AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2022: ষষ্ঠী থেকে বিজয়া, এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট জানুন

Puja Vidhi And Timing: হিন্দুশাস্ত্র অনুসারে, শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন। তাই এই সময়টি তাদের পূজা যথাযথ সময় নয়। অকালের পূজা বলে তাই এই পূজার নাম হয় “অকালবোধন”। এই দুই পুরাণ অনুসারে, রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পূজা করেছিলেন।

| Edited By: | Updated on: Oct 01, 2022 | 6:12 AM
Share
আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে “দুর্গাষষ্ঠী”, “মহাসপ্তমী”, “মহাষ্টমী”, “মহানবমী” ও “বিজয়াদশমী” নামে পরিচিত।

আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে “দুর্গাষষ্ঠী”, “মহাসপ্তমী”, “মহাষ্টমী”, “মহানবমী” ও “বিজয়াদশমী” নামে পরিচিত।

1 / 9
আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় “দেবীপক্ষ”। শারদীয়া দুর্গাপূজাকে “অকালবোধন” বলা হয়। কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ অনুসারে, রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল।

আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় “দেবীপক্ষ”। শারদীয়া দুর্গাপূজাকে “অকালবোধন” বলা হয়। কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ অনুসারে, রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল।

2 / 9
বাঙালি সনাতনী সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গা মহাপূজা করা হয়। অবশ্য তন্ত্র শাস্ত্র মতে সকল স্থানই দুর্গার স্থান। সকল সময় দুর্গাপূজার সময়।

বাঙালি সনাতনী সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গা মহাপূজা করা হয়। অবশ্য তন্ত্র শাস্ত্র মতে সকল স্থানই দুর্গার স্থান। সকল সময় দুর্গাপূজার সময়।

3 / 9
মহাষষ্ঠী- ১ অক্টোবর, শনিবার। ১৪ আশ্বিন। রাত্রি ৮ টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত থাকবে। পুরাণ বলে, ষষ্ঠীর দিন মহামায়া লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের হাত ধরে মর্ত্যলোকে আসেন। মহাষষ্ঠীর দিন বাজে বোধনের ঘণ্টা। অধিবাস, আবাহন, আমন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে মহাষষ্ঠীর মহাআচার সম্পন্ন হয়।

মহাষষ্ঠী- ১ অক্টোবর, শনিবার। ১৪ আশ্বিন। রাত্রি ৮ টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত থাকবে। পুরাণ বলে, ষষ্ঠীর দিন মহামায়া লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের হাত ধরে মর্ত্যলোকে আসেন। মহাষষ্ঠীর দিন বাজে বোধনের ঘণ্টা। অধিবাস, আবাহন, আমন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে মহাষষ্ঠীর মহাআচার সম্পন্ন হয়।

4 / 9
মহাসপ্তমী- ২ অক্টোবর, রবিবার। ১৫ আশ্বিন রাত্রি ৬ টা ২১ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত থাকবে। নবপত্রিকা স্নান দিয়ে শুরু হয়ে এদিনের পুজো রীতি। সূর্য ওঠার আগে, কলাগাছকে স্নান করানো হয় গঙ্গার জলে। তারপরে কলাবউকে নতুন শাড়ি পরিয়ে সাজানো হয় একেবারে নববধূর সাজে।

মহাসপ্তমী- ২ অক্টোবর, রবিবার। ১৫ আশ্বিন রাত্রি ৬ টা ২১ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত থাকবে। নবপত্রিকা স্নান দিয়ে শুরু হয়ে এদিনের পুজো রীতি। সূর্য ওঠার আগে, কলাগাছকে স্নান করানো হয় গঙ্গার জলে। তারপরে কলাবউকে নতুন শাড়ি পরিয়ে সাজানো হয় একেবারে নববধূর সাজে।

5 / 9
মহাঅষ্টমী:  পৌরাণিক কাহিনি অনুসারে, দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। এই মাহেন্দ্রক্ষণ‌ই হল পাপপূন্যের মিলনস্থল। এ বছর সন্ধিপুজো হবে বেলা ৩টে ৩৫ মিনিট থেকে ৪টে২৩ মনিট পর্যন্ত। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয় ‘সন্ধি পুজো’। ‘সন্ধি পুজো’র সমাপ্তিতে হয় মহানবমী।

মহাঅষ্টমী: পৌরাণিক কাহিনি অনুসারে, দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। এই মাহেন্দ্রক্ষণ‌ই হল পাপপূন্যের মিলনস্থল। এ বছর সন্ধিপুজো হবে বেলা ৩টে ৩৫ মিনিট থেকে ৪টে২৩ মনিট পর্যন্ত। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয় ‘সন্ধি পুজো’। ‘সন্ধি পুজো’র সমাপ্তিতে হয় মহানবমী।

6 / 9
এছাড়া মহাষ্টমীর দিন কুমারী পুজোও হয়। ৯ বছরের নাবালিকাদের দেবী দুর্গা হিসেবে পুজো করা হয় এদিন। অষ্টমীর অঞ্জলিও সকলের কাছে আকর্ষণের।

এছাড়া মহাষ্টমীর দিন কুমারী পুজোও হয়। ৯ বছরের নাবালিকাদের দেবী দুর্গা হিসেবে পুজো করা হয় এদিন। অষ্টমীর অঞ্জলিও সকলের কাছে আকর্ষণের।

7 / 9
মহানবমী:  ৪ অক্টোবর, মঙ্গলবার। ১৭ আশ্বিন, বেলা ৩ টা ৫৯ মিনিট পর্যন্ত। এদিন বিশেষ পুজোর আচার না থাকলেও সন্ধ্যারতি অত্যন্ত  ধুমধাম করে করা হয়। নবমীর পরই বিষাদের সুর।

মহানবমী: ৪ অক্টোবর, মঙ্গলবার। ১৭ আশ্বিন, বেলা ৩ টা ৫৯ মিনিট পর্যন্ত। এদিন বিশেষ পুজোর আচার না থাকলেও সন্ধ্যারতি অত্যন্ত ধুমধাম করে করা হয়। নবমীর পরই বিষাদের সুর।

8 / 9
বিজয়া দশমী:  ৫ অক্টোবর, বুধবার। ১৮ আশ্বিন, বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত থাকবে। তারপরই দুর্গাকে বিদায় জানানোর পালা। বিষাদের মধ্যেই দেবীকে বরণ করে এ বারের মত বাপের বাড়ি থেকে বিদায় জানানো হয়। প্রতিমা নিরঞ্জন, ঘট বিসর্জনের মাধ্যমে শেষ হয় দুর্গাপুজো। এরপর বড়দের প্রণাম ও ছোটদের ভালবাসা ও মিষ্টিমুখ দিয়ে শুরু হয় শুভ বিজয়া।

বিজয়া দশমী: ৫ অক্টোবর, বুধবার। ১৮ আশ্বিন, বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত থাকবে। তারপরই দুর্গাকে বিদায় জানানোর পালা। বিষাদের মধ্যেই দেবীকে বরণ করে এ বারের মত বাপের বাড়ি থেকে বিদায় জানানো হয়। প্রতিমা নিরঞ্জন, ঘট বিসর্জনের মাধ্যমে শেষ হয় দুর্গাপুজো। এরপর বড়দের প্রণাম ও ছোটদের ভালবাসা ও মিষ্টিমুখ দিয়ে শুরু হয় শুভ বিজয়া।

9 / 9