মাটির পাত্রে করে জলচ্ছত্রের ব্যবস্থা করতে পারেন। তৃষ্ণার্তদেরকে জল বা শরবত প্রদান করতে পারেন।

7 / 9
ক সল্ট স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভাল, শুধু তাই নয়, এদিন এই বিশেষ লবণ কিনলেও শুভ বলে মনে করা হয়। সামুদ্রিক লবণের পরিবর্তে, এই লবণ কিনলেও এই দিনে কেনা উচিত।

ক সল্ট স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভাল, শুধু তাই নয়, এদিন এই বিশেষ লবণ কিনলেও শুভ বলে মনে করা হয়। সামুদ্রিক লবণের পরিবর্তে, এই লবণ কিনলেও এই দিনে কেনা উচিত।

8 / 9
কড়ি হল দেবী লক্ষ্মীর খুব প্রিয় একটি জিনিস। তাই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মীলাভের জন্য কড়িও কিনতে পারেন আপনি। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ও রৌপ্য ক্রয় সময়ের সঙ্গে সঙ্গে বাড়িতে আনতে পারেন একগুচ্ছ কড়ি।

কড়ি হল দেবী লক্ষ্মীর খুব প্রিয় একটি জিনিস। তাই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মীলাভের জন্য কড়িও কিনতে পারেন আপনি। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ও রৌপ্য ক্রয় সময়ের সঙ্গে সঙ্গে বাড়িতে আনতে পারেন একগুচ্ছ কড়ি।

9 / 9
Follow Us: