AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jogen Choudhuri: অতিমারিতে যোগেন চৌধুরীর ১০১টি শিল্পকর্ম

২০২০র শুরুতে আমরা যখন সন্ত্রস্ত হয়েছি অতিমারির অভিঘাতে শিল্পী যোগেন চৌধুরী ঠিক তখনই স্পন্দিত হয়েছিলেন। শৈল্পিক ব্যঞ্জনায় তাঁর আজীবনের সৃষ্টি বন্ধ ঘরের ঘেরাটোপে নেচে উঠেছিল। সুত্রপাতের কারণ ছিল একটা বই। দেবভাষার ‘সাক্ষাতকার’। শিল্পীর জীবনের ওপর তৈরি অন্তরঙ্গ এই বই তৈরির জন্য তুলি, কালি, কলম নিয়ে বর্ষীয়ান শিল্পী এঁকে ফেললেন তাঁর ৬০ বছরের শিল্পী জীবনের প্রায় সমস্ত ফর্মের চিত্রকলা। যে বিপুল পরিমাণ ছবির জন্ম হল ২০২০র গোড়া থেকে ২০২১এর আগস্ট পর্যন্ত, তার মধ্যে ১০১টি কাজ নিয়ে সম্প্রতি ফার্ণ রোডে হয়ে গেল ‘যো২০২১’ শীর্ষক একটি প্রদর্শনী।

| Edited By: | Updated on: Oct 01, 2021 | 10:58 AM
Share
তাঁর জীবন নিয়ে তৈরি এই বই। তাই বারেবারে সতর্ক থেকেছেন বইয়ের কাজে নিয়োজিত দেবজ্যোতি ও সৌরভ। কিন্তু অশীতিপর শিল্পী যেন ছিলেন আরও সমাহিত শান্ত। একাধিকবার এই বইয়ের প্রুফ সংশোধন করেছেন শান্তিনিকেতনের বাড়িতে বসে। প্রদর্শনীতে রাখা আছে সেই খসড়ার মূল কপিও। সেসব দেখলে রোমাঞ্চ জাগে। শিল্পের অনুরাগীরা বুঝতে পারেন কেন যোগেন এই প্রজন্মের অন্যতম এক স্রষ্ঠা!

তাঁর জীবন নিয়ে তৈরি এই বই। তাই বারেবারে সতর্ক থেকেছেন বইয়ের কাজে নিয়োজিত দেবজ্যোতি ও সৌরভ। কিন্তু অশীতিপর শিল্পী যেন ছিলেন আরও সমাহিত শান্ত। একাধিকবার এই বইয়ের প্রুফ সংশোধন করেছেন শান্তিনিকেতনের বাড়িতে বসে। প্রদর্শনীতে রাখা আছে সেই খসড়ার মূল কপিও। সেসব দেখলে রোমাঞ্চ জাগে। শিল্পের অনুরাগীরা বুঝতে পারেন কেন যোগেন এই প্রজন্মের অন্যতম এক স্রষ্ঠা!

1 / 7
শুধুমাত্র পুস্তক প্রকাশই নয়। কালো অ্যাক্রেইলিকে সাদা ক্যানভাসে প্রদর্শনীর মুখপাতও এঁকে দিলেন শিল্পী। সাদা ক্যানভাসে সচেতন ভাবে ঝরে পড়ল কালো রঙের ধারা।

শুধুমাত্র পুস্তক প্রকাশই নয়। কালো অ্যাক্রেইলিকে সাদা ক্যানভাসে প্রদর্শনীর মুখপাতও এঁকে দিলেন শিল্পী। সাদা ক্যানভাসে সচেতন ভাবে ঝরে পড়ল কালো রঙের ধারা।

2 / 7
ছোট ছোট কাজ। একই ধৈর্য, মমত্ব আর নিখুঁত পারদর্শিতায় যোগেন চৌধুরীর স্বাক্ষর বহন করে।

ছোট ছোট কাজ। একই ধৈর্য, মমত্ব আর নিখুঁত পারদর্শিতায় যোগেন চৌধুরীর স্বাক্ষর বহন করে।

3 / 7
যোগেন চৌধুরীর চিত্রকলা বিশ্বের দরবারে সমাদৃত তাঁর চিত্রশিল্পী সত্ত্বা ছাড়াও রয়েছে আর একটি পরিচয়। যোগেন কবিতা লেখেন। পোস্টকার্ড সাইজের এই ছোট্ট কাজটিতে উঠে এসেছে তাঁর কাব্যিক সত্ত্বা। যেখানে অঙ্গাঙ্গি ভাবে আছে মহামারি।

যোগেন চৌধুরীর চিত্রকলা বিশ্বের দরবারে সমাদৃত তাঁর চিত্রশিল্পী সত্ত্বা ছাড়াও রয়েছে আর একটি পরিচয়। যোগেন কবিতা লেখেন। পোস্টকার্ড সাইজের এই ছোট্ট কাজটিতে উঠে এসেছে তাঁর কাব্যিক সত্ত্বা। যেখানে অঙ্গাঙ্গি ভাবে আছে মহামারি।

4 / 7
অতিমারি, মহামারি দুনিয়াকে ওলটপালট করেছে। কিন্ত বর্ষীয়ান শিল্পীর কোথাও যেন দায় ছিল সময়ের প্রতি, অশান্ত এই সময়টার দলিল ধরে রাখার। যোগেন সেই কাজটা করলেন সিদ্ধহস্তে।

অতিমারি, মহামারি দুনিয়াকে ওলটপালট করেছে। কিন্ত বর্ষীয়ান শিল্পীর কোথাও যেন দায় ছিল সময়ের প্রতি, অশান্ত এই সময়টার দলিল ধরে রাখার। যোগেন সেই কাজটা করলেন সিদ্ধহস্তে।

5 / 7
জন্ম বাংলাদেশে, কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে বেরনোর পর চিত্রকলার টানেই চলে যান প্যারিস, কাটান দীর্ঘ সময়। যোগেন চৌধুরীর জীবন আন্তর্জাতিক। তাই শান্তিনিকেতনের বাড়িতে বসেও তাঁর তুলি কালিতে উঠে আসে বালির দেবীমূর্তি।

জন্ম বাংলাদেশে, কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে বেরনোর পর চিত্রকলার টানেই চলে যান প্যারিস, কাটান দীর্ঘ সময়। যোগেন চৌধুরীর জীবন আন্তর্জাতিক। তাই শান্তিনিকেতনের বাড়িতে বসেও তাঁর তুলি কালিতে উঠে আসে বালির দেবীমূর্তি।

6 / 7
এখন বয়স ৮০ পারতপক্ষে জনসমক্ষে আসেন না শিল্পী। তবুও ‘সাক্ষাতকার’এর উন্মোচনের সময়ে এই বই তৈরির দুই কাণ্ডারি দেবজ্যোতি মুখোপাধ্যায় ও সৌরভ দে-র ডাক ফেরাতে পারেন নি যোগেন। দেবভাষা গ্যালারিতে বই উন্মোচনের মুহূর্ত।

এখন বয়স ৮০ পারতপক্ষে জনসমক্ষে আসেন না শিল্পী। তবুও ‘সাক্ষাতকার’এর উন্মোচনের সময়ে এই বই তৈরির দুই কাণ্ডারি দেবজ্যোতি মুখোপাধ্যায় ও সৌরভ দে-র ডাক ফেরাতে পারেন নি যোগেন। দেবভাষা গ্যালারিতে বই উন্মোচনের মুহূর্ত।

7 / 7