আমরা ত্বকের যত্ন যে ভাবে নিই যেই ভাবে হাতের আর পায়ের যত্ন নিই না। এদিকে সারাদিনের কাজের যাবতীয় ভরসা এই হাত। ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক ভাল হয়। কিন্তু হাত?
যত মন দিয়ে আমরা মুখের ক্রিম বাছাই করি, কিনি তার সিকিভাগও কিন্তু থাকে না হাতের জন্য। এদিকে আমরা যতবার হাত ধুই ততবার আমাদের হাত আর্দ্রতা হারায়।
এছাড়াও কয়েক বছর ধরে স্যানিটাইজার ব্যবহারে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। স্যানিটাইজার বেশি ব্যবহার করলেও সেখান থেকে হাতের চামড়া শুকিয়ে যায়।
হাত তার নিজের আর্দ্রতা হারিয়ে ফেললেই তখন প্রয়োজন হয় হ্যান্ড ক্রিমের। হ্যান্ড ক্রিম রোজ ব্যবহার করতে পারলে হাত নরম থাকবে। হাতে কড়াও পড়বে না।
হাতের তালু যদি হাইড্রেটেড রাখতে হয় তাহলে ভিটামিন সি রয়েছে এমন হ্যান্ডক্রিম বেছে নেওয়া ভাল। এছাড়াও হায়ালুরোনিক অ্যাসিড যেমন মুখের জন্য ভাল তেমনই হাতও নরম রাখে।
যে কোনও রকম সংক্রমণের হাত থেকেও রক্ষা করে হ্যান্ড ক্রিম। নিয়মিত ভাবে ব্যবহার করলে চামড়া শুকিয়ে যাওয়া, নখের কোনায় সংক্রমণ এসব হয় না।
হ্যান্ড ক্রিম ব্যবহার করলে হাতের চামড়া থাকবে টানটান। বয়সের আগেই চামড়া কুঁচকে যাওয়ার প্রবণতা কমবে।
বার বার হাত ধোওয়া, স্যানিটাইজার ব্যবহারের ফলে হাতের সংবেদনশীলতা নষ্ট হতে পারে। আর তাই অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এরকম হ্যান্ডক্রিম ব্যবহার করতে হবে।